ঢাকা শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

নড়াইল-২ আসনে ধানের শীষের মনোনয়ন দাবিতে শাহরিয়ার রিজভী জর্জের পক্ষে বিশাল সমাবেশ


নড়াইল প্রতিনিধি  photo নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ১১-১১-২০২৫ দুপুর ২:৪২

জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জের পক্ষে নড়াইল-২ আসনে ধানের শীষের মনোনয়ন দাবিতে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) বিকেল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত শহরের পুরাতন বাসটার্মিনাল চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। হাজার-হাজার নারী-পুরুষের উপস্থিতিতে সমাবেশস্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা শাহরিয়ার রিজভী জর্জ বলেন, ২৩৭টি আসনে বিএনপির পক্ষ থেকে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হলেও নড়াইল-২ আসনে এখনো কোনো প্রার্থীর নাম ঘোষণা হয়নি। আমি মনোনয়ন প্রত্যাশী হিসেবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাতকারের সুযোগ পেয়েছি। আশা করছি, তরুণ নেতৃত্ব হিসেবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে মনোনয়ন দিবেন। তিনি দৃঢ়তার সাথে বলেন, আমি কোনোদিন জনপ্রতিনিধি হয়নি। কোনো টেন্ডারবাজি, চাঁদাবাজি ও সরকারি বরাদ্দ লুটপাট করেনি। দলীয় নেতাকর্মীসহ কেউ আমার নামে কোনো অনিয়মের কথা বলতে পারবেন না। আমি মনোনয়ন পেলে নড়াইল-২ আসনটি তারেক রহমানকে উপহার দিতে পারব ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, বিএনপি মাটি ও মানুষের রাজনীতি করে। আজ এতো লোকের উপস্থিতি প্রমাণ করে নড়াইলে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে। এখানে হিন্দু-মুসলিমসহ সবধর্মের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বসবাস করেন। আপনারা আমার পথ চলার সাথী। আমার ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া নেই। আমি নড়াইলের সার্বিক উন্নয়নসহ দুখী মানুষের মুখে হাসি ফোটাতে চাই। বিএনপি ক্ষমতায় গেলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে। সবাই সুখ-শান্তিতে বসবাস করবেন। বিএনপি নেতা মো: ফারুক হোসেনের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন-নড়াইল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আরমান আলী খান, নড়াইল পৌর বিএনপির যুগ্ম সম্পাদক ও জেলা সমবায় দলের সভাপতি মো: উজ্জ্বল খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুজ্জামান মিলন, জেলা কৃষকদলের সাবেক আহবায়ক মো: নবীর হোসেন, বিএনপি নেতা মো: ওয়াহিদুজ্জামান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মশিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাব, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বিশ্বাস, যুবদল নেতা আরিফুল আকবার মিল্টনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এমএসএম / এমএসএম

নড়াইলে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

জুড়ীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি কোয়াব ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

হাদি’র হত্যার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল

শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: পাঁচ ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ, জরিমানা ১৭ লাখ টাকা

চাঁদপুরে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট শুরু

রাঙ্গামাটিতে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের মনোনয়নপত্র সংগ্রহ

ওসমান হাদির মৃত্যুতে গোবিপ্রবি উপাচার্যের শোক

রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

টিকটক ভিডিওকে কেন্দ্র করে গৃহবধূকে হত্যা, স্বামী আটক

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম, মামলা দায়ের

সাতগাঁও হাইওয়ে থানা বাৎসরিক পরিদর্শন করেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম

পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক

কুমিল্লায় তিন বাস টার্মিনালে কর্মবিরতি ৪০ সড়কে যাত্রীদের ভোগান্তি