আওয়ামী লীগ মাঠে নেই, সরব বিএনপি–জামায়াত, সক্রিয় এনসিপি ও গণঅধিকার পরিষদ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গাইবান্ধা–৫ (সাঘাটা–ফুলছড়ি) আসনে নির্বাচনী সমীকরণ নতুন মোড় নিচ্ছে। আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকায় প্রধান রাজনৈতিক দলগুলো মাঠে নেমে পড়েছে। তবে মাঠের বাস্তবতায় দেখা যাচ্ছে, ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী ও সমর্থকরা তেমন সক্রিয় নন। অন্যদিকে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, নাগরিক পার্টি (এনসিপি) ও গণ অধিকার পরিষদ মাঠে সরব তৎপরতা চালাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর হতে বর্তমানে আওয়ামী লীগের মাঠপর্যায়ের নেতাকর্মীরা পর্যন্ত পলাতক ও আত্মগোপনে রয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু প্রচার-প্রচারণা থাকলেও মাঠ পর্যায়ে কোন প্রচারণা নেই।
গাইবান্ধা–৫ আসনে বিএনপির একটি ঐতিহাসিক ভিত্তি রয়েছে। জিয়াউর রহমান ক্ষমতায় থাকাকালীন সময়ে রোস্তম আলী মোল্লা বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় দলটি এখন আবারও সংগঠিতভাবে মাঠে ফিরছে।
বর্তমানে ফারুক আলম সরকার বিএনপির মনোনীত সম্ভাব্য প্রার্থী হিসেবে এলাকায় ব্যাপক জনসংযোগ ও কর্মসূচি পরিচালনা করছেন। ইউনিয়নভিত্তিক সভা, সামাজিক কার্যক্রম ও তৃণমূল মতবিনিময়ের মাধ্যমে তিনি জনপ্রিয়তা অর্জন করেছেন।
ফুলছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম সরকার বলেন, “যদি অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন হয়, তাহলে বিএনপি মনোনীত প্রার্থী ফারুক আলম সরকার জয়ী হবে।”
বাংলাদেশ জামায়াতে ইসলামী এবার নির্বাচনী মাঠে নতুন উদ্যমে নেমেছে। দলটি ঘরোয়া সভা, ধর্মীয় ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে তৃণমূল পর্যায়ে শক্ত অবস্থান গড়ে তুলছে।
বিশেষ করে বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ আলী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে এলাকাজুড়ে আলোচনায় রয়েছেন। মুক্তিযুদ্ধের অংশগ্রহণকারী হয়েও ইসলামি আদর্শে বিশ্বাসী এই প্রার্থীকে ঘিরে তরুণ ও ধর্মপ্রাণ ভোটারদের মধ্যে আগ্রহ বেড়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলছড়ি উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম বলেন আমি সহ অনেকেই মনে করছেন, তিনি (বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ আলী) এই আসনে জামায়াতের ভাবমূর্তি পুনরুদ্ধারে সফল হয়েছেন।
জাতীয় পার্টি (জাপা) এ আসনে তুলনামূলকভাবে ধীর গতিতে এগোলেও তাদের কিছু পুরোনো সংগঠক এখনো সক্রিয় রয়েছেন। উপজেলা পর্যায়ে বৈঠক, ছোটখাটো জনসংযোগ এবং কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ বজায় রেখে তারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। তবে দলটির জনসম্পৃক্ততা পূর্বের মতো নেই বলে অনেকে মনে করেন।
সম্প্রতি নাগরিক পার্টি (এনসিপি) গাইবান্ধা–৫ আসনে রাজনৈতিকভাবে সক্রিয় হয়ে উঠেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র জাহিদ হাসান জীবন নিজেকে মনোনয়নপ্রত্যাশী হিসেবে ঘোষণা করেছেন এবং ইতোমধ্যে সাঘাটা ও ফুলছড়ি অঞ্চলে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন।
তরুণ প্রজন্ম, শিক্ষিত সমাজ ও পরিবর্তন প্রত্যাশী ভোটারদের মাঝে তাঁর গ্রহণযোগ্যতা বাড়ছে। এনসিপির স্থানীয় সংগঠকেরা বলছেন, তারা ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচনের’ দাবিতে ঐক্যবদ্ধ।
নাগরিক অধিকার পরিষদও এ আসনে সক্রিয় ভূমিকা পালন করছে। সংগঠনটির নেতারা জনগণের মৌলিক অধিকার, নদীভাঙন প্রতিরোধ, কৃষক–শ্রমিকের স্বার্থরক্ষা ও স্থানীয় উন্নয়ন ইস্যুতে কাজ করছেন। যদিও তারা মূলধারার রাজনৈতিক শক্তি নয়, তবুও স্থানীয় ভোটারদের মাঝে নাগরিক বিষয়ক সচেতনতা তৈরিতে তাদের ভূমিকা উল্লেখযোগ্য।
শিক্ষিত ও নতুন ভোটারদের মতে, নাগরিক অধিকার পরিষদ সরাসরি বিজয়ী হওয়ার মতো শক্তি না থাকলেও তারা স্থানীয় নির্বাচনী সমীকরণে “কিংমেকার” ভূমিকা রাখতে পারে। ভোটারদের প্রত্যাশা: অবাধ ও সুষ্ঠু নির্বাচন সাঘাটা–ফুলছড়ি অঞ্চলের গ্রামীণ জনপদে এখন চায়ের দোকান, হাট–বাজার, মসজিদ ও স্কুলের আড্ডায় আলোচনার মূল বিষয়—“এবার কি সত্যিই সুষ্ঠু নির্বাচন হবে?”
ভোটারদের মতে, দীর্ঘ সময় পর যদি একটি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে এলাকার রাজনৈতিক ভারসাম্য নতুনভাবে গড়ে উঠবে।
সুশাসনের জন্য নাগরিক (সুজন'র) ফুলছড়ি উপজেলা শাখার সভাপতি শামসুজ্জোহা বাবলু বলেন, গাইবান্ধা–৫ আসনে আওয়ামী লীগের স্থবিরতা, বিএনপি–জামায়াতের সক্রিয়তা, এনসিপির তরুণ নেতৃত্ব ও নাগরিক অধিকার পরিষদের সামাজিক প্রভাব—সব মিলিয়ে একটি বহুমাত্রিক প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠছে।
সবদিক বিবেচনায় বলা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা–৫ (সাঘাটা–ফুলছড়ি) আসনটি হতে যাচ্ছে দেশের অন্যতম আলোচিত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনগুলোর একটি।
বিশেষ দ্রষ্টব্য :ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং পরামর্শ দিবেন।
এমএসএম / এমএসএম
গাইবান্ধার ফুলছড়িতে প্রাথমিক শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ
দুমকীতে দুই আওয়ামীলীগ নেতা আটক
চন্দনাইশে মহাপরিকল্পনা প্রণয়নের তথ্য উপস্থাপন কর্মশালা
পবিপ্রবির দুই শিক্ষার্থী পুনঃভর্তির আদেশ
দৈনিক সকালে সময় পত্রিকাই সংবাদ প্রকাশের পর পানিবন্দি থেকে মুক্তি পেলেন অর্ধশত পরিবার
জয়পুরহাটে কাব ক্যাম্পুরী ও শতভাগ অর্জনকল্পে প্রস্তুতিমূলক ক্যাম্পের বর্ণাঢ্য উদ্বোধন
শেরপুরের শ্রীবরদীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত
সিংড়া মডেল প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
বড়লেখায় ৩ দফা দাবিতে সহকারি শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত, ১৫১ প্রাইমারি স্কুলে অচলাবস্থা
কুমিল্লায় ৫ হাজার গাড়ীবহর নিয়ে বিএনপিনেতা গফুর ভূইয়ার প্রচারনা
রাজশাহীতে ‘‘অপারেশনস্ ফার্স্ট লাইট’’ অভিযানে আগ্নেয়াস্ত্র, মাদকদ্রব্য ও মোটরসাইকেল উদ্ধার: গ্রেফতার: ১৩
বালাগঞ্জে পরিচ্ছন্নতা ও রোগীর স্বাস্থ্য রক্ষায় নতুন উদ্যোগ নিলেন ডা. মামুন