ঢাকা সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

কক্সবাজার মহাসড়ক লেনে উন্নীতকরণের দাবীতে চকরিয়া বিশাল মানবন্ধন কর্মসুচি


এসএম হান্নান শাহ, চকরিয়া photo এসএম হান্নান শাহ, চকরিয়া
প্রকাশিত: ২৯-৯-২০২৫ দুপুর ৩:৫১

কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে কক্সবাজারের কক্সবাজার চকরিয়া উপজেলা সদরে স্কুল কলেজ মাদরাসার বিপুল শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণীপেশার মানুষের অংশ গ্রহনে স্মরণকালের বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ বাস্তবায়ন চকরিয়া উপজেলা কমিটির উদ্যোগে শনিবার গতকাল  বিকেল ৫টার টার সময় কক্সবাজার চকরিয়া নিউমার্কেটের সামনে মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ বাস্তবায়ন চকরিয়া উপজেলা কমিটির আহ্বায়ক এডভোকেট লুৎফর কবিরের সভাপতিত্বে পরিবেশ সংগঠক আলাউদ্দিন আলো ও ইসফাতুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধন কর্মসুচিতে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন চকরিয়া পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজী, ৬ লেন বাস্তবায়ন কমিটির কক্সবাজারের প্রধান পৃষ্ঠপোষক ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা কক্সবাজার জেলা শাখার সভাপতি সাংবাদিক এইচ এম এরশাদ, জেলা কমিটির আহ্বায়ক কমরেড গিয়াসউদ্দিন, সদস্য সচিব নাজিম উদ্দীন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক ও বাস্তবায়ন কমিটির সমন্বয়কারী করিমুল্লাহ কলিম, ভয়েস অব কক্সবাজার ভলান্টিয়ার্স এর সভাপতি মো: কামরুল হাসান, সফিনা আজিম, এডভোকেট জাফর আলম দিদার, চকরিয়া উপজেলা কমিটির সদস্য সচিব ও বাপা কক্সবাজার চকরিয়া উপজেলা শাখার সভাপতি অধ্যাপক হামিদুল ইসলাম মোর্শেদ, এপেক্সশিয়ান মোহাব্বত চৌধুরী, জাতীয় পার্টি নেতা শামসুল আলম, উপজেলার ডুলহাজারা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী, চকরিয়া মহিলা কলেজ এর অধ্যক্ষ জুবাইদুল হক, বাংলাদেশ বেতার কক্সবাজার প্রতিনিধি শাহ মো: জাহেদ, চকরিয়া চৌকি আদালতের পিপি এডভোকেট সরওয়ার আলম, চকরিয়া এডভোকেট এসোসিয়েট’স সাধারণ সম্পাদক এডভোকেট সাইদুর রহমান, এডভোকেট মিজবাহ উদ্দীন, দৈনিক প্রথম আলোর সাংবাদিক এসএম হানিফ, চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুল মজিদ, নারীনেত্রী শাহানা বেগম, বাপা কক্সবাজার চকরিয়া উপজেলা কমিটির সহ সভাপতি সাজেদুল ইসলাম রুবেল সিকদার, বাস্তবায়ন কমিটির সদস্য সংবাদকর্মী তৌহিদুল ইসলাম, বাপা চকরিয়া উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, কবি সাইফুল মোস্তফা, নারীনেত্রী রুনা আক্তার, ফরিদা ইয়াছমিনসহ বিপুল সংখ্যক জনসাধারণ।
এছাড়া কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের গণদাবির প্রতি একাত্মত জানিয়ে উপস্থিত ছিলেন, বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), চকরিয়া উপজেলার কর্মরত সাংবাদিক নেতৃবৃন্দ, কর্মনীড়, সচেতন নাগরিক কমিটি (সনাক), এডভোকেট্স এসোসিয়েশন, নিরাপদ সড়ক চাই (নিসচা), চকরিয়া ব্যবসায়ী সমিতি, মানবকল্যান ফাউন্ডেশন চকরিয়া, সড়ক পরিবহন ও শ্রমিক ফেডারেশন, প্রবাসী কল্যান সমিতি চকরিয়া, পিএফজি, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, কক্সবাজার মহাসড়ক জবরদখলের কারণে প্রতিনিয়ত সংকোচিত হয়ে যাচ্ছে। এমন প্রেক্ষাপটে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবাধে যানবাহন চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। এ অবস্থায় প্রতিদিন ছোট-বড় সড়ক দুর্ঘটনা ঘটছে। এতে যাত্রী সাধারণ, পথচারীদের অযাচিত প্রাণহানি ও আহত হয়ে পঙ্গুত্ব বরণের ঘটনা ঘটছে হরহামেশা।
এমন পরিস্থিতিতে মহাসড়কটি এখন মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে। এ অবস্থায় আমরা কক্সবাজার মহাসড়কে আর মৃত্যুর মিছিল চাইনা, আমরা নিরাপদ সড়ক চাই। মহাসড়ক ৬ লেনে উন্নীত করা হোক এটাই কক্সবাজারের ২২ লাখ মানুষের প্রাণের দাবি।

Aminur / এমএসএম

লামা উপজেলায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

কোটালীপাড়ায় পোনা মাছ অবমুক্তকরণ

ত্রিশালে বাগান মাদরাসা পরিদর্শনে আইএমইডির মহাপরিচালক

কুড়িগ্রামে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে গণমাধ্যমকর্মীদের কর্মশালা

সার নীতিমালা বহালের দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে নিখোঁজ তিন মাদ্রাসাছাত্রী, ২১ দিনেও সন্ধান মিলেনি

চাঁপাইনবাবগঞ্জে বিনাধান-১৭ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত

রৌমারীতে মানষিক ও শারিরীক নিযাতনেই গৃহবধুর বিষপানে আত্মহত্যা

চৌগাছায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

নাটোরের সিংড়ায় পাওনা টাকার দাবিতে মানববন্ধন

রাঙামাটিতে জনজীবন স্বাভাবিক

বালিয়াকান্দিতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা

আধাঘন্টা মহাসড়ক অবরোধ চন্দনাইশে বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত