ঢাকা শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

রাণীনগরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বেড়েছে টিকার চাহিদা


রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি photo রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ২৪-১০-২০২৫ দুপুর ৩:২৬

 প্রথমবারের মতো দেশব্যাপী চলছে বিনামূল্যে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫। সারা দেশের ন্যয়   নওগাঁর রাণীনগরেও গত ১২ অক্টোবর থেকে শুরু হয় মাসব্যাপী এই টিকাদান ক্যাম্পেইন।  ক্যাম্পেইনের মাধ্যমে দেশের ৯মাস থেকে ১৫বছর বয়সের সকল ছেলে-মেয়েরা টাইফয়েড নামক মারাত্মক রোগের এই টিকা পাচ্ছে।

প্রতিটি কেন্দ্রে টিকা গ্রহণকারী ও অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা গেছে। সুষ্ঠভাবে টিকাদান কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও অন্যান্য কর্মকর্তাদের কেন্দ্র পরিদর্শন করাসহ সার্বিক তত্ত্বাবধানের  টিকাদান কার্যক্রম সুন্দর ও সুষ্ঠ পরিবেশে সম্পন্ন হচ্ছে। এছাড়া প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকসহ অন্যান্য ব্যক্তিদের সার্বিক সহযোগিতায় টিকাদান কর্মসূচি শতভাগ সফল হচ্ছে। বর্তমান সময় পর্যন্ত টিকা গ্রহণকারী কোন ছেলে কিংবা মেয়ে অসুস্থ্য হয়ে পড়া কিংবা অন্য কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই উপজেলায় সুন্দর ভাবে চলছে টিকাদান ক্যাম্পেইন বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) পর্যন্ত উপজেলায় টাইফয়েড টিকাদানের জন্য লক্ষ্যমাত্রা ছিল ২০হাজার ৩৯৫টি আর রেজিস্ট্রেশন হয়েছে ২৭ হাজার ৫০৮টি। টিকা গ্রহণ করেছে ১৮হাজার ৩৩৭ ছেলে-মেয়ে। স্কুল পর্যায়ে রেজিস্ট্রেশন হয়েছে ১৯ হাজার ৫০৫টি আর কমিউনিটি পর্যায়ে রেজিস্ট্রেশন হয়েছে ৭হাজার ৮০৩টি। এছাড়া প্রতিনিয়তই রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে। আগামী ৩০অক্টোবর পর্যন্ত (ছুটির দিন ছাড়া) উপজেলার স্কুল পর্যায়ে ১৮৮টি কেন্দ্রে এই টিকাদান কার্যক্রম চলবে। এরপর ১নভেম্বর থেকে কমিউনিটি অর্থ্যাৎ গ্রাম পর্যায়ের ১৯২টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম শুরু হবে। এছাড়া যারা বাদ পড়েছে তারা উপজেলার স্থায়ী কেন্দ্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেে• থেকে টিকা কার্ডের মাধ্যমে টিকা গ্রহণ করতে পারবে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: কেএইচএম ইফতেখারুল আলম খাঁন জানান পুরো ক্যাম্পেইনে উপজেলার স্কুল পর্যায়ে ২৯,৫০৩ জন ছেলে-মেয়ে ও কমিউনিটি পর্যায়ে ১৭,৯৪৪ জন ছেলে-মেয়ে বিনামূল্যে এই টাইফয়েড টিকা পাবে। এই ক্যাম্পেউন সফল করার লক্ষ্যে এবং একজন ছেলে কিংবা মেয়ে যেন এই ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে সেই লক্ষ্যে ব্যাপক ভাবে প্রচার-প্রচারণার কার্যক্রম চালানো হয়েছে এবং বর্তমানেও চলছে। যার কারণে সকল পর্যায়ে এই টিকাগ্রহণের বিষয়ে অভিভাবক মহল থেকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই ক্যাম্পেইন শতভাগ সফল করার লক্ষ্যে নিয়মিত বিভিন্ন টিকাদান কেন্দ্র পরিদর্শন করা হচ্ছে। এছাড়া টিকাদান কার্যক্রম সম্পর্কে কারো কোনো অভিযোগ থাকলে দায়িত্বশীল ব্যক্তিদের জানানোর অনুরোধ জানান তিনি। সবার সার্বিক সহযোগিতা নিয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগ শেষ পর্যন্ত পুরো কার্যক্রম সুষ্ঠ ভাবে সম্পন্ন করতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এমএসএম / এমএসএম

দেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে : শফিকুল আলম

নাগরপুরে যমুনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জরিমানা ও জাল ধ্বংস

হাটহাজারীর অননুমোদিত ঝুঁকিপূর্ণ মার্কেটের উপর তৈরি হচ্ছে বিশাল স্থাপনা

এইচএসসিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ষষ্ঠ অবস্থান অর্জন করলেন কাপ্তাইয়ের পরমা চৌধুরী

শিবচরে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু

হাতিয়ায় এইচএসসি পরীক্ষার ফলাফলে অভিভাবকদের হতাশা

মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বই বিতরণ

তালাকের তিন মাস পর প্রাক্তন স্বামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে টুঙ্গিপাড়ায় নারীর মামলা

শালিখায় রবিউল ইসলাম নয়নের গণমিছিলে হাজারো মানুষের ঢল

তানোরে যুবদল নেতাকে ফাঁসাতে ফাঁদ পেতেছে আওয়ামী লীগ নেতা

চন্ডিডহরে স্থায়ী সেতু নির্মাণের দাবিতে তিন উপজেলার মানুষের বিশাল মানববন্ধন

হাটিকুমরুলে শ্রমিক লীগ নেতা এখন জামায়াত নেতা

চন্দনাইশে পল্লী বিদ্যুৎ নিয়ে তামাশার প্রতিবাতে বিক্ষোভ ও মানববন্ধন