ঢাকা বৃহষ্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

ডিবি’র হারুনকে দিয়ে ২ নারী ব্যবসায়ীদের প্রতারণার জালে ফেলতো


আব্দুল লতিফ রানা photo আব্দুল লতিফ রানা
প্রকাশিত: ৫-১-২০২৬ রাত ১১:৪

রাজধানীর গুলশান এ্যাভিনিউ এর খন্দকার টাওয়ারের কর্ণধার ইঞ্জিনিয়ার খন্দকার বদরুল হাসান মামুন জমি ক্রয় করতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন বলে গুরুতর অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয় তাদের প্রতারণার কাজে প্রভাব খাটানোর জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান বহুল আলোচিত ভাতের হোটেলের মালিক হারুন বেআইনীভাবে ব্যবসায়ীদের ডেকে নিয়ে ভয়ভীতি দেখানোর অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে জানা গেছে, গুলশান দক্ষিণ এ্যাভিনিউ এর নিউ (ডি) ৩/অ বাড়িটি ক্রয়ের উদ্দেশ্যে জমির মালিক দুইবোন ফাহিমা ইসলাম ও তাসলিমা ইসলাম এর সাথে ২০১৭ সালে একটি অরেজিস্ট্রিকৃত চুক্তিতে আবদ্ধ হন। জমির মালিকগণ স্বনামধন্য একটি ব্যবসায়ী পরিবারের হওয়ায় ক্রেতা খন্দকার সরল বিশ্বাসে ওই অরেজেস্ট্রিকৃত চুক্তি মোতাবেক বিশাল অঙ্কের টাকা অগ্রিম প্রদান করেন। কিন্তু তার থেকেই দুই বোন বাকি টাকা নিয়ে জমি বুঝিয়ে দেওয়ার ব্যাপারে তালবাহানা করতে থাকেন। ক্রেতা বদরুল হাসান মামুন তাদের সাথে বিষয়টি সমাধানের চেষ্টা করলেও তারা নানানভাবে তাকে অপমান অপদস্ত করে আসছিলেন। 
এই অবস্থায় দুই বোনের মধ্যে একজন আমেরিকা প্রবাসী তাসলিমা ইসলাম, আরেকজন ব্যবসায়ী ইমতাজুর রহমান ববির সাথে জমি বিক্রির উদ্দেশ্যে একটি রেজিস্টার্ড চুক্তিতে আবধ্য হন। যার (দলিল নং ৪০৩৬) এবং বিশাল অঙ্কের টাকা বায়না হিসেবে গ্রহণ করেন। আর ক্রেতাকে জমির এক অংশের দখল বুঝিয়ে দেন। এই সময়ে তাসলিমা ইসলাম আগের আনরেজিস্টার্ড চুক্তির মাধ্যমে প্রথম ক্রেতা খন্দকার বদরুল হাসান মামুনের কাছ থেকে টাকা নেওয়ার ব্যাপারটি গোপন রাখেন। 
পরবর্তিতে ব্যাপারটি জানাজানি হলে এবং তাসলিমা ইসলাম জমি রেজিস্ট্রি করে দিতে অসমর্থ হওয়ায় তিনি ২য় ক্রেতা ইমতাজুর রহমান ববির সাথে সকল প্রকার যোগাযোগ বন্ধ করে দেন। আর সেই থেকে নানা সময়ে নানান প্রভাবশালী ব্যাক্তির মাধ্যমে তাকে জমি থেকে উচ্ছেদের হুমকি দিয়ে আসছেন। প্রতারক তাসলিমা ইসলাম এখানেই ক্ষান্ত হননি। পরবর্তিতে গত ২০২০ সালে আবার আরেক ব্যবসায়ী ড. হাসান তাহের ইমামের সাথে বন্ধুত্বের সুযোগে এই জমি বিক্রেয়ের জন্যে অপর একটি রেজিস্টার্ড চুক্তিতে আবদ্ধ হন। তাকে অপ্রত্যাহার যোগ্য আম-মোক্তার নামা প্রদান করেন। যার (দলিল নং ৬৫৬৪ এবং ৬৫৬৫)। এভাবে তার নিকট থেকেও বিশাল অঙ্কের টাকা হাতিয়ে নেন। সূত্র জানায়, একপর্যায়ে ৩য় ক্রেতা ড. হাসান তাহের ইমাম এই সব বিষয় জানতে পারলে, প্রতারক তাসলিমা ইসলাম তার সাথেও সকল প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন করেন। আর তখন থেকেই তার অনুগত কয়েকজন সন্ত্রাসীদের মাধ্যমে তাকে নানা সময়ে নানান হুমকি দিয়ে আসছেন। শুধু তাই নয়, প্রতারক তাসলিমা ইসলাম কুখ্যাত পুলিশ কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান বহুল আলোচিত ভাতের হোটেলের মালিক হিসেবে প্রচারিত হারুন’কে দিয়ে ২য় ক্রেতা ইমতাজুর রহমান ববি এবং ৩য় ক্রেতা ড. হাসান তাহের ইমাম’কে বেআইনীভাবে তুলে নিয়ে অপমান অপদস্ত করেন। এই প্রতারক দুই বোনের নামে গুলশান ও বনানী থানায় ভুক্তভোগীরা একাধিক বার জিডি করেছেন। গুলশান থানায় ভুক্তভোগি খন্দকার বদরুল হাসান গত ২১/০১/২০২০ ইং তারিখে ১৪১৬ নম্বর জিডি করেছেন। তারপরও গুলশান থানা পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। সাবেক স্বৈরাচার সরকারের বিভিন্ন দলীয় সন্ত্রাসী এবং দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তাদের সাথে যোগসাজোসের মাধ্যমে তারা প্রায়শই ভুক্তোভোগীদের নানান হুমকি প্রদান করে আসছে। সর্বশেষ তাসলিমা ইসলাম ও ফাহিমা ইসলাম একজন প্রভাবশালী আওয়ামী লীগ নেতার নিকট পুনরায় জমি বিক্রির চেষ্টা চালাচ্ছেন বলে জানা যায়। ভুক্তোভোগীদের মতে এই দুই বোন আরও বহু মানুষের কাছ থেকেও ওই জমি দেখিয়ে অর্থ হাতিয়ে নিয়েছেন। প্রতারক তাসলিমা ইসলাম ও ফাহিমা ইসলাম নিজেদের পরিবারের নাম এবং প্রভাব খাটিয়ে এই প্রতারণার জাল বিস্তার করেছেন। এ ব্যাপারে তাসলিমা ইসলাম ও ফাহিমা ইসলামের সেল ফোনে একাধিকবার যোগাযোগ করতে তাদের সেল ফোনে ফোন করা হলেও তাদের সাথে কথা বলা সম্ভব হয়নি।

এমএসএম / এমএসএম

বন বিভাগের ডেপুটি রেঞ্জার রতন লাল মাহুতের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

ডিবি’র হারুনকে দিয়ে ২ নারী ব্যবসায়ীদের প্রতারণার জালে ফেলতো

নিজেদের স্বার্থ হাসিল করতে বিভিন্ন দপ্তরে অভিযোগ করছে বন বিভাগের কিছু লোক

কক্সবাজার বিমানবন্দর সম্প্রসারণ: খুরুশকুল আশ্রয়ণ ও শুঁটকি পল্লী প্রকল্প নিয়ে জনমনে সংশয়

অবৈধপথে ৫ শত কোটি টাকার মালিক দুদকের ডিডি মাহবুবুল আলমকে বাঁচাতে তদন্ত তদন্ত খেলা!

দু’জন উপদেষ্টার পদত্যাগ, ভোগাবে উপদেষ্টা পরিষদকে নতুন নিয়োগ অপরিহার্য

বিটিসিএল এর হিন্দু কর্মচারীকে চাঁদার দাবিতে বিশেষ অঙ্গ কেটে ভারতে পাঠানোর হুমকি

এনা পরিবহনের মালিক এনায়েত উল্লাহর বিরুদ্ধে ১০৭ কোটি টাকার মানিলন্ডারিং মামলা সিআইডি’র

অধরায় গৃহায়ণের প্রশাসক

অনিশ্চয়তায় নির্বাচন

পায়রা বন্দর সংযোগ সড়ক প্রকল্পে উন্নয়ন কাজে স্থবিরতা

দুর্নীতির টাকায় কোটিপতি চসিকের মোরশেদ

রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল