ভূরুঙ্গামারীতে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বেগম রোকেয়া দিবস ২০২৫ এবং আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বেগম রোকেয়ার জীবন, কর্ম ও সমাজে নারীর অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা তুলে ধরেন। একই সঙ্গে নারী নির্যাতন রোধ, নারী-পুরুষ সমতা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং নারীর ক্ষমতায়ন বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহাদাৎ হোসেন, উপজেলা প্রকৌশলী ইনসাফুল হক সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, জামায়াত ইসলামী বাংলাদেশে কুড়িগ্রাম জেলার আমির আজিজুর রহমান স্বপন, এনসিপির উপজেলা প্রধান সমন্বয়ক মাহফুজুল ইসলাম কিরণ, এছাড়া বিভিন্ন সরকারি কর্মকর্তা, সাংবাদিক বিন্দৃ, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, নারী সংগঠনের প্রতিনিধিসহ সমাজের বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ এতে অংশ নেন।
বক্তারা বলেন, বেগম রোকেয়া কেবল লেখিকা বা সমাজ সংস্কারকই নন; তিনি নারী জাগরণের পথিকৃৎ। তাঁর দেখানো পথ অনুসরণ করে সমাজে নারীর মর্যাদা ও অধিকার রক্ষা করতে হবে। পাশাপাশি আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে নারীর প্রতি সহিংসতার সব ধরনের শিকার রোধে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে শেষে নারী উদ্যোক্তা ও সমাজে নারীর উন্নয়নে অবদান রাখা কয়েকজনকে সম্মাননা প্রদান করা হয়।তারা হলেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী জয়মনির হাট ইউনিয়নের ছোটখাটামারী গ্রামের ফজল হকের স্ত্রী ছালেহা খাতুন, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী পাথর ডুবি ইউনিয়নের মইদাম গ্রামের এস এম আজাদুল ইসলাম এর স্ত্রী শেফালী খাতুন, সফল জননী নারী ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের বাগভান্ডার গ্রামের হবিবর রহমান এর স্ত্রী সুফিয়া খাতুন, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের বাগভান্ডার গ্রামের রফিকুল ইসলাম এর মেয়ে রাবেয়া খাতুন, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের জহির উদ্দিন চৌধুরী এর স্ত্রী আসমা খাতুন।
এমএসএম / এমএসএম
রায়গঞ্জে অবৈধ টপসয়েল উত্তোলনে দুই লাখ টাকা জরিমানা
সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক টুকুর বিরুদ্ধে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ!
কুমিল্লায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
খালিয়াজুরীতে বিসিআইসি কর্তৃক অনুমোদিত দুই প্রতিষ্ঠানকে জরিমানা
ভূরুঙ্গামারীতে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত
কুড়িগ্রামের রৌমারীতে পানিতে ডুবে মামা-ভাগ্নে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
নবনিযুক্ত ওসি জালাল উদ্দিনের সাথে কোনাবাড়ী থানা প্রেসক্লাবের সৌহার্দ্যপূর্ণ মতবিনিময়
ফুলেল শুভেচ্ছায় বরুড়ার নবাগত ইউএনওকে বরণ
কালিয়ায় অভিযানে ৫ টি ইটের ভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
খুলনায় অনুষ্ঠিত হলো ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ ২০২৫ শীর্ষক সেমিনার
গাজীপুরে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক- ৮
উল্লাপাড়ায় আলুর বাম্পার ফলনের স্বপ্ন বুনছে কৃষক