কয়রায় চাঙ্গা আওয়ামী লীগ, অস্তিত্ব সংকটে জামায়াত-বিএনপি
রাজনীতির উর্বর ভূমি হিসেবে সুপরিচিত খুলনার সর্বদক্ষিণে সুন্দরবনের কোলঘেঁষা কয়রা উপজেলা। বঙ্গবন্ধুকন্যাসহ অনেক খ্যাতিমান ব্যক্তির পদচারণা রয়েছে প্রান্তিক এ উপজেলায়। স্বাধীনতাযুদ্ধের পর থেকে রাজনীতি, ভূরাজনীতি, কৃষ্টি-কালচারে সমৃদ্ধ উপজেলাটি উপর মহলের নজর কাড়ে। এক সময় এ উপজেলায় নেতৃত্বে বেশ দাপট ছিল আওয়ামী লীগ ও জামায়াত-বিএনপির। তবে জামায়াত-বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত কয়রা উপজেলা এখন আওয়ামী লীগের সুষ্ঠু রাজনীতি ও বলিষ্ঠ নেতৃত্বে জামায়াত-বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। বর্তমানে এ উপজেলায় আওয়ামী লীগের নেতৃবৃন্দ জনবান্ধব ও জনগণের আস্থায় পরিণত হয়েছেন।
দুর্যোগপ্রবণ ও অবহেলিত এ উপজেলা এখন বঙ্গবন্ধুকন্যার উন্নয়নের আলোয় আলোকিত। আগে এই অঞ্চলের মানুষ যা কল্পনাই করতে পারেনি, তার বাস্তবায়ন হচ্ছে এখানে। মুজিব শতবর্ষে গৃহ নির্মাণ, ঘরে-ঘরে সুপেয় পানি, বিদ্যুৎ সরবরাহ, করোনায় অসহায়দের খাদ্যসামগ্রী সরবরাহ, শিক্ষার মানোন্নয়ন, আশ্রয় কেন্দ্র স্থাপন, মুক্তিযুদ্ধ, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণসহ প্রভূত উন্নয়নে রাজনৈতিক চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে কয়রা উপজেলা। স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের উন্নয়ন ও জনসেবায় সময়ের স্রোতে জামায়াত-বিএনপি জৌলুস হারিয়ে ফেলেছে। একই সাথে বর্তমানে কয়রায় সুষ্ঠু নেতৃত্ব, জনসেবায় শক্ত অবস্থানে আওয়ামী লীগ ও তার সকল সহযোগী অঙ্গ সংগঠন।সম্প্রতি কয়রায় অনুষ্ঠিত নিরপেক্ষ ও সুষ্ঠু ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় এবং জামায়াত-বিএনপিপন্থী স্বতন্ত্র প্রার্থীদের ভরাডুবি তারই প্রমাণ বহন করে।
উপজেলার সাতটি ইউনিয়নের একটিতে বিদ্রোহী প্রার্থীসহ মোট ৭টি ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী বিপুল সংখ্যক ভোটের ব্যবধানে বিজয় লাভ করে। অপরদিকে জামায়াত-বিএনপি সমর্থিত প্রার্থীদের নিদারুণ ভরাডুবি কয়রা উপজেলায় আওয়ামী লীগের সুষ্ঠু রাজনীতি চর্চা ফলপ্রসূ হলো।বর্তমানে কয়রায় উপজেলা আওয়ামী লীগের জনসমর্থন একচেটিয়া। টানা তিনবার শাসন ক্ষমতায় থেকে মানুষের জীবন মানোন্নয়নে নিরলস কাজ করায় এবং করোনা মহামারি, দুর্যোগসহ যে কোনো সংকটে মানুষের পাশে থাকায় এ উপজেলায় জনগণের আস্থার প্রতীক হয়েছে উঠেছে উপজেলা আওয়ামী লীগ। অপরদিকে রাজনৈতিক কর্মকাণ্ডে অনীহা, দলীয় কোন্দল, সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা এবং দুর্যোগ-দুর্ভোগে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে উপজেলা জামায়াত-বিএনপি। মানুষের পাশে না থাকায় ইতোমধ্যে কয়রা উপজেলায় জামায়াত-বিএনপি জনগণের আস্থা হারিয়ে অস্তিত্ব সংকটে পড়েছে।
এ বিষয়ে উপজেলা জামায়াতের দায়িত্বশীলদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে কাউকে পাওয়া যায়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক জামায়াত-বিএনপির একাধিক নেতাকর্মী জানিয়েছেন, দীর্ঘদিন উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড কমিটি গঠিত না হওয়ায় জনবিচ্ছিন্ন জামায়াত-বিএনপি ও চলতি উপজেলা বিএনপির সভাপতি এলাকায় না থাকায় আমরা নেতৃত্বশূন্যে পরিণত হচ্ছি। ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়ন, যোগ্য ব্যক্তি থাকা সত্ত্বেও একই বাড়িতে বিরোধী দলের নেতৃত্বে সম্পৃক্ত আত্মীয়-স্বজনদের গুরুত্বপূর্ণ পদে বহাল, সুবিধাবাদীদের আগমন প্রভৃতিতে নেতাকর্মীদের অনেকেই নিষ্ক্রিয় হওয়ায় এমন অবস্থা হয়েছে উপজেলা জামায়াত-বিএনপির। যোগ্য নেতৃত্ব সৃষ্টি ও জনগণের আস্থা অর্জন করে ঘুরে দাঁড়ানোই এখন উপজেলা জামায়াত-বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
তবে এসব কথা মানতে নারাজ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল আমিন বাবুল। তিনি বলেন, আমরা মানুষের পাশেই আছি। জনবিচ্ছিন্ন হওয়ার প্রশ্নই ওঠে না। আমরা কেন্দ্রের নির্দেশে দলীয় কার্যক্রম পরিচালনা করছি।করোনা দুর্যোগে মানুষের পাশে ছিলেন কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, করোনাকালীন আমরা দলীয়ভাবে ত্রাণ বিতরণ করেছি। এ ছাড়া আমি ব্যক্তিগতভাবে ত্রাণ নিয়ে মানুষের পাশে আছি।এ দিকে, উপজেলা বিএনপির এই নেতার এসব কথার সাথে অসঙ্গতি প্রকাশ করেছেন খোদ সাধারণ জনগণই। তারা বলছেন, উপজেলায় জামায়াত-বিএনপি আদৌও আছে কি না? সেটাই তো আমরা জানি না। গত ২২ সেপ্টেম্বরের ইউপি নির্বাচনে তো উপজেলা জামায়াত-বিএনপি বড় পদধারী নেতা ও অনেক নেতা কর্মীকে নৌকার পক্ষে কাজ করতে দেখা গেছে। এ ছাড়া উপজেলা জামায়াত-বিএনপির একটি অংশকে নিয়ন্ত্রণ করেন সরকার দলীয় প্রভাবশালী কতিপয় নেতা এবং তাদের পরামর্শে চলে এ অংশটি। তারা আক্ষেপ করে বলেন, এত দুর্যোগ, দুর্বিপাক গেল; জামায়াত-বিএনপির তো দেখাই মিলল না। তাদের আছে শুধু কথার ফুলঝুরি, জনসেবায় ভারে ভবানী।
অন্যদিকে, কয়রা উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শরিফুল আলম বলেন, সভাপতির অনুপস্থিতির জন্য সংগঠন ঝিমিয়ে গেছে। তিনি খুলনা বারে ওকালতি করার কারণে কয়রায় কম আসেন। এছাড়া দীর্ঘদিন ইউনিয়ন কমিটি না হওয়ায় ওয়ার্ড এবং ইউনিয়নের নেতাকর্মীরা নিষ্ক্রিয় হয়ে পড়েছেন।
অনুসন্ধানে জানা গেছে, গত কয়েক দশকে কয়রা উপজেলায় আওয়ামী লীগের রাজনৈতিক পটভূমি ছিল কিছুটা ভিন্ন। খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মো. আক্তারুজ্জামান বাবু খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) নৌকার মাঝি হয়ে উপজেলা আওয়ামী লীগের হাল ধরতেই প্রাণের সঞ্চার ঘটে আওয়ামী লীগের রাজনীতিতে। প্রধানমন্ত্রীর কাছ থেকে কয়রা-পাইকগাছায় দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের জন্য ৫ শতাধিক অসহায় মানুষকে ৫০ হাজার টাকা থেকে ৫ লাখ টাকার পর্যন্ত অনুদান এনে দিয়েছেন তিনি।
এদিকে, ছাত্রলীগের ছাত্র রাজনীতি থেকে উঠে আসা এমপি বাবু এবং উপজেলা আওয়ামী লীগকে ঘিরে উজ্জীবিত ও ঐক্যবদ্ধ নেতাকর্মীরা। সভা-সমাবেশসহ সব ধরনের কার্যক্রমে প্রাণবন্ত তারা। মুকুটমণি শেখ হাসিনার নির্দেশে উপজেলার প্রতিটি জায়গায় উন্নয়নের বার্তা নিয়ে পদচারণা করছেন এমপি বাবু ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। জনগণের কল্যাণে যেখানে যা প্রয়োজন, তাই করছেন তারা।
উপজেলা আওয়ামী লীগের প্রশংসায় পঞ্চমুখ কয়রার সাধারণ মানুষ। একটানা ১৫ বছর ক্ষমতায় থেকে দেশ ও জনগণের মানোন্নয়নে মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে বঙ্গবন্ধুর কয়রা উপজেলা আওয়ামী লীগ। ফলে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক ও সচেতন মহলের নেতারা বলছেন, সুসংগঠিত দলীয় কার্যক্রম ও সুষ্ঠু রাজনৈতিক চর্চা থাকায় এ উপজেলায় আওয়ামী লীগের অবস্থান জনবান্ধব ও শক্ত। বর্তমান সরকারের হাত ধরে বড় বড় প্রকল্প বাস্তবায়ন হচ্ছে কয়রায়। মানুষের উন্নয়নে ব্যাপক কাজ করায় মানুষের বিশ্বাসের জায়গা দখল করেছে উপজেলা আওয়ামী লীগ। বিশেষ করে উপজেলা আওয়ামী লীগ এবং এমপি আক্তারুজ্জামান বাবুর বলিষ্ঠ নেতৃত্বে ঐক্যবদ্ধ ও চাঙ্গা কয়রা উপজেলা আওয়ামী লীগ পরিবার।
এমএসএম / জামান
কোচিং থেকে প্রেম, এরপর বিয়ে-ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মিলল ইভার লাশ
বাকেরগঞ্জে মিথ্যা মামলা থেকে অব্যাহতি চেয়ে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন
ঈশ্বরদীতে ট্রেনে কেটে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু
মসজিদের খতিব–ইমাম–মুয়াজ্জিনদের সুরক্ষায় নীতিমালা চূড়ান্তঃ কুমিল্লায় ধর্ম উপদেষ্টা
মেহেরপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পুনঃবিবেচনার দাবিতে গণজমায়েত
চর ওয়াশপুর প্রাথমিক বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর করেন জাতীয় বীর আমান উল্লাহ আমান
গাজীপুরের রাজনীতিতে ঝড় তুললেন ইরাদ সিদ্দিকী
ধুনটে বালুবাহী দুই ট্রাকের চাপে অটোরিকশাচালক নিহত
পটুয়াখালী প্রেসক্লাবের হীরক জয়ন্তী পালন
হৃদরোগে আক্রান্ত হয়ে চিলমারী মডেল থানার এসআই আসাদুজ্জামানের আকস্মিক মৃত্যু
কোম্পানীগঞ্জে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সম্মাননা ও সহায়তা প্রদান
দুমকিতে সশস্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত