ঢাকা বৃহষ্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

কষ্টের তাড়নায় আশ্রয়ণ ছেড়ে চলে গেছে অনেক পরিবার


নজরুল ইসলাম শরীফ, মোড়েলগঞ্জ photo নজরুল ইসলাম শরীফ, মোড়েলগঞ্জ
প্রকাশিত: ৮-৬-২০২১ দুপুর ১১:৫৬

অভাব আর দুঃখ-কষ্টে ভরা যাদের জীবন তাদের আবার কথা কী? তারপরও জীবনযুদ্ধে থেমে নেই দিনমজুর শ্রেণির মানুষ। মাথা গো‍ঁজার একটু ঠাঁই মিলেছিল এই আশ্রয়ণে। পৈত্রিক কোনো ভিটেমাটি নেই তাদের। পরিবার-পরিজন নিয়ে এই আশ্রয়ণে তাদের বসবাস। এমন একটি আশ্রয়ণ কেন্দ্র দড়াটানা নদীর শাখা নদীর তীরবর্তী বাগেরহাটের মোড়েলগঞ্জের তেলিগাতি ইউনিয়নের হেড়মা মিস্ত্রীডাঙ্গা আশ্রয়ণ কেন্দ্র। 

সরেজমিন জানা গেছে, ২০০৭ সালে ঘূর্ণিঝড় সিড়র পরবর্তীতে সরকারিভাবে চার এর জমির ওপর এ আশ্রয়ণ কেন্দ্রটি নির্মিত হয়। দুটি ব্যারাকে ৯০টি পরিবারের বসবাস। পরবর্তীতে অনেকে অভাবের তাড়নায় কর্মসংস্থানের তাগিদে অন্যত্র চলে গেছেন। অবস্থান করছেন বিভিন্ন শহরে। 

এই ‍আশ্রয়ণ কেন্দ্রে খাবার পনির জন্য রয়েছে মাত্র টারটি টিউবওয়েল। স্যানিটারি ল্যাট্রিন দিলেও পরবর্তীতে তা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। দুটি টিউবওয়েল চুরি হয়ে যায়, বাকি দুটি অকেজো অবস্থায় পড়ে রয়েছে। প্রাকৃতিক দুর্যোগ বা সামান্য বৃষ্টি হলেই দুশ্চিন্তার অন্ত থাকে না এ আশ্রয়ণের বাসিন্দাদের। অতিরিক্ত জোয়ারের পানিতে দিনে-দুবার ভাসতে হয় তাদের। 

আশ্রয়ণ কেন্দ্রটি নির্মিত হওয়ার পর থেকেই আজ পর্যন্ত হয়নি কোনো সংস্কার। পলেস্তরা খসে ভেঙে পড়েছে পিলার। ঘূর্ণিঝড় আইলা, বুলবুল সর্বশেষ ইয়াসে উঠিয়ে নিয়েছে অনেক কক্ষের টিনের চালা। কোনোমতে পলিথিন টাঙিয়ে বর্তমানে বসবাসকৃত ২৫টি পরিবারের ছেলে-মেয়ে ও পরিজন নিয়ে দিন কাটছে।

কথা হয় আশ্রয়ণের বাসিন্দা বৃদ্ধা সাফিয়া বেগম (৭০), জাহানারা বেগম (৩৫), ফজলুর রহমান খান (৫৫), পাখি বেগম (৪৫), মালেক হাওলাদার (৬০), কামাল হাওলাদার (৬৫), ছালাম শেখসহ (৫০) একাধিক বাসিন্দার সাথে। তারা জানান, আমাদের মতো অভাগীদের দুঃখের কথা কেউ শোনে না। ৭ দিন ধরে চুলা জ্বলেনি। অতিরিক্ত জোয়ারের পানিতে হাঁটুপানি থাকে ঘরের মধ্যে। বন্যা এলে ২-৩ গ্রামের মধ্যে নেই কোনো আশ্রয়ণ বা সাইক্লোন শেল্টারের মতো পাকা ভবন। দুই কিলোমিটার হেঁটে খাবার পানি সংগ্রহ করতে হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আশ্রয়ণ কেন্দ্রটি সংস্কারসহ একটি সাইক্লোন শেল্টার নির্মাণ করে আমাদের বসবাসের সুযোগ করে দেয়ার জন্য করার জোর দাবি জানাচ্ছি।

৭ ও ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য সাইফুল ইসলাম ও ফজলুর রহমান বলেন, আশ্রয়ণ কেন্দ্রটি নির্মাণের পরে আর কোনো সংস্কার হয়নি। জরুরিভিত্তিতে এটি সংস্কার হওয়া প্রয়োজন। 

এ সর্ম্পকে ইউপি চেয়ারম্যান মোরশেদা আক্তার বলেন, নদীতীরবর্তী তিনটি ওয়ার্ডে প্রায় ৫ হাজার লোকের বসবাস। প্রাকৃতিক দুর্যোগের মুহূর্তে ১০ কিলোমিটার হেঁটে নিরাপত্তার জন্য সাইক্লোন শেল্টারে যেতে হয় এ অঞ্চলের বাসিন্দাদের। একটি সাইক্লোন শেল্টারের জন্য ইতিপূর্বে স্থানীয় সংসদ সদস্য, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। আশ্রয়ণ কেন্দ্রটি জরুরিভিত্তিতে সংস্কার না হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। স্থানীয়দের দাবি এ আশ্রয়ণটি পুনঃনির্মাণের। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন বলেন, তেলিগাতি আশ্রয়ণ প্রকল্পের জরাজীর্ণ বিষয়টি শুনেছি। শুধু তেলিগাতি আশ্রয়ণ কেন্দ্রটি নয়, সব আশ্রয়ণ কেন্দ্র সংস্কারের জন্য জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের দপ্তরে তালিকা প্রেরণ করা হবে।

এমএসএম / জামান

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের প্রাণিসম্পদ সপ্তাহ, প্রদর্শনী এর উদ্বোধন ও দিনব্যাপী প্রশাসনিক কার্যক্রম

ধামইরহাটে ইউনিয়ন পর্যায়ে জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা যাচাই কর্মশালা অনুষ্ঠিত

বালাগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত

বরিশাল ৩নং আসনে তৃণমুলের পছন্দের প্রার্থী আঃ ছত্তার খান

বাঁশখালীর সেই ভেঙে পড়া কালভার্ট নিজস্ব অর্থায়নে মেরামত করে দিলেন গণ্ডামারা ইউপি চেয়ারম্যান

কাউনিয়ায় আমন মৌসুমের ধান ও চাল ক্রয় কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু

রাজশাহী-১ আসনে ভোটের মাঠে জনপ্রিয়তার শীর্ষে অধ্যাপক ড. আব্দুর রহমান মুহসেনী

ফ্যাসিস্ট,চাঁদাবাজ,জুলুমবাজদের আর ছাড় দেয়া হবেনাঃ ডাকসু ভিপি সাদিক কায়েম

আদমদীঘিতে জাতীয় প্রানি সপ্তাহ উপলক্ষ্যে প্রানি সম্পদ প্রদর্শনী

হাটহাজারীতে প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

নড়াইলে সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এসআই আমির হোসেন ও এএসআই রুহুল আমিন

পাবিপ্রবির শিক্ষার্থীদের জন্য ‘উচ্চ শিক্ষায় মানসিক চাপ নিয়ন্ত্রণ কৌশল’ শীর্ষক কর্মসূচি ও রিসার্চ মেথোডলোজি বিষয়ে প্রশিক্ষণ

ধামইরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে উদ্বোধনী প্রদর্শনী মেলায় দুম্বা প্রদর্শন