ঢাকা রবিবার, ২ নভেম্বর, ২০২৫

তিন ঘণ্টার আগুনে পুড়ল সাততলা বস্তি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-৬-২০২১ সকাল ৯:৩৪

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে লাগা ভয়াবহ আগুন প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। সোমবার ভোর চারটার দিকে লাগা আগুন সকাল ৭টার দিকে নিয়ন্ত্রণে আসে।

আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট। এখন পর্যন্ত আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মোট ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত জানা না গেলেও ধারণা করা হচ্ছে বস্তির অন্তত এক হাজার ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে আসার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন। তিনি বলেন, ‘আগুন ছড়িয়ে পড়ার সব উপাদানই বস্তিতে ছিল। সম্পূর্ণ অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে এই বস্তি। এখানে অবৈধ গ্যাস ও বিদুৎ সংযোগও রয়েছে। ধারণা করা হচ্ছে- গ্যাস বা বিদুৎ সংযোগ থেকে আগুনের সূত্রপাত।’

সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর বস্তি এলাকা পরিদর্শন করেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক। এ সময় তিনি বস্তিবাসীর সঙ্গে কথা বলে বিভিন্ন বিষয় জানার চেষ্টা করেন।

এর আগে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার কামরুল ইসলাম জানান, ভোর চারটার দিকে আগুনের খবরে প্রথমে তাদের আটটি ইউনিট ঘটনাস্থলে যায়। এরপর আগুনের ভয়াবহতা বাড়ায় একে একে ১৮টি ইউনিট সেখানে পাঠানো হয়। ফায়ার সার্ভিসের পাশাপাশি বস্তির বাসিন্দারাও আগুন নেভানোর কাজে যোগ দিয়েছিলেন।

তিনি আরো জানান, বস্তির ঘর-বাড়ি বাঁশ ও কাঠের কাঠামোতে তৈরি করা হয়েছে। ফলে আগুন সহজেই চারদিকে ছড়িয়ে পড়ে। দক্ষিণা বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণ করতে কিছুটা সময় লেগেছে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মোট ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।

এর আগেও কয়েক দফা আগুনের ঘটনা ঘটেছে মহাখালীর সাততলা বস্তিতে। সবশেষ ২০২০ সালের ২৪ নভেম্বর মহাখালীর এই বস্তিতে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। প্রতিবারই বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

প্রীতি / প্রীতি

‘নো ওয়েজ বোর্ড নো মিডিয়া’ নীতি কার্যকরসহ ৩৯ দাবি সাংবাদিকদের

কোম্পানীগঞ্জ সড়কে অবৈধ পার্কিংয়ে তীব্র যানজট

উত্তরায় বেগম খালেদা জিয়া ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর শুভ উদ্বোধন করেন বিএনপি নেতা আফাজ উদ্দিন

যাত্রাবাড়িতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

নড়াইলে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের দাবিতে ঢাকায় মানববন্ধন

আওয়ামী নেতা শাহজালালের দৌড়-ঝাপেই বিপাকে খিলগাঁও পুবালী মার্কেটের ব্যবসায়ীরা

ডিজিটাল নিরাপত্তা আইনের সেই মামলা থেকে অব্যাহতি পেলেন মিনহাজ মান্নান

খিলগাঁও ডেমরা- রামপুরা মহাসড়কে চোরের লিডার সুজন একাধিক লোক দিয়ে রাত হলেই নামেন গাড়ি থেকে চোরাই তেল সংগ্রহে

ঢাকা স্পেশালাইজড হাসপাতালের ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা নিলেন প্রায় ৮ হাজার মানুষ

“সোশ্যাল মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ায় আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

উত্তরখানে যুব মহিলা দলের নেত্রীর বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ

ভূমিদস্যু কর্তৃক সরকারি খাস জমি দখল করে সমিতির নামে পাকা স্থাপনা নির্মাণ

কোয়ান্টাম ফাউন্ডেশন কর্তৃক রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান