দাগনভূঞা বারাহিগুনি দরবার শরীফ সংলগ্নে মাদরাসা ভাংচুর ও জায়গা দখল
ফেনীর দাগনভূঞা উপজেলা ৮নং জয়লস্কর ইউনিয়ন ৬নং ওয়ার্ড বারাহিগুনী গ্রামে বারাহিগুনি দরবার শরীফে শাহ পীর চিশতী নিজামী সুন্নী মাদরাসার জায়গা রবিবার সকালে দখল ও মাদরাসা ভাংচুর করা হয়। স্থানীয় বিশস্ত সুত্রে জানা যায়, উক্ত এলাকায় দরবার শরীফের দুইটি পক্ষ আছে। একটি মূল বারাহিগুনি দরবার শরীফ পক্ষ আর অন্যটি চিশতিয়া মঞ্জিল পক্ষ।
বারাহিগুনি দরবার শরিফ নিয়ন্ত্রণ করে নিজাম উদ্দিন চিশতী। চিশতিয়া মন্জ্ঞিল নিয়ন্ত্রণ করে মাসুদ চিশতী। এখানে দুপক্ষের আলাদা মুরিদান রয়েছে। তাদের মধ্যে দরবার শরীফ ও মাদরাসার জায়গা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছিল। রবিবার সাকলে এই বিরোধ সংঘর্ষে রুপ নেয়। এতে নিজাম উদ্দিন চিশতীর পক্ষের সাত জন গুরতর আহত হয়, পাঁচ জন হাসপাতালে ভর্তি আছে। বারাহিগুনি দরবার শরীফের নিজাম উদ্দিন চিশতির ছোট ছেলে সাবের উল হক তাৎক্ষনিক সাংবাদিকদের জানান, আজ সকাল থেকে চিশতীয়া মন্জ্ঞিলের মাসুদ চিশতি সকাল থেকে দুই থেকে তিনশ বহিরাগত লোক নিয়ে তাদের উপর অতর্কীত হামলা করে। এতে নারী পুরুষ অনেকে আহত হন। আহতরা হলেন, শেখ সাবেরুল হক চিশতী, সাইফুল ইসলাম রানা, জিয়াউল হক চিশতী, খাদেম সোবহান মিয়া, রাহী চিশতী, সামের চিশতি। তিনি আরো বলেন সকালে মাদরাসার ক্লাশ চলা অবস্থায় মাদরাসা হামলা করে মাদরাসা ভাংচুর করা হয়, মাদরাসার আসবাবপত্র ভাংচুর করা হয়, মাদরাসার আলমারি থেকে জরুরী ফাইলপত্র নিয়ে যায়। মাদরাসার আলমারি থেকে তিন লক্ষ টাকা লুটের অভিযোগ করেন। তিনি এ ব্যাপারে মামলার প্রস্তুতি নিচ্ছেন। তিনি ব্রিফিং মূল হামলাকারী হিসেবে হেলাল চিশতী, মাসুদ চিশতী, মান্নান, সোহাগ এদের নাম উল্লেখ করেন।
অন্য দিকে মাসুদ চিশতীর সাথে যোগাযোগ করে তার বক্তব্য পাওয়া যায়নি।৮নং জয়লস্কর ইউনিয়ন চেয়ারম্যান মামুনুর রশিদ মিলন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন উভয় পক্ষ মাদরাসার জায়গার মালিকানা দাবি করে মুরিদানে মুরিদানে মারামারির ঘটনা ঘটে। পরবর্তীতে প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আমি উভয় পক্ষের সাথে কথা বলে বৈঠকের ব্যাপারে সিদ্ধান্ত করেছি।
দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ আহাম্মেদ জানান, সকালে সংঘর্ষের খবর পেয়ে ফোর্স পাঠিয়ে এবং আমি নিজে গিয়ে নিয়ন্ত্রনে আনি।অন্যদিকে দাগনভূঞা উপজেলা নির্বাহি কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি, আমরা উভয় পক্ষের সাথে কথা বলেছি। স্থানীয় চেয়ারম্যান মামুনুর রশীদ মিলন সহ মাজারের উভয় পক্ষের সাথে কথা বলেছি। তারা উভয়পক্ষ বসে সমস্যা সমাধানের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন। তারা উভয় পক্ষ বৈঠকের ব্যাপারে সম্মতি প্রকাশ করেছে। এই বিষয়ে উপজেলা প্রশাসন থেকে সবাত্মক সহযোগীতা করা হবে।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে রাধা গোবিন্দ মন্দিরের রাস্তায় বাঁশের বেড়া, চলাচলে বিঘ্ন
শিবালয় উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেফতার
মাদারীপুরে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে হয়রানির অভিযোগ
৫০ ব্যাটালিয়ন বিজিবি'র বছরব্যাপী তৎপরতা: আটক ৬৭ কোটি টাকার চোরাচালান, আসামি ৫৫৬ জন
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে উঠান বৈঠক: আমাদের সচেতনতাই পারে রোধ করতে বাল্যবিবাহ
পটুয়াখালীর ৭০'-এর ভয়াল ঘূর্ণিঝড়ের ৫৫ বছর আজ, উপকূলের মানুষ আজও বয়ে বেড়াচ্ছে সেই দুঃসহ স্মৃতি
কুড়িগ্রাম ৩ আসনে বিএনপির প্রার্থী তাসভীর উল ইসলামের প্রচারণা
পি আর বাস্তবায়ন না হলে জনগনের অধিকার ফিরে আসবে না মহম্মদপুরের জনসভায় এম বি বাকের।
মাধবপুরে রাতভর অবৈধ বালু পাচারবিরোধী অভিযান
ধামইরহাটে শিক্ষার্থীদের নিয়ে পানি ও বর্জ্য ব্যস্থাপনা বিষয়ে সচেতনতামুলক স্কুল ক্যাম্পেইন
বিএনপির নেতা ফরহাদ আর নেই
কুড়িগ্রাম -১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী মাহফুজুল ইসলাম কিরণ
রাজশাহীতে নারী নেটওয়ার্ক শক্তিশালী করতে সভা অনুষ্ঠিত
Link Copied