ফরিদপুরে আতংকে এলাকার সাধারণ ভোটাররা
আগামী ১১ নভেম্বর ফরিদপুর জেলার নগরকান্দা ও সালথা উপজেলার ১৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে পক্ষ-বিপক্ষে চলছে ভোট চাওয়া, গ্রামে গ্রামে গিয়ে ভোট প্রার্থনা করছেন নির্বাচনে অংশগ্রহণকারীর সমর্থকরা। কিন্তু অভিযোগ উঠছে, নৌকার প্রতীকের সমর্থকরা স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের নির্বাচনে ভোট প্রার্থনায় বাধা ও ভয়ভীতি দেখাচ্ছে। কিছু কিছু ইউনিয়নে চলছে ধাওয়া-পাল্টা ধাওয়া।
সম্প্রতি তালমা ইউনিয়নের রসুলপুর, রামনগর ইউনিয়ন, কালীখোলা, শহীদনগর কোদালীয়া, চরযোশরদী ইউনিয়নের মেঘার কাজী এলাকাসহ বিচ্ছিন্ন্ ভাবে চলছে নির্যাতন। এ ধরনের নির্যাতন দেখে সাধারণ ভোটারা এখন আতংকে, ভয়ে কেউ মুখ খুলছে না। তবে ফরিদপুর জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন নিরপেক্ষ নির্বাচন করার জন্য সর্বচেষ্টা চালিয়ে যাচ্ছে। নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও ভয়ভীতির ঊর্ধ্বে রাখার জন্য সাম্প্রতি ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার ও পুলিশ সুপার আলীমুজ্জামান সালথা ও নগরকান্দার প্রার্থীসহ সাধারণ জনগনকে নিয়ে মতবিনিময় করেছেন। ওই মতবিনিময় অনুষ্ঠানে জেলা প্রশাসক ও পুলিশ সুপার নিরপেক্ষ প্রার্থীকে ভোট দেয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। এদিকে, ফরিদপুরের জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন আইন শৃংখলা নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে। অনিয়ম করলে কাউকে ছাড় দেয়া হবে না।
রামনগর ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী সাবেক আওয়ামী লীগ নেতা কাইমদ্দিন জানান, নৌকা প্রতীকের প্রার্থী মান্দার ফকিরের বাহিনী আমার সমর্থকদের মারধর করছে এবং ভয়ভীতি দেখাচ্ছে। চরযশোরদী ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আরিফুর রহমান জানান, তাকে নৌকার প্রতীকের সমর্থকরা প্রাণনাশের হুমকি দিচ্ছে। বাধ্য হয়ে নগরকান্দা থানায় সাধারণ ডায়েরি করেছি।
কাইচাইল ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মজিবুর রহমান ঠান্ডু জানান, দিন-রাত আতঙ্কের মধ্যে আছি। আমি আওয়ামী লীগ পরিবারের কিন্তু মনোনয়ন পেলাম না। অপরদিকে সালথা উপজেলার গোট্টি ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী ওলিয়র রহমান চয়ন ও খোরশেদ খান জানান, নৌকার প্রার্থীর সমর্থকরা আমাদের সমর্থক ও ভোটারদের ভোট না দেয়ার জন্য ভয়ভীতি দেখাচ্ছে। তারা আরো জানান, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন হলে আমরা নির্বাচিত হব।
এই বিষয়ে গোট্টি ইউনিয়নের নৌকা সমর্থিত প্রার্থী হাবিবুর রহমান লাভলু জানান, আমার সমর্থকরা কাউকে ভয়ভীতি দেখায়নি।
নৌকার সমর্থিত আটঘর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী শহিদুল হাসান সোহাগ, ভাওয়াল ইউনিয়নের ফারুকুজ্জান ফকির মিয়ার সাথে মুঠোফোনে নির্বাচনের বিষয়ে যোগাযোগ করলে তারার জানান, আমরা খুব ব্যস্ত আছি এবং মামার সাথে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে হয় বিধায় আপনাদের সাথে নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করব না।
এমএসএম / জামান
ধামইরহাটে ইউনিয়ন পর্যায়ে জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা যাচাই কর্মশালা অনুষ্ঠিত
বালাগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত
বরিশাল ৩নং আসনে তৃণমুলের পছন্দের প্রার্থী আঃ ছত্তার খান
বাঁশখালীর সেই ভেঙে পড়া কালভার্ট নিজস্ব অর্থায়নে মেরামত করে দিলেন গণ্ডামারা ইউপি চেয়ারম্যান
কাউনিয়ায় আমন মৌসুমের ধান ও চাল ক্রয় কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু
রাজশাহী-১ আসনে ভোটের মাঠে জনপ্রিয়তার শীর্ষে অধ্যাপক ড. আব্দুর রহমান মুহসেনী
ফ্যাসিস্ট,চাঁদাবাজ,জুলুমবাজদের আর ছাড় দেয়া হবেনাঃ ডাকসু ভিপি সাদিক কায়েম
আদমদীঘিতে জাতীয় প্রানি সপ্তাহ উপলক্ষ্যে প্রানি সম্পদ প্রদর্শনী
হাটহাজারীতে প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন
নড়াইলে সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এসআই আমির হোসেন ও এএসআই রুহুল আমিন
পাবিপ্রবির শিক্ষার্থীদের জন্য ‘উচ্চ শিক্ষায় মানসিক চাপ নিয়ন্ত্রণ কৌশল’ শীর্ষক কর্মসূচি ও রিসার্চ মেথোডলোজি বিষয়ে প্রশিক্ষণ
ধামইরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে উদ্বোধনী প্রদর্শনী মেলায় দুম্বা প্রদর্শন
হোসেনপুরে গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকদের সাথে নবাগত ডিসি মোহাম্মদ আসলাম মোল্লার মতবিনিময়
Link Copied