ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

ফরিদপুরে বিদায়ী নির্বাহী কর্মকর্তাকে একজন মুক্তিযোদ্বার রনাঙ্গনের স্মৃতি উপহার


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ২৪-১০-২০২১ দুপুর ৪:৪
মোঃ বেলায়েত হোসেন একজন বীর মুক্তিযোদ্বা। বর্ণাঢ্য জীবনের পড়ন্ত বেলায় এসেও একাত্তরের জ¦লজ¦ল করা স্মৃতিগুলো হৃদয়পটে এখনও ভেসে উঠে। উত্তাল দিনগুলিতে দেশমাতৃকার টানে ছুটে বেড়িয়েছেন কন্টকাকীর্ণ পথ পেরিয়ে শত্রু নিধনে। প্রাকৃতিক বৈরিতা,বাংলার শ্যামল প্রান্তর, প্রতিটি ক্ষণ মৃত্যুর মত বিভিষিকাময় মুহুর্তগুলো প্রতিনিয়ত ছবির ক্যানভাসের মত ভাসে। উত্তাল সেই দিনগুলিতে মুক্তিযোদ্বাদের প্রতিনিয়ত নিজেকে আড়াল করতে সাধারন মানুষের মত লুঙ্গি,গেঞ্জি পরিধান করে গেরিলা রূপ ধারন করতে হত।  মুক্তিযুদ্বের গল্প শোনা কিংবা এ প্রজন্মের কারও ধ্বমনীতে প্রবাহিত রক্ত যদি মুক্তিযোদ্বার হয় তাহলে তার প্রতিচ্ছবি খুঁজে বেড়ান তার মধ্যে। তেমনি এ প্রজন্মের একজন কর্মকর্তা যিনি মুক্তিযোদ্বার সন্তান ফরিদপুরের সালথা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ হাসিব সরকার। 
 
রনাঙ্গনের একজন মুক্তিযোদ্বার রক্ত যার ধমনীতে প্রবাহিত মোঃ হাসিব সরকার একটি গুরুত্বপুর্ণ দায়িত্বে রয়েছেন। এ কর্মকর্তার মধ্যে বেলায়েত হোসেন লাল সবুজের বাংলাদেশের প্রতিচ্ছবি দেখতে পান। মোঃ হাসিব সরকার সম্প্রতি অন্যত্র বদলীজনিত কারনে  তাকে বিদায় গ্রহন সংবর্ধনা প্রদান করা হয়। তার বিদায়কে স্মরনীয় করে রাখতে বেলায়েত হোসেন মুক্তিযুদ্বের স্মৃতি বিজড়িত রনাঙ্গনের কোন প্রান্তে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের স্মৃতি হিসেবে একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে  লুঙ্গি-গামছা-গেঞ্জি উপহার দেন সালথার বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. হাসিব সরকারকে। সম্প্রতি সালথার ওই ইউএনওর বিদায়ী অনুষ্ঠানে তাকে এসব জিনিস উপহার দেন বীর মুক্তিযোদ্ধা মো. বেলায়েত হোসেন। তিনি বলেন, ইউএনওকে যুদ্ধকালীন এমন স্মৃতিময় পোশাকের নমুনা উপহার স্বরূপ দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি।এ সময় মুক্তিযুদ্ধের গৌরবময় বিজয়ের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন মোঃ বেলায়েত হোসেন।ইউএনও মো. হাসিব সরকার নিজে একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান।তাই তিনিও এমন উপহার পেয়ে আপ্লুত হয়ে পড়েন।অন্যদিকে বেলায়েত হোসেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সালথা উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সাবেক সভাপতি। তিনি ১৯৭১ সালের রণাঙ্গনের সম্মুখ যোদ্ধা। তার এমন উপহার প্রদান মুক্তিযোদ্বা,সমাজের শ্রেনীপেশার লোকজনের মাঝে বিষয়টি ছড়িয়ে পড়লে ব্যপক প্রশংসা কুড়ান এই মুক্তিযোদ্বা। উপহার প্রদানকালে অন্যান্য মুক্তিযোদ্বারাও আবেগ আপ্লুত হয়ে পড়েন। জানা গেছে, বেলায়েত হোসেন একাত্তরের রনাঙ্গনের একজন সম্মুখ যোদ্বা। সহজ,সরল অমায়িক ব্যবহারের অধিকারী পুরোদস্তুর একজন মানুষ। যে কাউকে সহজে আপন করে নিতে পারেন। চরম অতিথি পরায়ন কিন্ত অন্যায়ের বিরুদ্বে আপোসহীন। 

এমএসএম / এমএসএম

ধামইরহাটে ইউনিয়ন পর্যায়ে জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা যাচাই কর্মশালা অনুষ্ঠিত

বালাগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত

বরিশাল ৩নং আসনে তৃণমুলের পছন্দের প্রার্থী আঃ ছত্তার খান

বাঁশখালীর সেই ভেঙে পড়া কালভার্ট নিজস্ব অর্থায়নে মেরামত করে দিলেন গণ্ডামারা ইউপি চেয়ারম্যান

কাউনিয়ায় আমন মৌসুমের ধান ও চাল ক্রয় কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু

রাজশাহী-১ আসনে ভোটের মাঠে জনপ্রিয়তার শীর্ষে অধ্যাপক ড. আব্দুর রহমান মুহসেনী

ফ্যাসিস্ট,চাঁদাবাজ,জুলুমবাজদের আর ছাড় দেয়া হবেনাঃ ডাকসু ভিপি সাদিক কায়েম

আদমদীঘিতে জাতীয় প্রানি সপ্তাহ উপলক্ষ্যে প্রানি সম্পদ প্রদর্শনী

হাটহাজারীতে প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

নড়াইলে সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এসআই আমির হোসেন ও এএসআই রুহুল আমিন

পাবিপ্রবির শিক্ষার্থীদের জন্য ‘উচ্চ শিক্ষায় মানসিক চাপ নিয়ন্ত্রণ কৌশল’ শীর্ষক কর্মসূচি ও রিসার্চ মেথোডলোজি বিষয়ে প্রশিক্ষণ

ধামইরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে উদ্বোধনী প্রদর্শনী মেলায় দুম্বা প্রদর্শন

হোসেনপুরে গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকদের সাথে নবাগত ডিসি মোহাম্মদ আসলাম মোল্লার মতবিনিময়