ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

ফরিদপুর বিদ্যালয় স্বাস্থ্যকেন্দ্র, ৫৬ বছরেও জানে না কেউ খোঁজ!


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ২৩-৯-২০২১ দুপুর ১২:৪৯

স্কুল শিক্ষার্থীদের চিকিৎসা সেবার জন্য একটি প্রতিষ্ঠান ফরিদপুর বিদ্যালয় স্বাস্থ্যকেন্দ্র। প্রতিষ্ঠানটির বয়স দীর্ঘ ৫৬ বছর। কিন্তু এত বছরেও জেলার মানুষ জানেন না এর খোঁজ। শিক্ষিত মহল থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে যেন অচেনা-অজানা একটা নাম বিদ্যালয় স্বাস্থ্যকেন্দ্র। অথচ এটি একটি সরকারি প্রতিষ্ঠান।

ফরিদপুর জেলা সদরের ব্রহ্মসমাজ রোডে ১৯৬৫ সালে এটি প্রতিষ্ঠিত। এর বয়স ৫৬ বছর। দীর্ঘ এত বছরেও যেন প্রতিষ্ঠানটি সম্পর্কে অধিকাংশ মানুষ এ সম্পর্কে তেমন একটা জানেন না। প্রচার-প্রচারণা, কার্যক্রমে পিছিয়ে থাকার কারণে শিক্ষার্থীদের দোরগোড়ায় সেবা পৌঁছাতে ব্যর্থ প্রতিষ্ঠানটি। 

জানা গেছে, সরকারি এ স্বাস্থ্যকেন্দ্রের আওতাধীন ১৮টি প্রাথমিক বিদ্যালয়, ১৪টি মাধ্যমিক বিদ্যালয় ও ২টি মাদ্রাসা মিলিয়ে ৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলোর ১৪ হাজার ৭৮৬ জন শিক্ষার্থীর বিপরীতে দুজন মেডিকেল অফিসারের মধ্যে আছেন সিনিয়র স্টাফ নার্স একজন, একজন ফার্মাসিস্ট থাকলেও করোনাকালীন সময়ে ঢাকা মেডিকেল কলেজে প্রেশনে রয়েছেন তিনি। আছেন একজন এমএলএস। 

সরেজমিন দেখা যায়, এলাকাটি জনবহুল। প্রতিষ্ঠানের সাইনবোর্ড আছে কিন্তু বেশ পুরনো। মানুষের চোখে পড়ে কম। ভেতরের পরিবেশ রোগীহীন। অনেকটা সুনসান নীরবতা। সকল স্টাফের উপস্থিতি নেই। একাধিক পদ রয়েছে শূন্য।

চলতি বছরের আগস্ট মাসের কার্যক্রম অনুযায়ী, এখানে চিকিৎসা গ্রহণকারীর সংখ্যা ৩ শত ৪৯ জন। প্রতিদিন গড়ে আগতদের সংখ্যা মাত্র১৫ জন। এছাড়াও ২৯টি কার্যক্রমের মধ্যে বেশিরভাগ কার্যক্রম শূন্য। যদিও করোনাকালীন সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ ছিল। 

১৯২০-২১ অর্থবছরের তালিকা এমএসআর সামগ্রী বাৎসরিক চাহিদাপত্র অনুযায়ী ১৯ প্রকারের বিভিন্ন ধরনের ওষুধ (যার পরিমাণ সর্বনিম্ন দুই হাজার থেকে দশ হাজার পিস পর্যন্ত) বরাদ্দ পায় প্রতিষ্ঠানটি।

দূর্গাপুর ওমেদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনরোজ সুলতানা জানান, প্রতিষ্ঠানটির কার্যক্রম আছে ঠিকই তবে প্রচার-প্রচারণা অনেক কম। আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াসমিন খান বলেন, এ বিষয়ে খুব ভালো একটা বলতে পারব না। স্কুলটি বিদ্যালয় স্বাস্থ্যকেন্দ্রের তালিকাভুক্ত কি-না তাও তিনি জানেন না। গোয়ালচামট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক বিবেকানন্দ বসু জানান, আমি শিক্ষক থাকাকালীন অল্প কিছু কার্যক্রম ছিল। তবে খুব একটা বেশি নয়। দীর্ঘ এত বছরেও এ সম্পর্কে বিশেষ করে শিক্ষিত মহল না জানা, না চেনাটা খুবই দুঃখজনক।

ফরিদপুর জর্জকোর্টের আইনজীবী শেখ সেলিমুজ্জামান রুকু বলেন, আমি একজন অভিভাবক হিসেবে, আইনজীবী হিসেবে এই প্রথম আপনার মাধ্যমে এর নাম শুনলাম। জেলা সদরের ইশান বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী স্বর্ণাবা জাহান শ্রেষ্ঠার বাবা, ফরিদপুরের একটি দৈনিক পত্রিকার সম্পাদক, আইনজীবী, কবি ও সাহিত্যিক গাজী শাহিদুজ্জামান লিটন জানান, রাস্তায় চলাচলের সময় প্রতিষ্ঠানের নাম দেখেছি মাত্র। কিন্তু এর কার্যক্রম সম্পর্কে একেবারেই জানা নেই।

এ ব্যাপারে বিদ্যালয় স্বাস্থ্যকেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নিবেদিতা দাস জানান, আমাদের প্রতিষ্ঠানের সকল কার্যক্রম চালু রয়েছে। সঠিকভাবে দায়িত্ব পালন থেকে শুরু করে স্কুলে গিয়ে সংশ্লিষ্টদের নিয়মিত কার্যক্রম চালানো হয়। শিক্ষার্থীরা যদি না আসে তাহলে আমরা কী করতে পারি। আমরা তো বসে থাকি তাদের চিকিৎসা সেবা দেয়ার জন্য। 

এ বিষয়ে জানতে ফরিদপুরের সিভিল সার্জন ডা. সিদ্দিকুর রহমানের মুঠোফোনে ফোন করলেও তিনি মোবাইল রিসিভ না করায় বক্তব্য জানা সম্ভব হয়নি।

এ প্রসঙ্গে বিদ্যালয় স্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল অফিসার ইশরাত জাহান ইলা বলেন, প্রতিদিন কার্যক্রমের পাশাপাশি প্রতি মাসে ৮টি বিদ্যালয় পরিদর্শন করা হয়। তাছাড়া কিছু প্রতিবন্ধকতা আছে। অফিস চালানোর জন্য যা দরকার তা এখানে পর্যাপ্ত নেই। স্কুল পরিদর্শনের জন্য কোনো অর্থ বরাদ্দ নেই। নিজেদের খরচ করতে হয়।

এমএসএম / জামান

ধামইরহাটে ইউনিয়ন পর্যায়ে জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা যাচাই কর্মশালা অনুষ্ঠিত

বালাগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত

বরিশাল ৩নং আসনে তৃণমুলের পছন্দের প্রার্থী আঃ ছত্তার খান

বাঁশখালীর সেই ভেঙে পড়া কালভার্ট নিজস্ব অর্থায়নে মেরামত করে দিলেন গণ্ডামারা ইউপি চেয়ারম্যান

কাউনিয়ায় আমন মৌসুমের ধান ও চাল ক্রয় কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু

রাজশাহী-১ আসনে ভোটের মাঠে জনপ্রিয়তার শীর্ষে অধ্যাপক ড. আব্দুর রহমান মুহসেনী

ফ্যাসিস্ট,চাঁদাবাজ,জুলুমবাজদের আর ছাড় দেয়া হবেনাঃ ডাকসু ভিপি সাদিক কায়েম

আদমদীঘিতে জাতীয় প্রানি সপ্তাহ উপলক্ষ্যে প্রানি সম্পদ প্রদর্শনী

হাটহাজারীতে প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

নড়াইলে সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এসআই আমির হোসেন ও এএসআই রুহুল আমিন

পাবিপ্রবির শিক্ষার্থীদের জন্য ‘উচ্চ শিক্ষায় মানসিক চাপ নিয়ন্ত্রণ কৌশল’ শীর্ষক কর্মসূচি ও রিসার্চ মেথোডলোজি বিষয়ে প্রশিক্ষণ

ধামইরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে উদ্বোধনী প্রদর্শনী মেলায় দুম্বা প্রদর্শন

হোসেনপুরে গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকদের সাথে নবাগত ডিসি মোহাম্মদ আসলাম মোল্লার মতবিনিময়