ঢাকা শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

মাদ্রাসা এ তৈয়্যবিয়া অদুদিয়া সুন্নিয়া (ফাজিল)-এর নতুন বহুতল একাডেমিক ভবন নির্মাণকাজের উদ্বোধন


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৯-১১-২০২৫ বিকাল ৫:৫৭

আনজুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নীয়া ট্রাস্ট পরিচালিত রাঙ্গুনিয়া চন্দ্রঘোনা ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা এ তৈয়্যবিয়া অদুদিয়া সুন্নিয়া (ফাজিল)-এর নতুন বহুতল একাডেমিক ভবন নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আধুনিক শিক্ষার উপযোগী পরিবেশ তৈরি এবং শিক্ষার্থীদের পড়াশোনা ও গবেষণার সুযোগ বৃদ্ধির লক্ষ্যেই এ নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

বুধবার ১৯ নভেম্বর রোজ বুধবার সকাল ১১টায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা আবদুল মান্নান রেজবী। অতিথিদের আসন গ্রহণ ও পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের সেক্রেটারি জেনারেল আলহাজ্ব আনোয়ার হোসেন ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আলহাজ্ব আনোয়ার হোসেন। তিনি বলেন, মাদ্রাসা এ তৈয়্যবিয়া অদুদিয়া সুন্নিয়া দীর্ঘদিন ধরে এলাকায় ইসলামী জ্ঞানচর্চা, আদর্শ শিক্ষা এবং মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন একাডেমিক ভবন নির্মাণের মাধ্যমে এ শিক্ষাপ্রতিষ্ঠানের মান ও পরিসর আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা পর্ষদের সদস্য আলহাজ্ব সামসুদ্দিন সাহেব, সিরাজুল হক সাহেব, পেয়ার মুহাম্মদ সাহেব, এম.এস. আহসানুল হক এবং মাহবুব ছাপা। বক্তব্যে আলহাজ্ব সামসুদ্দিন সাহেব বলেন, “শিক্ষার উন্নয়নই সমাজ পরিবর্তনের প্রধান মাধ্যম। নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়তে শিক্ষার অবকাঠামো উন্নয়নের বিকল্প নেই।”

ট্রাস্টের জেনারেল সেক্রেটারি জানান, নতুন ভবনটি নির্মিত হলে একটি আধুনিক, শান্ত ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে উঠবে, যা শিক্ষার্থীদের পাঠদানে সহায়ক ভূমিকা রাখবে। মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, বহুতল ভবনটি নির্মাণ সম্পন্ন হলে আধুনিক শ্রেণিকক্ষ, গবেষণাগার, সমৃদ্ধ লাইব্রেরি ও ল্যাবসহ সকল ধরনের শিক্ষা–সহায়ক অবকাঠামো আরও শক্তিশালী হবে। এতে উচ্চতর ইসলামী শিক্ষা, গবেষণা ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানের শেষে দেশ, জাতি, শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক–শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মাওলানা মুজিবুর রহমান নেজামী সাহেব।

এমএসএম / এমএসএম

উন্নয়নের বাইরে চর কলাতলী : অবহেলায় মানবেতর জীবন, আশ্বাসেই আটকে প্রশাসনিক উদ্যোগ

ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, বৈষম্যবিরোধী ছাত্রনেতা কারাগারে

শেরপুরের নালিতাবাড়ি উপজেলাকে প্রসবজনিত ফিস্টুলামুক্ত ঘোষণা

নোয়াখালীতে আবাসিক হোটেল থেকে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেফতার ২

শিবচরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশার কবলে বাসসহ একাধিক গাড়ির সংঘর্ষে আহত দশজন

গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪২০ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

খালিয়াজুরীতে রাজনৈতিক মামলায় জামায়াত কর্মী গ্রেপ্তারে জামায়াতের ক্ষোভ প্রকাশ

বাগেরহাটের পল্লীতে আগুন লেগে দরিদ্র বৃদ্ধার মৃত্যু

ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে স্থবির কুড়িগ্রামের জনজীবন

রাষ্ট্রীয় শোক দিবস পালনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সাভারে অবস্থিত ভিসন গ্রুপের ১লা জানুয়ারি সাংস্কৃতিক অনুষ্ঠান পালন

বারহাট্টার বাজারে শীতকালীন সবজি এলেও চড়া দামে হতাশ ক্রেতারা

দোহাজারী রেলস্টেশনে প্রান্তিক কৃষকদের কৃষিপণ্য পরিবহনে লাগেজ কোচ চলাচলের উদ্বোধন

কেশবপুরে কালিয়ারই এস.বি.এল মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষের নতুন বই বিতরণ