ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

ফরিদপুরের ভাঙ্গায় সরকারের উন্নয়ন তুলে ধরতে বিশাল জনসভা


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ২-১০-২০২১ দুপুর ৪:০

ফরিদপুরের ভাঙ্গায় সরকারের অব্যাহত উন্নয়ন তুলে ধরতে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ১ অক্টোবর) বিকেলে উপজেলার হামিরদী ইউনিয়নের গজারিয়া গ্রামের খালের ওপর নবনির্মত ‘মাসুদ রানা’ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে গজারিয়া খানে খোদা মাঠে স্থানীয় নেতাকর্মীদের উদ্যোগে এ জনসভার আয়োজন করা হয়। ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম রাসেলের সভাপতিত্বে সভায়  প্রধান অতিথি হিসেবে সেতুটি উদ্বোধন করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন।

প্রধান অতিথি মজিবুর রহমান চৌধুরী নিক্সন ‍এমপি বলেন, সারাদেশে উন্নয়ন চলছে। এ ধারার অংশ হিসেবে তার নির্বাচনী এলাকায়ও উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। এ ইউনিয়নের গুরুত্বপূর্ণ রাস্তাঘাট, সেতু বেশিরভাগই নির্মিত হয়েছে। সর্বশেষ এলাকার হাজার মানুষের দুর্ভোগ লাঘবে এই সেতু নির্মাণকাজের আজ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো।

তিনি বলেন, প্রতিটি এলাকার অবশিষ্ট কাজ অচিরেই সমাপ্ত হবে। এ সময় তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে আসন্ন ইউপি নির্বাচনে যোগ্য প্রার্থীদের নির্বাচিত করার তাগিদ দিয়ে বলেন, যারা যোগ্য, সৎ, এলাকাবাসীর কাজ করতে দৃঢ়প্রতিজ্ঞ তারা এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পারে।

তিনি আরো বলেন, উন্নয়নের অংশ হিসেবে এ ইউনিয়নে সেতু, কালভার্ট, রাস্তাঘাটসহ প্রায় ২০০ কোটি টাকার উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে। এ সময় তিনি ফরিদপুর পুলিশ সুপার আলীমুজ্জামানের প্রশংসা করে বলেন, এলাকার প্রবাসী যুবক মাসুদ রানার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে পুলিশ প্রশাসন আইনের শাসন প্রতিষ্ঠা করতে যোগ্যতা এবং প্রশংসনীয় ভূমিকা পালন করেছে। অচিরেই হত্যাকারীদের দ্রুত শাস্তি বিধান করে দৃষ্টান্ত তৈরি করতে হবে, যাতে কেউ আর এমন জঘন্য কাজ করতে সাহস না পায়। 

অ্যাডভোকেট জহুরুল হক মিঠুনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ আওয়ামী যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক শাহাদত হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ শাহিনুর রহমান শাহিন, জেলা পরিষদ সদস্য দেলোয়ার হোসেন মাতুব্বর।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ সৈয়দ লুৎফর রহমান, উপজেলা প্রকৌশলী আ. মালেক মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোবাহান মুন্সী, ইউপি চেয়ারম্যান অধ্যাপক সফিউদ্দিন মোল্লা, আ. রাজ্জাক ফকির, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সীমা আক্তার, যুবলীগের জেলা কমিটির সদস্য লাবলু মুন্সী, সাবেক কমিশনার ওমর খরাদি প্রমুখ।

উল্লেখ্য, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ২০২০-২১ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় হামিরদী বাসস্ট্যান্ড থেকে নওপাড়া বাসস্ট্যান্ড ভায়া হামিরদী হাই স্কুল রাস্তার ১৫০০ মিটার চেইনেজ ৪২ মিটার দৈর্ঘ্যের  প্রায় ৩ কোটি ৩২ ল‍াখ টাকা ব্যয়ে নির্মিত সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

সভায় নিহত প্রবাসী যুবক মাসুদ রানার মা পুত্র হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে প্রশাসন, সংসদ সদস্যসহ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে কান্নায় ভেঙে পড়েন।

এমএসএম / জামান

ধামইরহাটে ইউনিয়ন পর্যায়ে জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা যাচাই কর্মশালা অনুষ্ঠিত

বালাগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত

বরিশাল ৩নং আসনে তৃণমুলের পছন্দের প্রার্থী আঃ ছত্তার খান

বাঁশখালীর সেই ভেঙে পড়া কালভার্ট নিজস্ব অর্থায়নে মেরামত করে দিলেন গণ্ডামারা ইউপি চেয়ারম্যান

কাউনিয়ায় আমন মৌসুমের ধান ও চাল ক্রয় কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু

রাজশাহী-১ আসনে ভোটের মাঠে জনপ্রিয়তার শীর্ষে অধ্যাপক ড. আব্দুর রহমান মুহসেনী

ফ্যাসিস্ট,চাঁদাবাজ,জুলুমবাজদের আর ছাড় দেয়া হবেনাঃ ডাকসু ভিপি সাদিক কায়েম

আদমদীঘিতে জাতীয় প্রানি সপ্তাহ উপলক্ষ্যে প্রানি সম্পদ প্রদর্শনী

হাটহাজারীতে প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

নড়াইলে সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এসআই আমির হোসেন ও এএসআই রুহুল আমিন

পাবিপ্রবির শিক্ষার্থীদের জন্য ‘উচ্চ শিক্ষায় মানসিক চাপ নিয়ন্ত্রণ কৌশল’ শীর্ষক কর্মসূচি ও রিসার্চ মেথোডলোজি বিষয়ে প্রশিক্ষণ

ধামইরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে উদ্বোধনী প্রদর্শনী মেলায় দুম্বা প্রদর্শন

হোসেনপুরে গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকদের সাথে নবাগত ডিসি মোহাম্মদ আসলাম মোল্লার মতবিনিময়