এখনো মূল হোতা ধরা ছোয়ার বাইরে
নবীনগরে ডাকাতি হওয়া সারের জাহাজ উদ্ধার
নরসিংদীর রায়পুরা থেকে কার্গোসহ বিএডিসি’র ডেপ সার ছিনতাই করে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের নোয়াগাঁও বাজারের বোরহান উদ্দিনের গোডাউনে আনলোড করার সময় হাতে নাতে আটক করেছে নৌপুলিশ। বিগত ১১ অক্টোবর সন্ধ্যায় মোবাইলের লোকেশন ট্র্যাকিং করে সার বোঝাইবাহী কার্গো জাহাজটিকে আটক করে নরসিংদী রায়পুরা থানার নৌ পুলিশ। জানা যায়, সরকারি ৬৩৪০টি বস্তা ডেপ সার নিয়ে একটি কার্গো জাহাজ মুন্সিগঞ্জ থেকে মেঘনা নদী দিয়ে সুনামগঞ্জের সরকারি গুদামের উদ্দেশ্যে নেওয়ার সময় নরসিংদী রায়পুরা এলাকায় কার্গোর ২ জন নাবিককে হাত-পা বেঁধে নদীর পাড়ে ফেলে দিয়ে কার্গো জাহাজটিকে ছিনতাই করে নিয়ে যায়। পরে নবীনগর থানার নোয়াগাঁও গ্রামের বাজারে মোঃ বোরহান উদ্দিন সরদার এর গোডাউনে এসব ডেপ সার আনলোড করতে থাকলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের হাতেনাতে ধরে ফেলে এবং মালবোঝাই জাহাজটিকে জব্দ করে। ইতিমধ্যেই কার্গো থেকে প্রায় ১৪শ বস্তা সার আনলোড করা হয় যার মধ্যে শিবনগরে সানাউল্লাহর বাড়িতে ৫০০ বস্তা ও কাইতলা উত্তর ইউনিয়নের সারের সরকারি ডিলার ও নোয়াগাঁও বাজারের ব্যবসায়ী মোঃ বোরহান উদ্দিনের গোডাউনে প্রায় ৪০০ বস্তা সার পাওয়া যায়, যা আনলোড করার সময় হাতেনাতে আটক করেছে নৌ পুলিশ। বাকি সারের বস্তাগুলোর এখনো হদিস পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা বলেন, বিগত-১০ অক্টোবর থেকে কার্গোটি থেকে শিবনগরের মোঃ কিবরিয়ার (সানাউল্লাহ)বাড়িতে সার আনলোড করতে দেখেছি পরে বাজারে মোঃ বোরহান উদ্দিন সরদার এর গোডাউনে আনলোড করে। বোরহান উদ্দিনের সাথে মোবাইলে বহুবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। সানাউল্লার সাথে মোবাইলে যোগাযোগ করতে চাইলে তিনি যোগাযোগ করতে বা এ বিষয়ে কিছু বলতে অস্বিকৃতি জানান। পরিচয় গোপেন করে মিথ্যে প্রলোভন দিয়ে প্রতিবেদক সানাউল্লাহর কাছ থেকে তথ্য সংগ্রহ করেন। সানাউল্লাহর জানান, মূল সারের ডিলার মোঃ বোরহান উদ্দিন এর অনুমতি নিয়ে সারের বস্তাগুলো তিনি গোডাউনে তুলেন। অনুসন্ধানে জানা যায় যে, বোরহান উদ্দিন নোয়াগাঁও বাজারের সারের ডিলার বিগত ফ্যাসিষ্ট আওয়ামী সরকার এর সময়ে ক্ষমতার প্রভাব খাটিয়ে জোর পূর্বক সারের ডিলারশীপ নেন এবং তিনি অতীতে নোয়াগাঁও ৬নং ওয়ার্ডের আওয়ামীলীগের ওয়ার্ড সভাপতি ছিলেন। তার বিরুদ্ধে স্থানীয়দের অনেক অভিযোগ রয়েছে, তিনি নিরীহ মানুষের জমি দখল, সালিশের নামে প্রতিপক্ষের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেন এবং তিনি গ্রামে কিছু দুষকৃতিকারীদের সাথে নিয়ে বহুদিন ধরে মাদক ও ইয়াবা ব্যবসা পরিচালনা করছে এবং তিনি নিজেও ইয়াবা সেবন করে। তিনি বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ ইং (২৪৭ ব্রাহ্মনবাড়ীয়া ৫ নবীনগর) ২১নং কাইতলা উত্তর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটি- ২০২৩ ইং ৬নং সদস্য ছিলেন। কিন্ত বোরহান উদ্দিন ও সানাউল্লাহর গোডাউনে ৯০০ বস্তা সার পাওয়ার পরেও তাদের বিরুদ্ধে নবীনগর থানায় কোন মামলার হয়নি এবং তাদেরকে অদ্যাবধি গ্রেফতার করা হয়নি। জানা যায় তিনি নবীনগর থানাকে মেনেজ করে তার নামে যেন কোন মামলা না করে। যার কারণে জনমনে হতাশা সৃষ্টি হয়েছে। এলাকা বাশির বহুদিনের দাবী এই রাগব বোয়ালকে আইনের আওতায় এনে এলাকা মাদকমুক্ত করা এবং জননিরাপত্তা নিশ্চিত করা।
এমএসএম / এমএসএম
বগুড়ার শাজাহানপুরে জমিজমা নিয়ে বিরোধ প্রতিপক্ষের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন
পত্রিকা পরিবেশক শফির পিতার সুস্থ্যতা কামনা
জুয়া খেলায় হেরে পার্টনারকে হত্যা, আসামীর যাবজ্জীবন
কুমিল্লায় টাস্কফোর্সের অভিযানে প্রায় ৩ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ
নবীনগরে ডাকাতি হওয়া সারের জাহাজ উদ্ধার
পূর্বধলায় গাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার
নড়াইলে অ্যারাইজ আইএনএইচ জাত ধানের মাঠ দিবস অনুষ্ঠিত
কেরানীগঞ্জে ‘আমিন আমিন’ ধ্বনিতে শেষ হলো সাদ পন্থীদের তাবলীগের জোড়
সর্বোচ্চ প্রসিকিউশন দাখিল করায় সম্মাননা পেলেন হাটিকুমরুল হাইওয়ে অফিসার ইনচার্জ
নেত্রকোনা জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের আটপাড়া উপজেলা পরিদর্শন
অপরাধীদের কোন ছাড় নেই, মিলেমিশে রূপগঞ্জ গড়বো আমরাঃ মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু
ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পিরোজপুরে কৃষকদলের আলোচনা সভা