রাণীনগরের একমাত্র শিশুপার্ক বেহাল দশা
নওগাঁর রাণীনগরের একমাত্র শিশুপার্কের বেহাল দশা । শিশু-কিশোরদের আনন্দ-বিনোদনের জন্য উপজেলা পরিষদ প্রবর্তনের সময় এই পার্কটি নির্মাণ করা হয়। গত প্রায় ২বছর আগে উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশেষ বরাদ্দ থেকে সংস্কার, সৌন্দর্য বর্ধন ও কিছু দোলনা এবং রাইড স্থাপন করেন। কিন্তু কিছু দিন পর তা অকেজো হয়ে পরায় বিনোদন উপভোগ করতে আসা শিশু-কিশোর এমনকি অভিভাবকরা ঝুঁকি নিয়ে দোলনায় দোল খেতে দেখা যায়। যে কোন সময় ঘটে যেতে পারে বড় রকমের দূর্ঘটনা। বেশ কিছুদিন ধরে অযত্নে আর অবহেলার কারণে পার্কটি তার সৌন্দর্য হারাতে বসেছে। ইতি মধ্যে সব কয়টি রাইড ও অন্যান্য সামগ্রী নষ্ট হয়ে মাটিতে পরে আছে। পুরো পার্কে ছড়িয়ে আছে ময়লা-আবর্জনা। চারপাশে হাঁটার পথসহ আগাছায় ছেয়ে আছে পুরো পার্ক।
জানা গেছে, ১৯৮৫ সালে উপজেলা পরিষদ প্রবর্তনের সাথে পর্যায়ক্রমে সারা দেশের মত ৮৬ সালে রাণীনগর উপজেলা সদরে বালুভরা মৌজায় ১১.৬৮ একর জমির উপর প্রশাসনিক দপ্তর, আবাসিক ভবন, মসজিদ ও শিশুদের চিত্রবিনোদনের জন্য পার্ক সহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়। সময়ের বিবর্তনে ভবনগুলো কয়েক দফা সংস্কার মেরামত ও সৌন্দর্য বর্ধনের কাজ করা হলেও শিশু পার্কটির উপরে উপজেলা প্রশাসনের কর্তা ব্যক্তিদের তিন দশক ধরে কোন সু-নজর না পড়ায় প্রকল্প আসে প্রকল্প যায় এনিয়ে যেন কারও মাথা ব্যথা নেই। দীর্ঘ সময় ধরে অবহেলা অযন্তে পড়ে থাকায় শিশুদের চিত্রবিনোদনের একমাত্র পার্কটি দিনদিন তার সৌন্দর্য হারাতে বসেছে। ফলে উম্মুক্ত বিনোদন থেকে শিশুরা দীর্ঘদিন ধরে বঞ্চিত রয়েছে। ইতিমধ্যেই শিশুদের যতটুকু খেলনা সামগ্রী পার্কে ছিল তার মধ্যে থেকে আবার রাতের অন্ধকারে বেশকিছু খেলার সামগ্রী চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে। পার্কের চারিদিকে উচ্চ বাউন্ডারি ওয়াল ও ভালো গেট না থাকায় সন্ধ্যা নামার সাথে সাথে মাঝে মধ্যেই এখানে মাদক সেবীদের আনা-গুনাসহ পথচারিদের প্রসাব-পায়খানা করতে দেখা যায়। অথচ পার্কের পাশে অবস্থিত অফিসার্স ক্লাব। পার্কটি সৌন্দর্য বর্ধণে উপজেলা প্রশাসনের কোন নজরদ্বারি নেই। পার্কটি যেন দিনদিন সুষ্ঠ নজরদারীর অভাবে অভিভাবকহীন হয়ে পড়ছে। খোলা-মেলা, খেলার জায়গা শিশুরা না পাওয়ায় মোবাইলে গেম এবং কম্পিউটার মুখী হয়ে পড়ছে।রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান জানান, শিশু কিশোরদের বিনোদনের জন্য পার্কটি স্থাপন করা হয়। বর্তমানে কয়েকটি রাইড নষ্ট হয়ে গেছে। খুব শিঘ্রই উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন তহবিল থেকে এগুলো পরিবর্তন কিম্বা মেরামত করে সৌন্দর্য বর্ধনসহ শিশু কিশোর বিনোদন মূখী পার্ক গড়ে তোলা হবে।
Aminur / Aminur
নরসিংদীতে ডিবি পুলিশের অভিযানে গাড়িসহ ৪৬ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারি গ্রেফতার
লাকসামে কোঁয়ার ইন্দ্রধাম বৌদ্ধ বিহারে চীবর দানোৎসব অনুষ্ঠিত
তাড়াশে পৌর যুবদলের উদ্যোগে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
শত নিপীড়ন সহ্য করেও দেশের মাটিতে ছিলেন বেগম খালেদা জিয়া, আবুল খায়ের ভূঁইয়া
চাঁদপুরে স্বর্ণালংকার চুরির ঘটনায় গ্রেপ্তার ২, নগদ টাকাসহ স্বর্ণ উদ্ধার
চিলমারীতে ব্রহ্মপুত্রের ভাঙন ঠেকাতে প্রাকৃতিক বাঁধ
রাঙ্গামাটির কৃতি সন্তান হাফেজ আবছার আজহারী মিশরে বাংলাদেশি ছাত্র সংগঠন “ইত্তিহাদ”-এর সেক্রেটারি নির্বাচিত”
রায়গঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড: স্কুল শিক্ষক ও ব্যবসায়ীর অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
মনোহরগঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
চিলমারীতে ইউনি ব্লক সড়কে ধস
কুতুবদিয়ায় বিএনপির ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ