অভিযান শুধু কাগজে- কলমে, ইঁদুরের উৎপাতে দিশেহারা কৃষক
খুলনার কয়রা উপজেলা কৃষি বিভাগ প্রতি বছরের মতো এবারও ১১ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত মাসব্যাপী ইঁদুর নিধন অভিযান শুরু করেছে। কিন্তু এখন পর্যন্ত এ একটা ইঁদুর ও ধরতে পারেননি তারা। এই অভিযান কাগজে - কলমে থাকলেও মাঠ পর্যায়ে বাস্তবে তার অস্তিত্ব নেই বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। বর্তমানে উপজেলায় ইঁদুরের উৎপাতে দিশেহারা কৃষক।
গত ২৫ অক্টোবর উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভার মধ্যে দিয়ে অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস। কিন্তু এই ইঁদুর নিধন কার্যক্রমের অভিযান শুধু উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে সীমা বদ্ধ রয়েছে। ইঁদুর নিধন অভিযান বাস্তবে কখনও হয়নি, তেমনি কোথাও কোনো কৃষকের কাছে বিতরন করা হয়নি ইঁদুর নিধনের ফাঁদ ও ঔষধ। অভিযানের মাসে সুনির্দিষ্ট কোন এলাকায় ইঁদুর নিধন করতেও কেউ দেখেননি। উপজেলার আমাদী, বাগালী, মহারাজপুর, মহেশ্বরীপর, কয়রা সদর, উত্তর বেদকাশী, দক্ষিণ বেদকাশী ইউনিয়নের প্রায় সব এলাকাতেই ইঁদুরের উৎপাত দেখা দিয়েছে। মাঠের পর মাঠ ধান ইঁদুরে কেটে সাবাড় করে দিচ্ছে। কৃষকরা বিভিন্ন ধরনের ঔষধ প্রয়োগ থেকে শুরু করে নানা পদক্ষেপ নিলেও ইঁদুর নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। কৃষকরা বিভিন্ন ধরনের পদ্ধতি ব্যবহার করে ইঁদুর দমনের চেষ্টা করছেন;কিন্তু আদতে কোন কাজে আসছে না এসব চেষ্টা। এতে ধানের ফলনের বিপর্যয়ের আশঙ্কা করছেন তারা।
আমাদীর কৃষক আয়ুব মোড়ল বলেন, গত মৌসুমে ধানের দাম ভাল পাওয়ায় এবারও এ মৌসুমে ধান চাষে আগ্রহী হয়ে উঠি। কিন্তু ইঁদুর আমার ৪ বিঘা জমির ধান গাছ কেটে শেষ করে দিচ্ছে। তিনি বলেন, যে যা বলছে সে মোতাবেক ঔষধ দিচ্ছি। তাতেও কোন কাজে আসছে না। ফলিথিন বেঁধে দিয়েছি তাঁতে ও কোন ফল পাইনি। ধানের বাপ্পার ফলন হতো,কিন্তু ইঁদুরের যে ভাবে উৎপাত তাতে আশা ছেড়ে দিয়েছি।
উত্তর বেদকাশীর কৃষক রমেশ বলেন,ইঁদুর তার আমন ধানও নষ্ট করতে শুরু করেছে। এবার আমন ধানের চাষ যারা করছেন,তাদের ক্ষতি হয়েছে বেশি। তিনি বলেন, শুধু আমি না উপজেলায় যত কৃষক আছেন,প্রত্যেকই ইঁদুরে উৎপাতে কম- বেশি ক্ষতিগ্রস্ত। না প্রকাশে অনিচ্ছুক একাধিক কৃষক ইঁদুর দমন অভিযানকে হাস্যকর বলে মন্তব্য করে বলেন,উপজেলা চত্বরে ব্যানার করে আলোচনা সভা করে কাগজ কলমে ইঁদুর নিধন অভিযান করলে মাঠের ইঁদুর যাবে না। এ জন্য কৃষককে আর্থিকভাবে অথবা প্রয়োজনীয় উপকরণ দিয়ে প্রশাসনকে এগিয়ে আসতে হবে। ইঁদুর নিধনের উপকরণ বিতরণে সরকারী কোন বরাদ্ধ না থাকায় শুধু পরামর্শে এ অভিযান চলছে বলে স্বীকার করছে উপজেলা কৃষি বিভাগ।
উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা অনুতাম সরকার বলেন, প্রায় ১৪ হাজার হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। ফসলেন বর্তমান অবস্থা ভাল। কোথাও কোথাও ইঁদুরের আক্রমণ দেখা দিয়েছে। আমরা কৃষকের পরামর্শ দেয়া অব্যাহত রেখেছি। মাস ব্যাপী ইঁদুর নিধন অভিযান বিষয়ে বলেন,ইঁদুর নিধনে কৃষকের সরকারীভাবে কোন তেমন কোন বরাদ্ধ দেইনি। প্রতিবছর ইঁদুর নিধনের জন্য সরকারী ভাবে ৪ হাজার টাকা বরাদ্ধ পাওয়া যায়। এতে কৃষককে উপকরণ দেয়া সম্ভব নয়।তাই কৃষককে ইঁদুর দমন বিষয়ে নিয়মিত পরামর্শে দিয়ে যাচ্ছি।
এমএসএম / এমএসএম
কোচিং থেকে প্রেম, এরপর বিয়ে-ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মিলল ইভার লাশ
বাকেরগঞ্জে মিথ্যা মামলা থেকে অব্যাহতি চেয়ে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন
ঈশ্বরদীতে ট্রেনে কেটে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু
মসজিদের খতিব–ইমাম–মুয়াজ্জিনদের সুরক্ষায় নীতিমালা চূড়ান্তঃ কুমিল্লায় ধর্ম উপদেষ্টা
মেহেরপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পুনঃবিবেচনার দাবিতে গণজমায়েত
চর ওয়াশপুর প্রাথমিক বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর করেন জাতীয় বীর আমান উল্লাহ আমান
গাজীপুরের রাজনীতিতে ঝড় তুললেন ইরাদ সিদ্দিকী
ধুনটে বালুবাহী দুই ট্রাকের চাপে অটোরিকশাচালক নিহত
পটুয়াখালী প্রেসক্লাবের হীরক জয়ন্তী পালন
হৃদরোগে আক্রান্ত হয়ে চিলমারী মডেল থানার এসআই আসাদুজ্জামানের আকস্মিক মৃত্যু
কোম্পানীগঞ্জে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সম্মাননা ও সহায়তা প্রদান
দুমকিতে সশস্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
দুমকিতে গাভী লুটপাটের অভিযোগ 'মিথ্যা', দাবি করে সংবাদ সম্মেলন
Link Copied