ঢাকা শনিবার, ১ নভেম্বর, ২০২৫

ঘূর্ণিঝড় মন্থার প্রবাবে রাণীনগরে নূয়ে পড়েছে রোপা-আমন ধান ফলন নিয়ে সংখ্যা


রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি photo রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১-১১-২০২৫ দুপুর ২:১

নওগাঁর রাণীনগরে  কৃষকের স্বপ্নের রোপা-আমন ধান ঘুর্ণিঝড় মন্থার প্রভাবে বুধবার বিকেল থেকে সারা রাত ঝড়বৃষ্টির প্রভাবে উপজেলার ৮টি ইউনিয়নের বেশ কিছু এলাকায়  রোপা-আমন ধান মাটিতে নূয়ে পরেছে। বৃহস্পতিবার সকালে রোদ দেখা গেলেও ১০টার পর থেকে গুড়িগুড়ি বৃষ্টি শুরু হয়, ফলে সারা রাতের বৃষ্টি পাতে  আবাদি জমিগুলোতে পানি জমে যায়। জুমে থাকা পানিতে রোপা আমন ধান নূয়ে পড়ায় ফলন বিপর্যয়ের আশংকা দেখা দিয়েছে। কৃষি বিভাগ বলছে দুই-এক দিনের মধ্যে রোদের দেখা মিললে পানিগুলো জমি থেকে সরে বা শুকিয়ে গেলে ফলনের তেমন ক্ষতি হবে না। তবে যে ভাবে আকাশে মেঘের আনাগোনা দেখা যাচ্ছে এটা কয়েক দিন স্থায়ী হলে জমিতে পরে যাওয়া ধানগুলো পচে নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাতের প্রভাবে রবি মৌসুমের আগাম জাতের ফসল রোপনে ও প্রভাব পরতে পারে। উপজেলার ৮টি ইউনিয়নে চলতি রোপা-আমন মৌসুমে ১৯ হাজার ৬০০ হেক্টর জমিতে রোপা-আমন ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও চাষ হয়েছে ১৮ হাজার ৭১০ হেক্টর। ধান লাগানোর শুরুতেই খরার কারণে আবাদ যোগ্য জমিতে প্রযোজনীয় সেচ দেওয়ার জন্য মাঠে মাঠে গভীর-অগভীর নলকূপগুলো চালু করা হয়। চলতি রোপা আমন ধানের মৌসুমে  ১হাজার ৭শ’কৃষকদের বিনামূল্যে কৃষি উপকরণ সারও বীজ প্রণোদনা প্রদান করা হয়। কিন্তু বুধবার বৃহস্পতিবার  শুক্রবারের  সারা রাতভরডিউটি-অ্যাস্ট্রোনমি  বৃষ্টিপাতে জমির প্রায় সব ধান মাটিতে নূয়ে পরায় ফলন বিপর্যয়ের আশংকা দেখা দিয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ জাহিদুল ইসলাম জানান, মাঠ পর্যায়ে জমির শ্রেণী ভেদে প্রায় ১৮ হাজার ৭১০ হেক্টর জমিতে ধান লাগানো হয়েছে। মন্থার প্রভাবে ঝড় বৃষ্টির কারণে প্রায় প্রতিটি ইউনিয়নের কিছু কিছু ধান মাটিতে নূয়ে পরেছে। জমি থেকে পানি তাড়াতাড়ি সুখিয়ে গেলে তেমন ক্ষতির সম্ভবনা নেই। এই মহুর্তে কৃষকদের আমরা ধানের গাছগুলো খাড়া করে বেঁধে দেওয়ার পরামর্শ দিচ্ছি। ইতিমধ্যে কৃষকরা আমাদের পরামর্শ কাজে লাগানো শুরু করেছে। এর ধারাবাহিকতা চলমান থাকলে ফলন বিপর্যয়ের তেমন আশংকা নেই বলছেন এই কর্মকর্তা। 

এমএসএম / এমএসএম

‎পিরোজপুরে জাতীয়তাবাদী ১২ দলীয় জোট প্রধান মোস্তফা জামাল হায়দারের পক্ষে গণসংযোগ

নওগাঁয় তথ্য অধিকার আইন অবজ্ঞার অভিযোগে ৬ কর্মকর্তার বিরুদ্ধে আপিল আবেদন

নাচোলে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত আলোচনা সভা অনুষ্ঠিত

রায়পুরে জাতীয় সমবায় দিবস পালিত

রাণীনগরে পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পে ব্যাপক অনিয়ম

মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি বি.এম খোরশেদ, সাধারণ সম্পাদক আশরাফ লিটন

জয়পুরহাটে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত

রাজশাহী মহানগর বিএনপি'তে সভাপতি মামুন, সম্পাদক রিটন

‎ পিরোজপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন

বারহাট্টায় সমবায় দিবস পালিত

ভোলায় বিএনপি বিজেপি পাল্টাপাল্টি শোডাউন, হামলা বিজেপি অফিস ভাংচুর আহত- ২০

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস উদযাপন

কাউনিয়ায় ৫৪তম সমবায় দিবস পালন