ঢাকা শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

ভূরুঙ্গামারীতে উপজেলা নির্বাহী অফিসারের বদলিজনিত বিদায়ী সংবর্ধনা


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ৪-১২-২০২৫ দুপুর ৪:৪৯

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপজন মিত্রের বদলিজনিত বিদায় সংবর্ধনা এবং নবযোগদানকৃত ইউএনও শাহাদাত হোসেনকে বরণ করে নিতে উপজেলা প্রশাসন এক অভূতপূর্ব অনুষ্ঠানের আয়োজন করেছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এই দুই পর্বের অনুষ্ঠানে ছিল আবেগ, সৌহার্দ্য ও ভবিষ্যৎ প্রত্যাশার সুনিবিড় সমাবেশ। অনুষ্ঠানের প্রথম পর্বে বিদায়ী ইউএনও দীপজন মিত্রের প্রতি কৃতজ্ঞতা ও শুভকামনা জানিয়ে সংবর্ধনার আয়োজন করা হয়। বিভিন্ন দপ্তরপ্রধান, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং সাধারণ মানুষের পক্ষে বক্তারা দীপজন মিত্রের উন্নয়নমূলক কর্মকাণ্ড, জনবান্ধব প্রশাসন ও দক্ষ নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। বক্তারা জানান, তাঁর মেয়াদকালে উপজেলার সেবামূলক কার্যক্রমে গতি আসে, দুর্নীতিবিরোধী তৎপরতা এবং সাধারণ মানুষের প্রশাসনে সহজ প্রবেশাধিকারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। উন্নয়ন প্রকল্পের স্বচ্ছ পরিচালনা, শিক্ষা ও সামাজিক ক্ষেত্রে সক্রিয় উপস্থিতি এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তা প্রদানে তাঁর ভূমিকা ভূরুঙ্গামারীর মানুষের মনে স্থায়ী হয়ে থাকবে। সংবর্ধনা পর্বে তাঁকে ফুলেল শুভেচ্ছা, স্মারক ও সম্মাননা প্রদান করা হয়। বক্তব্যে ইউএনও দীপজন মিত্র ভূরুঙ্গামারী বাসীর সহযোগিতা ও ভালবাসার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নতুন দায়িত্বে থাকলেও এই এলাকার মানুষের প্রতি তাঁর অনুরাগ অটুট থাকবে বলে জানান। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নব যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেনকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয় উপজেলা প্রশাসন। এ উপলক্ষে আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানে নতুন ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তাঁকে নিয়ে আশাবাদের কথা তুলে ধরেন বক্তারা। বক্তারা বলেন, একজন তরুণ, গতিশীল ও আধুনিক চিন্তার প্রশাসক হিসেবে শাহাদাৎ হোসেন উপজেলা প্রশাসনের চলমান উন্নয়নকে আরও গতিশীল করবেন। জনবান্ধব সেবা, প্রযুক্তিনির্ভর প্রশাসন, দুর্নীতি দমন এবং গ্রামীণ উন্নয়নেই তাঁর যত্নশীল ভূমিকা প্রত্যাশা করেন উপজেলার সর্বস্তরের মানুষ। নিজ বক্তব্যে ইউএনও শাহাদাৎ হোসেন বলেন, ভূরুঙ্গামারীর উন্নয়ন ও মানুষের জীবনমান উন্নত করা আমার প্রধান অঙ্গীকার। প্রশাসন হবে জনগণের জন্য উন্মুক্ত, সবার সহযোগিতায় একটি স্বচ্ছ ও দক্ষ উপজেলা প্রশাসন গড়ে তুলতে চাই। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন পেশাজীবী এবং উপজেলার দশ ইউনিয়নের চেয়ারম্যান গণ এ সময় উপস্থিত ছিলেন। ভূরুঙ্গামারীর প্রশাসন পরিবর্তনের এই বিশেষ দিনটি আনন্দ, আবেগ ও প্রত্যাশার অনন্য সমন্বয়ে স্মরণীয় হয়ে রইল।

এমএসএম / এমএসএম

উন্নয়নের বাইরে চর কলাতলী : অবহেলায় মানবেতর জীবন, আশ্বাসেই আটকে প্রশাসনিক উদ্যোগ

ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, বৈষম্যবিরোধী ছাত্রনেতা কারাগারে

শেরপুরের নালিতাবাড়ি উপজেলাকে প্রসবজনিত ফিস্টুলামুক্ত ঘোষণা

নোয়াখালীতে আবাসিক হোটেল থেকে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেফতার ২

শিবচরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশার কবলে বাসসহ একাধিক গাড়ির সংঘর্ষে আহত দশজন

গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪২০ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

খালিয়াজুরীতে রাজনৈতিক মামলায় জামায়াত কর্মী গ্রেপ্তারে জামায়াতের ক্ষোভ প্রকাশ

বাগেরহাটের পল্লীতে আগুন লেগে দরিদ্র বৃদ্ধার মৃত্যু

ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে স্থবির কুড়িগ্রামের জনজীবন

রাষ্ট্রীয় শোক দিবস পালনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সাভারে অবস্থিত ভিসন গ্রুপের ১লা জানুয়ারি সাংস্কৃতিক অনুষ্ঠান পালন

বারহাট্টার বাজারে শীতকালীন সবজি এলেও চড়া দামে হতাশ ক্রেতারা

দোহাজারী রেলস্টেশনে প্রান্তিক কৃষকদের কৃষিপণ্য পরিবহনে লাগেজ কোচ চলাচলের উদ্বোধন

কেশবপুরে কালিয়ারই এস.বি.এল মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষের নতুন বই বিতরণ