ঢাকা শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধি করতে হবে: সেমিনারে বক্তারা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭-১০-২০২৫ দুপুর ১২:১৭

দেশের প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করতে হবে এবং অতিব্যবহার সীমিত করতে হবে। টেকসই ভবিষ্যতের লক্ষ্যে যুবশক্তির নেতৃত্বকে অনুপ্রাণিত করে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই উন্নয়নের সুযোগে রূপান্তর করতে হবে। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় দেশের সক্ষমতা বৃদ্ধি করতে হবে। 

রবিবার সন্ধ্যায় ব্র‍্যাক বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে জলবায়ু বিষয়ক প্রতিষ্ঠান জলবায়ু পরিবর্তন, পরিবেশ ও টেকসই উন্নয়ন ইনস্টিটিউট আই.সি.সি.ই.এসের উদ্বোধন ও আন্তর্জাতিক জলবায়ু কার্যক্রম দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত সেমিনারে বক্তারা এসব কথা বলেন। 
উদ্বোধনী অনুষ্ঠানের থিম ছিল, টেকসই ভবিষ্যতের জন্য যুব সম্পৃক্ততা। 

আই.সি.সি.ই.এসের চেয়ারম্যান ইঞ্জি. শেখ তাজুল ইসলাম তুহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চের এমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত। 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গবেষক ড. হাসিব মোঃ ইরফানুল্লাহ, ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং এর সিনিয়র গবেষক ড. আনোয়ার জাহিদ, অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ইউএন উইং চিফ একেএম সোহেল, জেনল্যাবের নির্বাহী পরিচালক রাতুল দেব প্রমুখ।  

বক্তারা আরও বলেন, টেকসই ভবিষ্যতের লক্ষ্যে যুবশক্তির নেতৃত্বকে অনুপ্রাণিত করা, যাতে জলবায়ু গুলোকে টেকসই উন্নয়নের সুযোগে রূপান্তর করা যায়। জলবায়ু সমন্বয়ের জন্য বিশেষ বাজার খুঁজে বের করতে হবে, পাশাপাশি গবেষণা ও পরামর্শের মধ্যে সমন্বয় গড়ে তোলা জরুরি। অভিযোজন, প্রশমন, জলবায়ু অর্থায়ন, সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তি হস্তান্তর, স্বচ্ছতা ও আনুগত্য—এই মৌলিক ক্ষেত্রগুলোতে সমন্বিত উদ্যোগ নিতে হবে এবং অনাবিষ্কৃত ক্ষেত্রগুলোতে কাজ করতে হবে, যাতে আন্তর্জাতিক অর্থায়নের সুযোগ পাওয়া যায়। 

সেমিনারে শিক্ষার্থী, গবেষক ও জলবায়ু নেতারা অংশগ্রহণ করেছে যেখানে তরুণদের জলবায়ু সহনশীল বাংলাদেশ গঠনে অনুপ্রাণিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে এই সেমিনারের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ইনস্টিটিউট অব ক্লাইমেট চেঞ্জ, এনভায়রনমেন্ট অ্যান্ড সাসটেইনেবিলিটি (আই.সি.সি.ই.এস)—যা জলবায়ু গবেষণা, নীতি-সংলাপ ও যুবনেতৃত্বাধীন উদ্ভাবন অগ্রসরে কাজ করবে।

এমএসএম / এমএসএম

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ শিখাচ্ছে পাথওয়ে

উত্তরায় SEDA ফাউন্ডেশনের ১৭তম মেধা যাচাইয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নকশা দাখিল ও অপসারণের নির্দেশ

হাতপাখা নির্বাচিত হলে ঢাকা-১৮ কে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলা হবেঃ আলহাজ্ব আনোয়ার

ডেমরায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মত মতবিনিময় সভা

গণধোলাইয়ে মারা গেলো চোর, হত্যা মামলায় ফাঁসলো নারী সাংবাদিক

আত্মনিবেদিত রাজনীতিবিদ শেখ ফজলে বারী মাসউদ

যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণের প্রথম ব্যাচের প্রশিক্ষণ সমাপ্ত

গেমপ্লিফাই সফলভাবে আয়োজন করল অনসাইট স্পোর্টস কুইজ প্রতিযোগিতা

মাদক সন্ত্রাস প্রতিরোধে ঐক্যের ডাক, পরিবর্তনের অঙ্গীকার কামাল হোসেনের

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউকের জরুরি তৎপরতা

ভূমিকম্পে আহতদের চিকিৎসায় ডিএমসি হাসপাতালে ড্যাবের টিমের জরুরি প্রস্তুতি