গোদাগাড়ীতে বিএনপি প্রার্থী প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বিএনপি ঘোষিত সম্ভাব্য প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপির একাংশ। শনিবার (২২ নভেম্বর) বিকেল ৫টায় গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ী এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে সিএন্ডবি মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিলকারীরা ‘কাফনের কাপড়’ পরে প্রতীকী প্রতিবাদ জানান এবং সড়কে শুয়ে পড়ে সড়ক অবরোধ করেন। পরে সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ। এতে বিএনপির স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।
মিছিল ও সমাবেশে বক্তারা অভিযোগ করেন, মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন ২০২৪ সালের নির্বাচনে বিএনএম-এর প্রার্থী ছিলেন, দলে কঠিন সময়ে এলাকায় দেখা যায়নি, দলের নির্দেশনা বারবার অমান্য করেছেন এবং অরাজক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এসব কারণে তাঁর প্রতি দলের একটি বড় অংশ অনাস্থা প্রকাশ করছে।
সমাবেশে বলা হয়, ঘোষিত প্রার্থী এলাকায় তেমন গ্রহণযোগ্যতা না পাওয়ায় বিএনপি এই আসনে কঠিন পরিস্থিতিতে পড়তে পারে। তাঁর পরিবর্তে দীর্ঘদিন দলীয় রাজনীতি করা এবং মাঠে সক্রিয় থাকা অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেককে মনোনয়ন দেওয়ার দাবি জানান তারা।
গোদাগাড়ী-তানোর এলাকার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্যে বলেন, শরীফ উদ্দীন ৫ আগস্টের আগে এলাকায় আসেননি। এছাড়া তাঁর বিএনএম এর মনোনয়ন নেওয়া সংক্রান্ত নানা গুঞ্জন নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন রয়েছে। তিনি দলীয় নেতাকর্মীদের আস্থা ও সমর্থন অর্জনে ব্যর্থ হওয়ায় নির্বাচনে বিজয় অর্জন করা তাঁর পক্ষে কঠিন হবে।
সমাবেশে উপস্থিত ছিলেন, গোদাগাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ তাজমিলুর রহমান শেলি,পাকড়ি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান,গোদাগাড়ী পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওহাব, গোদাগাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি এনামুল হক চয়ন,মোহনপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ইমতিয়াজ সাকলাইন, মাহফুজুর রহমান মাহফুজ ও আতিকুর রহমান আতিক, যুগ্ম আহ্বায়ক, তানোর উপজেলা বিএনপি সহ বিপুলসংখ্যক স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষ।
বক্তারা বলেন, প্রার্থী পরিবর্তন করে গ্রহণযোগ্য কাউকে মনোনয়ন দিলে তাঁরা ধানের শীষের পক্ষে সর্বাত্মক প্রচারণা চালাবেন। অন্যথায় এই আসনে বিজয় অর্জন করা বিএনপির জন্য কঠিন হয়ে পড়বে বলে মন্তব্য করেন তারা।
এমএসএম / এমএসএম
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে লংগদু কৃষি ব্যাংকে দুদকের অভিযান
বড়লেখায় আমন ধানের শীষে দুলছে কৃষকের স্বপ্ন
চাঁপাইনবাবগঞ্জ - ২ আসনের গণসংহতি আন্দোলনের মনোনয়ন প্রার্থীতা পেলেন নুরুদ্দীন
দাঁতভাঙ্গা ইউনিয়নে জামায়াতের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত
রায়গঞ্জে ব্যবসায়ী হত্যা, বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
চট্টগ্রামে রঙিন ঘুড়ি ফাউন্ডেশন'র মানবিক প্রকল্পের আওতায় শিক্ষা সামগ্রী বিতরণ
আমার মামা-চাচা বড় নেতা নাই আমি কৃষকের ছেলে, জনসভায় লিয়াকত আলী
রায়গঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগল ও উপকরণ বিতরণ
বাঘার পদ্মা চরে বিদেশি পিস্তলসহ তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার
শিক্ষকদের মর্যাদা রক্ষা, সুযোগ-সুবিধা বৃদ্ধি উন্নয়ন আমার প্রথম অঙ্গীকারঃ শ্রাবণ
কেশবপুর থানা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন
কমলগঞ্জে খাসি জনগোষ্ঠীর বর্ষবিদায় ও বর্ষবরণ উৎসব উদযাপন