ফরিদপুরে উপজেলা আওয়ামী লীগ নেতার দাঁত ভেঙ্গে দিলো ইউপি আ'লীগ নেতা
ফরিদপুরের ভাঙ্গায় দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তার অনুসারীদের হামলায় গুরুতর আহত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। হামলা চালিয়ে উপজেলা আওয়ামী লীগের ওই নেতাকে গুরুতর আহত করার পাশাপাশি তার একটি দাঁত ভেঙ্গে দেওয়া হয়।
সরেজনে গেলে জানা যায়, সোমবার (১ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সামনে তুজারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসলাম ও তার অনুসারীদের হামলায় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা গুরুতর আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ফরিদপুরের ভাঙ্গা উপজেলা কমপ্লেক্সের চিকিৎসক মঈনুদ্দিন আহম্মেদ সেতু জানায়, তার মুখে জোড়ে আঘাত লাগার কারনে তার একটি দাঁত ভেঙ্গে গেছে। মুখের ভেতরে একাধিক সেলাই দিতে হয়েছে। এদিকে অভিযুক্ত আসলাম জানান, সকালে আমি ও তুজারপুর ইউপি নির্বাচনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী হাবিব ভাইকে সাথে নিয়ে উপজেলায় এসেছি নমিনেশন ফরম জমা দিতে। সবাই যখন আওয়ামী লীগ অফিসে বসা তখন আমাকে উদ্দেশ্যে করে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা খারাপ মন্তব্য করেন। এতে স্থানীয় নেতা-কর্মীরা উত্তেজিত হয়ে তার উপর হামলা চালায়।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা জানান, তুজারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসলাম ইউপি নির্বাচনে তুজারপুর হতে চেয়ারম্যান পদে নমিনেশন চেয়েছিলেন। কেন্দ্রীয় নেতাদের সিদ্ধান্তে তাকে না দিয়ে হাবিব নামের একজনকে নমিনেশন দেওয়া হয়েছে। এরপর হতেই আসলাম আমার উপর ক্ষিপ্ত ছিল। তারই জের ধরে সোমবার দুপুরে উপজেলার সামনে অবস্থিত আওয়ামী লীগের অফিসে আমি গেলেই পূর্ব পরিকল্পিত ভাবে আসলাম ও তার অনুসারীরা আমার ওপর অতর্কিত হামলা চালায়।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মিরন হাওলাদার জানান, এমন হামলার ঘটনা খুবই দুঃখজনক। এতে করে দলের ভেতরের শৃঙ্খলা নষ্ট হয়। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে ভাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বিকাশ চন্দ্র জানান, খবর পেয়ে আমরা তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ করি। এখন পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ জমা পড়েনি। পরবর্তীতে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে ইউনিয়ন পর্যায়ে জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা যাচাই কর্মশালা অনুষ্ঠিত
বালাগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত
বরিশাল ৩নং আসনে তৃণমুলের পছন্দের প্রার্থী আঃ ছত্তার খান
বাঁশখালীর সেই ভেঙে পড়া কালভার্ট নিজস্ব অর্থায়নে মেরামত করে দিলেন গণ্ডামারা ইউপি চেয়ারম্যান
কাউনিয়ায় আমন মৌসুমের ধান ও চাল ক্রয় কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু
রাজশাহী-১ আসনে ভোটের মাঠে জনপ্রিয়তার শীর্ষে অধ্যাপক ড. আব্দুর রহমান মুহসেনী
ফ্যাসিস্ট,চাঁদাবাজ,জুলুমবাজদের আর ছাড় দেয়া হবেনাঃ ডাকসু ভিপি সাদিক কায়েম
আদমদীঘিতে জাতীয় প্রানি সপ্তাহ উপলক্ষ্যে প্রানি সম্পদ প্রদর্শনী
হাটহাজারীতে প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন
নড়াইলে সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এসআই আমির হোসেন ও এএসআই রুহুল আমিন
পাবিপ্রবির শিক্ষার্থীদের জন্য ‘উচ্চ শিক্ষায় মানসিক চাপ নিয়ন্ত্রণ কৌশল’ শীর্ষক কর্মসূচি ও রিসার্চ মেথোডলোজি বিষয়ে প্রশিক্ষণ
ধামইরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে উদ্বোধনী প্রদর্শনী মেলায় দুম্বা প্রদর্শন