ঢাকা সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধি করতে হবে: সেমিনারে বক্তারা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭-১০-২০২৫ দুপুর ১২:১৭

দেশের প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করতে হবে এবং অতিব্যবহার সীমিত করতে হবে। টেকসই ভবিষ্যতের লক্ষ্যে যুবশক্তির নেতৃত্বকে অনুপ্রাণিত করে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই উন্নয়নের সুযোগে রূপান্তর করতে হবে। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় দেশের সক্ষমতা বৃদ্ধি করতে হবে। 

রবিবার সন্ধ্যায় ব্র‍্যাক বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে জলবায়ু বিষয়ক প্রতিষ্ঠান জলবায়ু পরিবর্তন, পরিবেশ ও টেকসই উন্নয়ন ইনস্টিটিউট আই.সি.সি.ই.এসের উদ্বোধন ও আন্তর্জাতিক জলবায়ু কার্যক্রম দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত সেমিনারে বক্তারা এসব কথা বলেন। 
উদ্বোধনী অনুষ্ঠানের থিম ছিল, টেকসই ভবিষ্যতের জন্য যুব সম্পৃক্ততা। 

আই.সি.সি.ই.এসের চেয়ারম্যান ইঞ্জি. শেখ তাজুল ইসলাম তুহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চের এমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত। 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গবেষক ড. হাসিব মোঃ ইরফানুল্লাহ, ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং এর সিনিয়র গবেষক ড. আনোয়ার জাহিদ, অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ইউএন উইং চিফ একেএম সোহেল, জেনল্যাবের নির্বাহী পরিচালক রাতুল দেব প্রমুখ।  

বক্তারা আরও বলেন, টেকসই ভবিষ্যতের লক্ষ্যে যুবশক্তির নেতৃত্বকে অনুপ্রাণিত করা, যাতে জলবায়ু গুলোকে টেকসই উন্নয়নের সুযোগে রূপান্তর করা যায়। জলবায়ু সমন্বয়ের জন্য বিশেষ বাজার খুঁজে বের করতে হবে, পাশাপাশি গবেষণা ও পরামর্শের মধ্যে সমন্বয় গড়ে তোলা জরুরি। অভিযোজন, প্রশমন, জলবায়ু অর্থায়ন, সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তি হস্তান্তর, স্বচ্ছতা ও আনুগত্য—এই মৌলিক ক্ষেত্রগুলোতে সমন্বিত উদ্যোগ নিতে হবে এবং অনাবিষ্কৃত ক্ষেত্রগুলোতে কাজ করতে হবে, যাতে আন্তর্জাতিক অর্থায়নের সুযোগ পাওয়া যায়। 

সেমিনারে শিক্ষার্থী, গবেষক ও জলবায়ু নেতারা অংশগ্রহণ করেছে যেখানে তরুণদের জলবায়ু সহনশীল বাংলাদেশ গঠনে অনুপ্রাণিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে এই সেমিনারের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ইনস্টিটিউট অব ক্লাইমেট চেঞ্জ, এনভায়রনমেন্ট অ্যান্ড সাসটেইনেবিলিটি (আই.সি.সি.ই.এস)—যা জলবায়ু গবেষণা, নীতি-সংলাপ ও যুবনেতৃত্বাধীন উদ্ভাবন অগ্রসরে কাজ করবে।

এমএসএম / এমএসএম

দলিল লেখক সমিতিতে নতুন নেতৃত্ব: সভাপতি রশিদ, মহাসচিব টমাস

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধি করতে হবে: সেমিনারে বক্তারা

শের-ই-বাংলা এ. কে. ফজলুল হকের ১৫২ তম জন্ম দিনে শেকৃবি’র শ্রদ্ধাঞ্জলী

এলজিইডির বিদায়ী প্রধান প্রকৌশলী মো. আনোয়ার হোসেনকে উষ্ণ সংবর্ধনা

ঢাকা -১৪ সংসদীয় আসন: সাজ্জাদুল মিরাজের বিশাল গণসংযোগ

সন্ত্রাস ও দুর্নীতি প্রতিরোধে রাসূল (সাঃ) এর আদর্শ শীর্ষক জাতীয় সীরাত সেমিনার ও সীরাত রচনা প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

এমডি ফারুক আহমেদের স্বেচ্ছাচারিতা ও অব্যবস্থাপনার কারণে অনিশ্চয়তায় চলমান প্রকল্পগুলো

মিরপুরে আগুনের সূত্র এখনো নিশ্চিত নয় ফায়ার সার্ভিস

রাজউকের সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল সিদ্দিকুর রহমান সরকারের ইন্তেকাল

জেনেভা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণে যুবক নিহত

সাড়ম্বরে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস

রাজপথের আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করছে ছাত্রদল

এম্বুল্যান্স মালিক ও চালকদের সম্মাননা প্রদান করলেন বিএনপি নেতা এস এম জাহাঙ্গীর হোসেন