জাঁকজমক আয়োজনে শুরু হলো শেয়ারবাজার করপোরেট ক্রিকেট সিজন–৫
রাজধানীর রায়েরবাগে পুতুলবাড়ি রেস্টুরেন্টে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে শেয়ারবাজার করপোরেট ক্রিকেট সিজন–৫ এর জার্সি উন্মোচন ও খেলার লটারি অনুষ্ঠান। শনিবার (২৭ ডিসেম্বর) আয়োজিত এই অনুষ্ঠানে শেয়ারবাজার সংশ্লিষ্ট করপোরেট প্রতিষ্ঠান, গণমাধ্যমকর্মী ও অতিথিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানের শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এরপর স্বাগত বক্তব্যে টুর্নামেন্টের আয়োজক ডেইলি শেয়ারবাজার ডটকম–এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মঞ্জুরুল হক রনি বলেন, 'শেয়ারবাজার করপোরেট ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে শেয়ারবাজার সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের পেশাজীবীদের একত্রিত করা এবং খেলাধুলার মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য, শৃঙ্খলা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা। প্রতিদিনের কর্মব্যস্ততা ও মানসিক চাপের বাইরে এসে সবাই যেন একটি সুস্থ, ইতিবাচক ও আনন্দঘন পরিবেশে মিলিত হতে পারেন—এই চিন্তা থেকেই এই আয়োজন।' তিনি আরও বলেন, 'শেয়ারবাজার করপোরেট ক্রিকেট আজ একটি টুর্নামেন্টের গণ্ডি পেরিয়ে শেয়ারবাজার পরিবারের একটি মিলনমেলায় পরিণত হয়েছে। প্রতি বছর অংশগ্রহণকারীদের আগ্রহ ও সাড়া আমাদের অনুপ্রাণিত করে আরও সুন্দর, আরও সুশৃঙ্খল এবং আরও পেশাদার আয়োজন উপহার দিতে।'
মঞ্জুরুল হক রনি অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, 'আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই এবারের টুর্নামেন্টে অংশগ্রহণকারী সব প্রতিষ্ঠানকে। আপনাদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া এই আয়োজন কখনোই সফল হতো না।'
স্পন্সর ও সহযোগী প্রতিষ্ঠানগুলোর ভূমিকাও তুলে ধরে তিনি বলেন, 'এই টুর্নামেন্ট বাস্তবায়নে যারা স্পন্সর ও সহযোগী হিসেবে আমাদের পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতি আমরা বিশেষভাবে কৃতজ্ঞ। তাদের আন্তরিক সহযোগিতা ও আস্থাই আমাদেরকে বড় পরিসরে, সুন্দর ও মানসম্মত আয়োজন করতে উৎসাহ যোগাচ্ছে।' তিনি বলেন, 'আমরা চাই শেয়ারবাজার করপোরেট ক্রিকেট শুধু একটি মৌসুমি আয়োজন হিসেবে সীমাবদ্ধ না থেকে একটি ধারাবাহিক ও মর্যাদাপূর্ণ করপোরেট স্পোর্টস প্ল্যাটফর্মে রূপ নিক। শেয়ারবাজার করপোরেট ক্রিকেট সিজন–৫ এর সার্বিক সফলতা কামনা করছি এবং ভবিষ্যতেও সবাইকে সঙ্গে নিয়ে এই আয়োজন আরও এগিয়ে নিতে চাই।'
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেয়ারবাজার ও অর্থনীতি বিষয়ক নিউজ পোর্টাল বিজনেস জার্নাল–এর প্রকাশক ও সম্পাদক হাসান কবির জনি। তিনি বলেন, 'শেয়ারবাজার করপোরেট ক্রিকেট টুর্নামেন্ট নিঃসন্দেহে একটি সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হচ্ছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের আলো–র বিশেষ প্রতিনিধি কাঞ্চন চৌধুরী সুমন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মুহাম্মদ ওয়াহিদুন নবী বিপ্লব, নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড–এর কোম্পানি সেক্রেটারি শ্যামল মল্লিক এফসিএস, নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড–এর কোম্পানি সেক্রেটারি মিজানুর রহমান এফসিএস এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন–এর সদস্য জাকির হোসেন মাঝি।
বিশেষ অতিথিদের বক্তব্য পর্ব শেষে খেলার রুলস ও বিধি-বিধান নিয়ে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় আয়োজক মঞ্জুরুল হক রনি অংশগ্রহণকারী দলগুলোর বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং টুর্নামেন্টের নিয়ম-কানুন বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন।
পরবর্তীতে অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত খেলার লটারি, যার মাধ্যমে দলগুলোর ম্যাচ সূচি নির্ধারণ করা হয়। লটারি শেষে আনুষ্ঠানিকভাবে শেয়ারবাজার করপোরেট ক্রিকেট সিজন–৫ এর জার্সি উন্মোচন করা হয়।
এবারের টুর্নামেন্টে মোট ৮টি করপোরেট দল অংশগ্রহণ করছে। দলগুলো হলো— মার্কেন্টাইল ব্যাংক পিএলসি, সিটি ব্যাংক পিএলসি, লঙ্কাবাংলা সিকিউরিটিজ, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, বাংলাদেশ ফাইন্যান্স, ব্র্যাক ইপিএল, নাভানা ফার্মাসিউটিক্যালস ও নিটল ইন্স্যুরেন্স পিএলসি।
আয়োজকরা আশা প্রকাশ করেন, শেয়ারবাজার করপোরেট ক্রিকেট সিজন–৫ এর মাধ্যমে শেয়ারবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সৌহার্দ্য, পেশাগত সম্পর্ক এবং সুস্থ বিনোদনের একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপিত হবে।
এমএসএম / এমএসএম
সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী বেন কিউ হৃদয় গ্রেপ্তার
জাঁকজমক আয়োজনে শুরু হলো শেয়ারবাজার করপোরেট ক্রিকেট সিজন–৫
বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার জাতীয় প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের নবীন আলেম সংবর্ধনা অনুষ্ঠিত
প্রিয় নেতাকে স্বাগত জানাতে মহানগর ছাত্রদলের কর্মীসমাবেশ
শিক্ষা ও সমাজ উন্নয়নে অনন্য ভূমিকায় রিডফোর্ড ফাউন্ডেশন
হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন: ঐতিহাসিক অভ্যর্থনায় প্রস্তুত বিএসপিপি
ঢাকায় দাওয়াতে ইসলামীর ৩ দিনের ইজতেমার প্রথমদিনেই মুসল্লির ঢল
ঢাকা–১৩ আসনে কামরুজ্জামান জুয়েলের পক্ষে বিএনপির মনোনয়ন ফর্ম সংগ্রহ
ড্যাপ ও নতুন ইমারত বিধিমালায় ঘুরে দাঁড়ানোর স্বপ্ন
ড্যাব কেন্দ্রীয় কার্যালয়ের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত