ঢাকা শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

উপকূলীয় নারীদের কথা তুলে ধরলেন অধ্যাপক ড. জুলফিকার


শামীম আহমদ photo শামীম আহমদ
প্রকাশিত: ২-১০-২০২৫ রাত ১০:৩৬

বিশ্বের ৩৫ টি দেশের প্রায় ৭০ জন গবেষক, পরিবেশবাদী, শিক্ষক, ডোনার এজেন্সি ও উদ্যোক্তাদের নিয়ে ২৯–৩০ সেপ্টেম্বর জার্মানির বার্লিনে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে উপকূলীয় নারীদের কথা তুলে ধরলেন বাংলাদেশের প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অধ্যাপক ড. মুহাম্মদ জুলফিকার আলী।

বার্লিনে অনুষ্ঠিত “4th Global Summit on Advances in Earth Science and Climate Change”সম্মেলনের মূল প্রতিপাদ্য—“Earth’s Future: Harnessing Science, Technology, and Equity for a Sustainable Planet।” । এই সম্মেলনে Distinguished Speaker হিসেবে আমন্ত্রিত হয়ে  প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অধ্যাপক ও বিজনেস ডিপার্টমেন্টের চেয়ারম্যান ড. মোহাম্মদ জুলফিকার আলী তুলে ধরলেন জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের উপকূলীয় নারীরদের  জীবন সংগ্রাম ও স্বাস্থ্য সংকটের চিত্র । তাঁর বক্তব্যের শুরুতে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে তৈরি  বিউটিফুল বাংলাদেশ নামে একটি ভিডিও চিত্র প্রদর্শন করেন যা উপস্থিত শিক্ষক, গবেষক ও উপস্থিত সকলের দৃষ্টি কেড়েছে। 

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের নারীরা নীরবে লড়ছেন এক অদৃশ্য সংকটের সঙ্গে। জলবায়ু পরিবর্তন, লবণাক্ত পানির অনুপ্রবেশ ও দারিদ্র্যতা  তাদের জীবনের স্বাভাবিক ছন্দকে ভয়াবহভাবে ব্যাহত করছে। অথচ এই সংকটের জন্য দায়ী বৈশ্বিক উষ্ণতা ও উন্নত দেশগুলোর নিরব ভূমিকা। বার্লিনে আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের উপকূলীয় নারীরদের  স্বাস্থ্য সংকট তুলে ধরে তিনি আরো বলেন- আমাদের এই সমস্যার জন্য দায়ী পৃথিবীর ধনী দেশগুলো তাই তাদের এই দায় নিতে হবে। 

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের নারীরা নীরবে লড়ছেন যে অদৃশ্য সংকটের সঙ্গে আজও  তা বহির্বিশ্বের জলবায়ু নিয়ে কাজ করা গবেষকদের দৃষ্টির আড়ালে রয়ে গেছে। জলবায়ু পরিবর্তন, লবণাক্ত পানির অনুপ্রবেশ ও দারিদ্র্য তাদের জীবনের স্বাভাবিক ছন্দকে ভয়াবহভাবে ব্যাহত করছে।
প্রফেসর আলীর আলোচনায় উঠে এসেছে উপকূলীয় অঞ্চলের নারীদের নীরব স্বাস্থ্য-সংগ্রামের কথা। লবণাক্ত পানির কারণে বিশুদ্ধ জলের অভাব মাসিককালীন স্বাস্থ্যকে মারাত্মকভাবে প্রভাবিত করছে। অনেক নারী বাধ্য হয়ে লবণাক্ত পানি ব্যবহার করছেন, যা জরায়ুজনিত রোগ ও শারীরিক ব্যথার কারণ হচ্ছে। আবার দারিদ্র্য ও স্যানিটারি ন্যাপকিনের অভাবে কিশোরীরা মাত্র বারো বছর বয়স থেকেই মাসিক বন্ধ করতে কনট্রাসেপটিভ পিল ব্যবহার করছে। এটি শুধু শারীরিক নয়, মানসিক ও প্রজনন স্বাস্থ্যের জন্যও দীর্ঘমেয়াদি বিপদ ডেকে আনছে।
বাংলাদেশে জলবায়ু পরিবর্তন সাধারণত ফসল, কৃষি বা নদীভাঙনের সঙ্গে বেশি আলোচিত হয়। কিন্তু নারীর দেহ ও মর্যাদা কীভাবে এই পরিবর্তনের চাপে ভেঙে পড়ছে, সেই দিকটি এখনো যথেষ্ট আলোচনায় আসেনি। প্রফেসর আলী সেই নীরব যন্ত্রণার গল্প বিশ্বদরবারে তুলে ধরেছেন তাঁর কনসেপ্ট পেপারে। 
পরিবেশ বিশেষজ্ঞদের মতে, উপকূলীয় অঞ্চলে এই সংকট কেবল স্বাস্থ্য নয়, নারীর অধিকার, নিরাপত্তা ও সামাজিক মর্যাদার প্রশ্ন। জলবায়ু পরিবর্তনের মোকাবিলা তাই শুধু পরিবেশ বা ইকোসিস্টেম রক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি নারীর জীবন, স্বাস্থ্য ও প্রজনন সক্ষমতার উপর মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলছে। 
প্রফেসর ড. মোহাম্মদ জুলফিকার আলী দীর্ঘ দুই দশক ধরে বাংলাদেশের উচ্চশিক্ষা ও গবেষণা অঙ্গনে সক্রিয়। তিনি এখন পর্যন্ত ১০টি গ্রন্থ রচনা করেছেন এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জার্নালে তার ৪০ টিরও বেশি প্রবন্ধ প্রকাশিত হয়েছে । 
লন্ডনে প্রকাশিত “Leadership Studies in the Turbulent Business Ecosystem” গ্রন্থের সম্পাদকীয় প্যানেলে কানাডার কুইবেকের লাভাল  ইউনিভার্সিটির অধ্যাপক ড. মহিউদ্দিন সহ আরো দুইজন বিশিষ্ট আন্তর্জাতিক গবেষকদের সাথে যুক্ত ছিলেন তিনি। তাঁর গবেষণা বিশেষভাবে Authentic Leadership, Digital Marketing ও Customer Relationship Management-এ সুপরিচিত।
আন্তর্জাতিক পর্যায়েও তিনি বিভিন্ন দেশে যেমন সুইজারল্যান্ড, ফ্রান্স, পোল্যান্ড, তুরস্ক, চীন, সংযুক্ত আরব আমিরাত, থাইল্যান্ড ও ভারত সহ একাধিক দেশের  কনফারেন্সে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেছেন। ২০২৩ সালে তিনি বাঙালী সাহিত্য পুরস্কার এবং Asian Education Award (Bangkok) লাভ করেন তার সাহিত্য কর্মের জন্য । তার লেখা উল্লেখযোগ্য মোটিভেশনাল গ্রন্থ হলো- ষ্টেস ম‍্যানেজম‍্যান্ট, ইঁদুরের পকেট মানি, কিংবদন্তির নীরব ধন, ছাত্র- ছাত্রী ও চাকুরী প্রার্থীদের জন্য লিখেছেন- সফলতার প্রথম পাঠ ও সফলতার দ্বিতীয় পাঠ। এ ছাড়াও ড. আলীর লেখা তিনটি ছোট গল্প গ্রন্থ- লাবনী পয়েন্ট, লোভ, ও উপেক্ষা ছাড়াও তার একটি অসাধারণ উপন্যাস প্রকাশিত হয়েছে- অভিশাপ নামে। 
বিশেষজ্ঞদের মতে, প্রফেসর আলীর গবেষণা প্রমাণ করে যে জলবায়ু পরিবর্তনের প্রভাব শুধু কৃষি বা অবকাঠামোতে সীমাবদ্ধ নয়,এটি নারীর স্বাস্থ্য, অধিকার ও সামাজিক মর্যাদার সঙ্গেও গভীরভাবে যুক্ত। তাঁর এ উপস্থাপনা বাংলাদেশের জন্য আন্তর্জাতিক গবেষণাক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে।

এমএসএম / এমএসএম

ঝিনাইদহ অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ শিখাচ্ছে পাথওয়ে

উত্তরায় SEDA ফাউন্ডেশনের ১৭তম মেধা যাচাইয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নকশা দাখিল ও অপসারণের নির্দেশ

হাতপাখা নির্বাচিত হলে ঢাকা-১৮ কে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলা হবেঃ আলহাজ্ব আনোয়ার

ডেমরায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মত মতবিনিময় সভা

গণধোলাইয়ে মারা গেলো চোর, হত্যা মামলায় ফাঁসলো নারী সাংবাদিক

আত্মনিবেদিত রাজনীতিবিদ শেখ ফজলে বারী মাসউদ

যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণের প্রথম ব্যাচের প্রশিক্ষণ সমাপ্ত

গেমপ্লিফাই সফলভাবে আয়োজন করল অনসাইট স্পোর্টস কুইজ প্রতিযোগিতা

মাদক সন্ত্রাস প্রতিরোধে ঐক্যের ডাক, পরিবর্তনের অঙ্গীকার কামাল হোসেনের

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউকের জরুরি তৎপরতা