দাগনভূঞা বারাহিগুনি দরবার শরীফ সংলগ্নে মাদরাসা ভাংচুর ও জায়গা দখল

ফেনীর দাগনভূঞা উপজেলা ৮নং জয়লস্কর ইউনিয়ন ৬নং ওয়ার্ড বারাহিগুনী গ্রামে বারাহিগুনি দরবার শরীফে শাহ পীর চিশতী নিজামী সুন্নী মাদরাসার জায়গা রবিবার সকালে দখল ও মাদরাসা ভাংচুর করা হয়। স্থানীয় বিশস্ত সুত্রে জানা যায়, উক্ত এলাকায় দরবার শরীফের দুইটি পক্ষ আছে। একটি মূল বারাহিগুনি দরবার শরীফ পক্ষ আর অন্যটি চিশতিয়া মঞ্জিল পক্ষ।
বারাহিগুনি দরবার শরিফ নিয়ন্ত্রণ করে নিজাম উদ্দিন চিশতী। চিশতিয়া মন্জ্ঞিল নিয়ন্ত্রণ করে মাসুদ চিশতী। এখানে দুপক্ষের আলাদা মুরিদান রয়েছে। তাদের মধ্যে দরবার শরীফ ও মাদরাসার জায়গা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছিল। রবিবার সাকলে এই বিরোধ সংঘর্ষে রুপ নেয়। এতে নিজাম উদ্দিন চিশতীর পক্ষের সাত জন গুরতর আহত হয়, পাঁচ জন হাসপাতালে ভর্তি আছে। বারাহিগুনি দরবার শরীফের নিজাম উদ্দিন চিশতির ছোট ছেলে সাবের উল হক তাৎক্ষনিক সাংবাদিকদের জানান, আজ সকাল থেকে চিশতীয়া মন্জ্ঞিলের মাসুদ চিশতি সকাল থেকে দুই থেকে তিনশ বহিরাগত লোক নিয়ে তাদের উপর অতর্কীত হামলা করে। এতে নারী পুরুষ অনেকে আহত হন। আহতরা হলেন, শেখ সাবেরুল হক চিশতী, সাইফুল ইসলাম রানা, জিয়াউল হক চিশতী, খাদেম সোবহান মিয়া, রাহী চিশতী, সামের চিশতি। তিনি আরো বলেন সকালে মাদরাসার ক্লাশ চলা অবস্থায় মাদরাসা হামলা করে মাদরাসা ভাংচুর করা হয়, মাদরাসার আসবাবপত্র ভাংচুর করা হয়, মাদরাসার আলমারি থেকে জরুরী ফাইলপত্র নিয়ে যায়। মাদরাসার আলমারি থেকে তিন লক্ষ টাকা লুটের অভিযোগ করেন। তিনি এ ব্যাপারে মামলার প্রস্তুতি নিচ্ছেন। তিনি ব্রিফিং মূল হামলাকারী হিসেবে হেলাল চিশতী, মাসুদ চিশতী, মান্নান, সোহাগ এদের নাম উল্লেখ করেন।
অন্য দিকে মাসুদ চিশতীর সাথে যোগাযোগ করে তার বক্তব্য পাওয়া যায়নি।৮নং জয়লস্কর ইউনিয়ন চেয়ারম্যান মামুনুর রশিদ মিলন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন উভয় পক্ষ মাদরাসার জায়গার মালিকানা দাবি করে মুরিদানে মুরিদানে মারামারির ঘটনা ঘটে। পরবর্তীতে প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আমি উভয় পক্ষের সাথে কথা বলে বৈঠকের ব্যাপারে সিদ্ধান্ত করেছি।
দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ আহাম্মেদ জানান, সকালে সংঘর্ষের খবর পেয়ে ফোর্স পাঠিয়ে এবং আমি নিজে গিয়ে নিয়ন্ত্রনে আনি।অন্যদিকে দাগনভূঞা উপজেলা নির্বাহি কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি, আমরা উভয় পক্ষের সাথে কথা বলেছি। স্থানীয় চেয়ারম্যান মামুনুর রশীদ মিলন সহ মাজারের উভয় পক্ষের সাথে কথা বলেছি। তারা উভয়পক্ষ বসে সমস্যা সমাধানের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন। তারা উভয় পক্ষ বৈঠকের ব্যাপারে সম্মতি প্রকাশ করেছে। এই বিষয়ে উপজেলা প্রশাসন থেকে সবাত্মক সহযোগীতা করা হবে।
এমএসএম / এমএসএম

চাঁদপুরে মাদক কারবারি ইউপি সদস্যের স্ত্রীসহ আটক ২

ঝিনাইদহে মহিলা রোগীর গালে থাপ্পড় মারলেন ডাঃ দেবাশীষ বিশ্বাস; অন্তরালে যা ঘটেছিল

বড়লেখায় দুই সিএনজি-অটোরিক্সা চুর আটক, গণপিটুনিতে নিহত-১

সাতক্ষীরায় কথিত সাংবাদিকের চাঁদাবাজিতে অতিষ্ঠ সকলে

সাভারে ইউএনওর এক বছর পূর্তিতে উন্নয়নের ভূয়সী প্রশংসা

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির "ফল-২০২৫" ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

নাচোলে রাতের আঁধারে আমের ডাল কর্তন ও চুরি ক্ষতি প্রায় ৮০ হাজার টাকা

রায়গঞ্জে এক অসহায় বৃদ্ধার পাশে দাঁড়ালো শিক্ষার্থী শেখ রিয়াদ

বাউবিতে প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান

নড়াইলে ইব্রাহিম মোল্যাকে ডিবি পরিচয়ে তুলে নেয়ার নাটকের অবসান : ভিকটিম উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৪

শালিখায় অবৈধ মৎস্য সরঞ্জাম আগুনে পুড়িয়ে ধ্বংস

পঞ্চগড়ে রুটিতে বিষ মিশিয়ে হত্যার অভিযোগে মামলা, ৮ মাস পর কবর থেকে লাশ উত্তোলন

কুমিল্লায় বাসা থেকে কুবি শিক্ষার্থী ও তার মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় আটক ১
Link Copied