ঢাকা শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে জেলায় প্রথম স্থান অর্জন রাণীনগর উপজেলা


রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি photo রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১৫-১১-২০২৫ দুপুর ১:৩৬
মাসব্যাপী চলা টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে জেলায় প্রথম স্থান অর্জন করেছে নওগাঁর রাণীনগর উপজেলা। উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য বিভাগ, টিকাদান কর্মসূচির সঙ্গে জড়িত সংশ্লিষ্ট সকলের, শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক, অভিভাবক ও সকল শ্রেণি পেশার মানুষের সার্বিক সহযোগিতায় এমন অর্জন সম্ভব হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়।  দেশে ৯মাস থেকে ১৫বছর বয়সের সকল ছেলে-মেয়েকে মারাত্মক রোগ টাইফয়েড থেকে মুক্ত করতে বিনামূল্যে টিকাদান ক্যাম্পেইন গত অক্টোবর মাসের ১২তারিখ থেকে শুরু হয়ে চলে নভেম্বর মাসের ১৩তারিখ পর্যন্ত। ক্যাম্পেইনে উপজেলার স্কুল পর্যায়ে ২৯,৫০৩ জন ছেলে-মেয়ে ও কমিউনিটি পর্যায়ে ১৭,৯৪৪ জন ছেলে-মেয়েকে বিনামূল্যে টাইফয়েড টিকাদানের লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়। টিকা অর্জন হয়েছে শতকরা ১০০.৭২ ভাগ। রিপোর্ট হয়েছে Vax ইপিআই-এ শতকরা ৯২ ভাগ। কমিউনিটি পর্যায়ে টার্গেট ছিলো ১৭৯৪৪ জন আর ভ্যাকসিন গ্রহণ করেছে ১৮১৬৮ জন। কমিউনিটি পর্যায়ে ভ্যাকসিন প্রদানের হার শতকরা ১০১ ভাগ। শিক্ষা প্রতিষ্ঠানে টিকাদানের মোট লক্ষ্যমাত্রা ছিলো ২৯৫০৩ জন আর টিকা গ্রহণ করেছে ২৯৬৩৫জন। শিক্ষা প্রতিষ্ঠানে ভ্যাকসিন প্রদানের হার শতকরা ১০০ভাগ। পুরো টিকাদান ক্যাম্পেইনে অনলাইন এন্ট্রি হয়েছে ৪২৮৪৩ টি আর মোট রেজিস্ট্রেশন হয়েছে ৪৮৭২৬ টি।উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: কেএইচএম ইফতেখারুল আলম খাঁন জানান এই ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে এবং একজন ছেলে কিংবা মেয়ে যেন বাদ না পড়ে সেই লক্ষ্যে ব্যাপক ভাবে প্রচার-প্রচারণার কার্যক্রম চালানো হয়েছিলো। যার কারণে সকল পর্যায়ে এই টিকাগ্রহণের বিষয়ে অভিভাবক মহল থেকে ব্যাপক সাড়া পাওয়া গেছে। উপজেলা প্রশাসন ও সবার সার্বিক সহযোগিতা নিয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগ শেষ পর্যন্ত পুরো কার্যক্রম সুষ্ঠ ভাবে সম্পন্ন হয়েছে বলে জেলায় প্রথম স্থান অর্জন  করেছে রাণীনগর উপজেলা। এই গৌরব পুরো উপজেলাবাসীর। আগামীতেও এমন সহযোগিতা প্রদান অব্যাহত থাকলে আগামীতে উপজেলায় অনুষ্ঠিত সকল ক্যাম্পেইনে রাণীনগর স্বাস্থ্য বিভাগ প্রথম স্থান অর্জন করবে বলে আশা প্রকাশ করেন এই কর্মকর্তা।  উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান জানান সবার সার্বিক সহযোগিতার কারণে এমন অর্জন সম্ভব হয়েছে। বিশেষ করে প্রতিটি মাদ্রাসা ওএতিমখানার টিকাদান ক্যাম্পেইন এমন অর্জনের পেছনে অনেক ভ’মিকা রেখেছে। উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের নিরলস পরিশ্রমের কারণে উপজেলায় কোন প্রকারের অপ্রীতিকর ঘটনা ছাড়াই পুরো টিকাদান ক্যাম্পেইন সম্পন্ন করা এবং জেলায় প্রথম স্থান অর্জন করা সম্ভব হয়েছে, বলছেন এই কর্মকর্তা।

এমএসএম / এমএসএম

শার্শায় ১৫ বাঁওড় দখল কর্মহীন ১ লাখ জেলে

ঠাকুরগাঁওয়ে বিশ্ব ডায়াবেটিক দিবস

কাউনিয়ায় চলন্ত বাসে ওঠার চেষ্টা, পড়ে গিয়ে প্রাণ গেল তাজেলের

পিরোজপুরে চলাচলের পথ বন্ধ: চার গ্রামের হাজারো মানুষের চরম ভোগান্তি

মৌলভীবাজারের একাধিক আসনে মনোনয়ন নিয়ে টানাপোড়েন: বিপাকে পড়তে পারেন বিএনপি প্রার্থীরা

বর্ণাঢ্য বিদায় সংবর্ধনায় সিক্ত মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুল হক দুলু

নেত্রকোণার কেন্দুয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

পাঁচবিবির আওলাই ইউনিয়ন বিএনপি নেতাদের সাথে রানা প্রধানের মতবিনিময় সভা

পিরোজপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ

হাতিয়ায় প্রকৌশলী দিদারুল ইসলাম ট্রাস্ট বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

তারেক রহমানের ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ বার্তা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন চন্দনাইশের এডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী

বারহাট্টায় ফ্রি আই ও মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে ফেব্রুয়ারীর ভোটে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান

সারা দেশের প্রাথমিকে চালু হলো মিড ডে মিল