খান বাহাদুর ফজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন শেরপুর জেলা
খান বাহাদুর ফজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বগুড়া জেলা দলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শেরপুর জেলা দল। শনিবার বিকেলে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মাঠে খান বাহাদুর ফজলুর রহমান ক্রীড়া ফাউন্ডেশনের আয়োজনে ওই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলার শুরুতেই জুয়েলের গোলে শেরপুর জেলা দল এগিয়ে যায়। শেরপুর জেলার মুহূর্মুহু আক্রমণে পুরো খেলায় সমতা ফেরাতে পারেনি বগুড়া দল।
পরে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাসির-উদ-দৌলা।
খান বাহাদুর ফজলুর রহমান ক্রীড়া ফাউন্ডেশনের চেয়ারম্যান রাজিয়া সামাদ ডালিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স, জেলা বিএনপির সদস্য সচিব মামুনুর রশীদ পলাশ, যুগ্ম আহবায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, সদর উপজেলা বিএনপির আহবায়ক মোহাম্মদ হযরত আলী, জেলা জামায়াতের আমীর হাফিজুর রহমান, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম, খান বাহাদুর ফজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের আহবায়ক খন্দকার আব্দুল হামিদ, সদস্য সচিব সৈয়দ রেজাউল করিম মনি প্রমুখ উপস্থিত ছিলেন।
খেলায় ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন শেরপুর জেলা দলের গোলকিপার রাহুল। আর ম্যান অব দি টুর্নামেন্ট হয়েছেন শেরপুরের খেলোয়াড় জুয়েল।
দীর্ঘদিন পর অর্ধলক্ষাধিক দর্শকের উপস্থিতিতে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম প্রাণবন্ত হয়ে উঠে এবং উৎসবমুখর পরিবেশে দর্শকরা খেলাটি উপভোগ করেন।
আয়োজকেরা জানান, এ প্রতিযোগিতার মাধ্যমে তরুণ ফুটবলারদের প্রতিভা বিকাশ এবং জেলার ফুটবলে নতুন উদ্দীপনা যোগ হবে। পিছিয়ে পড়া শেরপুর জেলাকে ক্রীড়াঙ্গনে বিশেষ করে ফুটবলে আরও চাঙ্গা করতে এই টুর্ণামেন্টের আয়োজন। এখান থেকেই জাতীয় পর্যায়ের খেলোয়াড় সৃষ্টিসহ ফুটবলকে জেলার সর্বত্র ছড়িয়ে দিতে নানা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যাতে করে শেরপুরের যুব সমাজ মাদকাসক্তি থেকে খেলার দিকে মনোযোগী হয়।
উল্লেখ্য, নকআউট ভিত্তিক এই টুর্নামেন্টে ৮টি দল অংশগ্রহণ করে। দলগুলো হচ্ছে শেরপুর, নেত্রকোনা, টাঙ্গাইল, জামালপুর, কিশোরগঞ্জ ও বগুড়া জেলা এবং মাদারগঞ্জ, মধুপুর ও গোপালপুর উপজেলা।
এমএসএম / এমএসএম
বোরো আবাদে স্বপ্ন বুনছেন বারহাট্টার কৃষকরা
তারাগঞ্জে রাসায়নিক সারের কৃত্রিম সংকট সৃষ্টির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা
রামুতে ডাকাতির প্রস্তুতিকালে বিপুল অস্ত্রসহ ২ ডাকাত গ্রেফতার
সাভারে গার্মেন্টস শ্রমিকদের ৬ দফা দাবীতে শ্রমিক নেতাদের সংবাদ সম্মেলন
আত্রাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
শিবচরে প্রস্তুত হচ্ছে বর্জ্য ব্যবস্থপনা ইউনিট, তৈরি হবে জৈব সার
কুমিল্লায় তারেক রহমান আগমন উপলক্ষে সমাবেশ মাঠ পরিদর্শন
রাজস্থলীতে জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় প্রতিরোধ সচেতনতামূলক সভা
চাঁদপুরের পাঁচটি আসনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ
রাজশাহী-১ আসনে লড়াই হবে বিএনপি জামায়াতের
টাঙ্গাইলে ৮ আসনে এমপি প্রার্থী ৪৬ জন
শান্তিগঞ্জে ইরা’র উদ্যোগে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক প্রকল্প অবহিত করণ কর্মশালা