কোতোয়ালী থানা প্রেসক্লাবের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: সাংবাদিক সমাজে আনন্দ ও উচ্ছ্বাস
ঢাকা কোতোয়ালী থানার নবগঠিত কোতোয়ালী থানা প্রেসক্লাব-এর শুভ উদ্বোধন এক মনোমুগ্ধকর ও মর্যাদাপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় সদরঘাটের গ্রেট ওয়াল শপিং সেন্টারের ১৬ তলা মিলনায়তন ছিল সাংবাদিক ও অতিথিদের মিলনমেলায় মুখরিত। অনুষ্ঠানে স্থানীয় ও জাতীয় পর্যায়ের অসংখ্য সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতি অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরহাদ হোসেন অলু, সভাপতি, সদরঘাট গ্রেট ওয়াল মার্কেট ব্যবসায়ী মালিক সমিতি।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন এম এ হক, সেক্রেটারি, সদরঘাট গ্রেট ওয়াল মার্কেট ব্যবসায়ী মালিক সমিতি। তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন— “তথ্যভিত্তিক সংবাদই সমাজের উপকারে আসে। একতরফা সংবাদ পরিবেশন থেকে বিরত থেকে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা করতে হবে।”
শুভ উদ্বোধন করেন মোঃ নাজমুল হাসান, সহ-সভাপতি, সদরঘাট গ্রেট ওয়াল মার্কেট ব্যবসায়ী মালিক সমিতি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: মোঃ জাহাঙ্গীর আলম বাবুল, বিশিষ্ট ব্যবসায়ী। মোঃ সুলতান মাহমুদ পলাশ, সহ-সভাপতি, জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (কেন্দ্রীয় কমিটি)। মোঃ রফিকুল ইসলাম, আহ্বায়ক, ঢাকা সদরঘাটস্থ মেহেন্দিগঞ্জ-হিজলা-মুলাদী জাতীয়তাবাদী ফোরাম। মোঃ রফিকুল ইসলাম সিনিয়র, সহ-সভাপতি, জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (ঢাকা জেলা)। সাহেল আহমেদ সোহেল, প্রতিষ্ঠাতা সভাপতি, জুরাইন প্রেসক্লাব। মোঃ ইলিয়াস মৃধা, সাবেক যুগ্ম আহ্বায়ক, কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দল
সমগ্র অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ রাসেল কবির, সভাপতি, কোতোয়ালী থানা প্রেসক্লাব।সঞ্চালনায় ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম হৃদয় ইসলাম চুন্নু।
উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উল্লেখযোগ্য উপস্থিতির মধ্যে ছিলেন: সুব্রত দাস রনক (যমুনা টেলিভিশন), মোঃ রাকিব হোসেন মিলন (এটিএন বাংলা), শাহ মোয়াজ্জেম (দৈনিক দিনপ্রতি দিন), মোঃ সোহাগ খান (দৈনিক ইনকিলাব), মোঃ নাজমুল হক সানী (দৈনিক আজকের দর্পণ), মোঃ আনোয়ার হোসেন (গ্লোবাল নিউজ), মোঃ নাজমুল হাসান (দৈনিক জনবানী), মোঃ আল-আমীন (দৈনিক বর্তমান কথা), মোঃ আসাদুল ইসলাম (বাংলা নিউজ টুডে), মোসা: লতা হাওলাদার (৭১ বাংলা বার্তা), মোঃ রকি (দৈনিক সকালের সময়), মোঃ জাকির হোসেন (দৈনিক একুশে সংবাদ),
মোঃ শাকিল আহমেদ (দৈনিক প্রথম আওয়াজ), সাইফুল ইসলাম (দৈনিক নবজীবন), মোঃ মামুন এবং আরও অনেকে।
কোতোয়ালী থানা প্রেসক্লাবের এই শুভ উদ্বোধন শুধু একটি নতুন সংগঠনের যাত্রাই নয়, বরং স্থানীয় সাংবাদিকদের ঐক্য ও দায়িত্বশীলতার প্রতীক। সংবাদপত্র ও টেলিভিশনের প্রতিনিধিরা এটিকে একটি নতুন দিগন্তের সূচনা হিসেবে আখ্যা দেন। পুরো অনুষ্ঠানজুড়ে সাংবাদিক মহলে আনন্দ ও উচ্ছ্বাসের পরিবেশ বিরাজ করেছে।
এই জাঁকজমকপূর্ণ উদ্বোধনী আয়োজন প্রমাণ করে যে, সত্য ও দায়িত্বশীল সাংবাদিকতার পথে কোতোয়ালী থানা প্রেসক্লাব একটি উজ্জ্বল ভূমিকা রাখতে প্রস্তুত।
এমএসএম / এমএসএম
ঝিনাইদহ অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ শিখাচ্ছে পাথওয়ে
উত্তরায় SEDA ফাউন্ডেশনের ১৭তম মেধা যাচাইয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নকশা দাখিল ও অপসারণের নির্দেশ
হাতপাখা নির্বাচিত হলে ঢাকা-১৮ কে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলা হবেঃ আলহাজ্ব আনোয়ার
ডেমরায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মত মতবিনিময় সভা
গণধোলাইয়ে মারা গেলো চোর, হত্যা মামলায় ফাঁসলো নারী সাংবাদিক
আত্মনিবেদিত রাজনীতিবিদ শেখ ফজলে বারী মাসউদ
যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণের প্রথম ব্যাচের প্রশিক্ষণ সমাপ্ত
গেমপ্লিফাই সফলভাবে আয়োজন করল অনসাইট স্পোর্টস কুইজ প্রতিযোগিতা
মাদক সন্ত্রাস প্রতিরোধে ঐক্যের ডাক, পরিবর্তনের অঙ্গীকার কামাল হোসেনের