শ্রদ্ধামিশ্রিত ভালোবাসা ও সম্মান প্রদর্শনের মাধ্যমে প্রবীণদের পাশে থাকতে হবে
কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) কনভেনশন হলে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস। অবসরপ্রাপ্ত বিসিএস (কৃষি) অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজিত এই অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষিবিদ ড. রাধেশ্যাম সরকার। এর আগে সকাল দশটায় এক বর্ণাঢ্য র্যালি কৃষি খামার সড়ক প্রদক্ষিণ করে। জাতিসংঘ ঘোষিত ২০২৫ সালের প্রতিপাদ্য ছিল,“Older Persons Driving Local and Global Action: Our Aspirations, Our Well-Being, Our Rights”, যার বাংলা রূপ সমাজকল্যাণ মন্ত্রণালয় নির্ধারণ করেছে, “একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপন গড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে।”
কৃষিবিদ ড. রাধেশ্যাম সরকার তাঁর প্রবন্ধে প্রতিপাদ্যের তাত্ত্বিক ও ব্যবহারিক বিশ্লেষণে বলেন, ’প্রতিপাদ্যটি আবেগপূর্ণ, দার্শনিক এবং বাস্তবমুখী যা প্রবীণদের অবদান, বর্তমান প্রজন্মের দায়িত্ব এবং ভবিষ্যৎ প্রজন্মের মানবিক প্রতিশ্রুতিকে এক সুতায় গেঁথে দিয়েছে।’ তিনি আরও বলেন, ’দেশের তরুণ সমাজের নৈতিকতা ও মূল্যবোধ যত বেশি শক্তিশালী হবে, প্রবীণ জীবন তত বেশি স্বস্তিদায়ক ও শান্তিপূর্ণ হবে।’
অ্যাসোসিয়েশনের সভাপতি কৃষিবিদ মোসলেহ উদ্দিন ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিপ্রবীণ কৃষিবিদ জনাব মোহাম্মদ মাসুম, চেয়ারম্যান, সুপ্রিম সিড কোম্পানি লিমিটেড। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো. আনোয়ার ফারুক, সাবেক সচিব, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রাক্তন মহাপরিচালকবৃন্দ যথাক্রমে কৃষিবিদ এম. এনামুল হক, কৃষিবিদ মো. তারিক হাসান, কৃষিবিদ মো. ইব্রাহীম খলিল, কৃষিবিদ আব্দুল মুঈদ, কৃষিবিদ আসাদুল্লাহ এবং এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আহ্বায়ক কৃষিবিদ ড. কামরুজ্জামান কায়সার। স্বাগত বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের মহাসচিব এবং সাবেক পরিচালক, ডিএই, কৃষিবিদ আহমেদ আলী চৌধুরী ইকবাল, অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষিবিদ রেফাতুল হোসেন, সাবেক অতিরিক্ত পরিচালক, ডিএই।
আলোচনায় বক্তারা বলেন, প্রবীণরা কেবল অতীতের স্মৃতি নন; তারা আমাদের শক্তি, অহংকার ও অনুপ্রেরণার উৎস। তাই প্রত্যেকের দায়িত্ব হবে বাবা-মা, শিক্ষক, প্রশাসক, নীতিনির্ধারক ও তরুণরা এককভাবে বা সম্মিলিতভাবে কাজ করে এই মানবিক প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দেওয়া। আর তখনই আমরা বলতে পারব,“আজ আমি স্বপন গড়লাম, সযত্নে তোমাকে রেখেছি আগলে।”
এমএসএম / এমএসএম
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ শিখাচ্ছে পাথওয়ে
উত্তরায় SEDA ফাউন্ডেশনের ১৭তম মেধা যাচাইয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নকশা দাখিল ও অপসারণের নির্দেশ
হাতপাখা নির্বাচিত হলে ঢাকা-১৮ কে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলা হবেঃ আলহাজ্ব আনোয়ার
ডেমরায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মত মতবিনিময় সভা
গণধোলাইয়ে মারা গেলো চোর, হত্যা মামলায় ফাঁসলো নারী সাংবাদিক
আত্মনিবেদিত রাজনীতিবিদ শেখ ফজলে বারী মাসউদ
যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণের প্রথম ব্যাচের প্রশিক্ষণ সমাপ্ত
গেমপ্লিফাই সফলভাবে আয়োজন করল অনসাইট স্পোর্টস কুইজ প্রতিযোগিতা
মাদক সন্ত্রাস প্রতিরোধে ঐক্যের ডাক, পরিবর্তনের অঙ্গীকার কামাল হোসেনের
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউকের জরুরি তৎপরতা