ঢাকা দক্ষিণ সিটির উন্নয়ন কাজে নয়ছয়
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সকল বরাদ্দেই ১২ টেবিলের হিসেব বুঝে দিয়ে কাজ করার অভিযোগ উঠেছে
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনর অধীনে এডিবি বরাদ্দের পাকা রাস্তা নির্মাণ কাজে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।
সূত্রমতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে ৩৩ নং ওয়ার্ডের নিমতলী নতুন রাস্তা কেরাম বোর্ডের গলিতে ড্রেন ও সড়ক পথ নির্মাণের জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) থেকে প্যাকেজ আকারে ২ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়। ২ কোটি টাকা ব্যয়ে পাকা রাস্তাটির নির্মাণ কাজ শুরু করেন সাব-কনট্রাক্টর লিটন।
সরেজমিনে দেখা যায়,ড্রেন ও সড়ক পথ উন্নয়ন কাজের সিডিউল অনুযায়ি কাজ করা হচ্ছে না। নতুন সড়কের রাস্তার দুই পাশের ড্রেন নির্মাণ কাজ করছে ঠিকাদারের লোকজন। সেখানে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের ভাঙাচোরা ইট। নিম্নমানের ইট ব্যবহারে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা।
সরজমিনে দেখার পরে সেখানকার দায়িত্বরত সাব-কন্ট্রাকটর লিটনের সাথে দেখা করে ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম এবং কত টাকার কাজ চলমান রয়েছে জানতে চাইলে তারা 'দৈনিক সকালের সময়'কে বলেন, দক্ষিণ সিটি কর্পোরেশনের ১২ টি টেবিল শেষ করে আমাদের কাজ করতে হয়। আপনার প্রতিষ্ঠান কত টাকার কাজ পেয়েছে জানতে চাইলে তিনি ১ কোটি টাকার কাজের কথা উল্লেখ করেন এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম বলতে অস্বীকৃতি জানান। তিনি 'দৈনিক সকালের সময়'কে আরো বলেন, প্রশাসন ও সেনাবাহিনীতে আমার ভাই আছে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৩ নং ওয়ার্ডে চলমান কাজের ব্যাপারে জানতে সেখানকার দায়িত্বরত কর্মকর্তা সাব-এ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার মল্লিকের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি 'দৈনিক সকালের সময়'কে বলেন, প্রকৌশলী স্যারের অনুমতি ছাড়া আমি কোন তথ্য দিতে পারবো না।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনর ৩৩ নং ওয়ার্ডের চলমান ড্রেন ও পাকা রাস্তা নির্মাণের অনিয়মের ব্যাপারে জানতে সেখানকার দায়িত্বরত নির্বাহী প্রকৌশলী (সিভিল) মফিজুর রহমান খানের অফিসে দেখা করলে তিনিও কোন তথ্য দিতে অস্বীকৃতি জানান।
এমএসএম / এমএসএম
জামাতের সঙ্গে ইসলামী আন্দোলনের আসন সমঝোতা চুড়ান্ত হয়নি
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবরে ড্যাব নিটোর শাখার শ্রদ্ধা ও দোয়া মাহফিল
কদমতলীতে নির্মাণ প্রকল্পে সন্ত্রাসী হুমকি, ফ্লাটে তালা ভুক্তভোগী ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায়
আবুজর গিফারী কলেজের শিক্ষক প্রতিনিধি নির্বাচন স্থগিত
মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে বস্তিতে আগুন
ড্যাব নিটোর শাখার উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশনের শ্রদ্ধা
শাহবাগ থেকে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শুরু
বেগম খালেদা জিয়ার সমাধিতে মফস্বল সাংবাদিক ফাউন্ডেশনের বিনম্র শ্রদ্ধা
স্কোয়াশ ফেডারেশন কর্তৃক সম্বর্ধিত হলেন হেদায়েত উল্লাহ তুর্কী
স্বাস্থ্যসেবা সাশ্রয়ী করতে বিএমইউতে আন্তর্জাতিক ওয়েবিনার অনুষ্ঠিত
ঢাকা দক্ষিণ সিটির উন্নয়ন কাজে নয়ছয়