দাগনভূঞায় মাতুভূঞা ইসলামিয়া দাখিল মাদরাসার পকেট কমিটি নিয়ে নানান অভিযোগ

ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নে মাতুভূঞা ইসলামিয়া দাখিল মাদরাসায় ১৫ নভেম্বর ম্যানেজিং কমিটির নির্বাচন হওয়ার কথা। কিন্তু এর মধ্যে মাদরাসার সুপার ওমর রায়হান ও বর্তমান সভাপতি হারিছ আহমেদ মিজানের নামে পকেট কমিটি করার অভিযোগ ওঠে।
উল্লেখ্য, গত ২৫ অক্টোবর দাগনভূঞা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে তফসিল ঘোষণা করা হয়। এতে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্বে আছেন মাধ্যমিক শিক্ষা অফিসার আজিজুল হক। তফসিলে মনোয়নয়নপত্র গ্রহণ ও জমাদান ২৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর। মনোয়নয়নপত্র বাছাই ১ নভেম্বর। মনোয়নয়নপত্র প্রত্যাহার ৩ নভেম্বর। তফসিলে উল্লেখ ছিল, মাদরাসার সুপারের ম্যানেজিং কমিটির নির্বাচনের তফসিলটি বহুল প্রচারের ব্যবস্থা করার। কিন্তু বর্তমান কমিটির অভিভাবক সদস্যদের অভিযোগ, তারা নির্বাচন সম্পর্কে জানতেন না। মাদরাসার সুপার ২০২১-২২ সালের নির্বাচনের বিষয়ে তাদের মৌখিক বা লিখিত কোনোভাবেই জানাননি। স্থানীয় বাজারের ব্যবসায়ী কাছে জিজ্ঞাসা করলে তারার মাদরাসার ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পর্কে জানেন না বলে জানান। অনেক ব্যবসায়ীর সন্তান মাদরাসায় লেখাপড়া করে।
এ ব্যাপারে স্থানীয় জনসাধারণ, বর্তমান কমিটির সদস্য, দাতা সদস্য অনেকে অভিযোগ করেন, বর্তমান সভাপতি হারিছ আহমেদ মিজান ও মাদরাসার সুপারের যোগসাজশে পকেট কমিটি করার পাঁয়তারা চলছে। কারণ, এরমধ্যে চারটি নমিনেশনপত্র বিক্রি হয়েছে, তাও গোপনে। আবার যারা জেনেছে তাদের কাছেও বিক্রি করেনি। আরো অভিযোগ আছে, বর্তমানে যে কমিটির নির্বাচনের কথা সেখানে বর্তমান সভাপতি তার দুই পছন্দের প্রার্থীদের নিকট নিজে ফরম ক্রয় করে জমা দেন। আর একজন দাতা সদস্যর নামে সভাপতি ফরম কিনে জমা দেন। যে দুজন সদস্যদের নামে ফরম ক্রয় করেছে তাদের মধ্যে একজন ফটিক। তার মানসিক সমস্যা আছে। আর একজন মিজান মিস্ত্রি। সে রাজমিস্ত্রির কাজ করে। সেও শারীরিক প্রতিবন্ধী ও অশিক্ষিত। সে ইউনিয়ন পরিষদ থেকে পতিবন্ধীর ভাতা পায়। আর বর্তমান সভাপতি যখন গতবার নির্বাচিত হন তখন কমিটির সবার সাথে ওয়াদা করেছিলেন মাদরাসার নামে ৫ লাখ টাকা ব্যাংকে এফডিয়ার করবেন। কিন্তু কমিটির মেয়াদ শেষ হয়ে গেলেও এখনও তার ওয়াদার কথা রাখেননি। এ ব্যাপারে কমিটির সদস্যরা জিজ্ঞাসা করলে এড়িয়ে যেতেন। এ কারণে বর্তমান সদস্যদের বাদ দিয়ে গোপনে কমিটি করার চেষ্টা করছেন।
এই নির্বাচন সম্পর্কে বর্তমান কমিটির ৩নং অভিভাবক সদস্য মোয়াজ্জেম হোসেন আমাদের প্রতিবেদকের কাছে স্বাক্ষর সংবলিত লিখিত বক্তব্যে বলেন, মাদরাসায় মাসিক মিটিংয়ের কথা বলে আমার কাছ থেকে স্বাক্ষর নিয়ে আসে। কিন্তু ম্যানেজিং কমিটির নির্বাচনের কথা আমাকে বলেনি। পরে শুনি আমাকে অভিভাবক সদস্য থেকে বাদ দেয়া হয়েছে। আমি এই নির্বাচন মানি না। এটা একটা পকেট কমিটি।
অনুরূপভাবে হাই সেকশনের ২নং সদস্য শাহাদাত হোসেন স্বাক্ষর সংবলিত লিখিত বক্তব্যে বলেন, আমি নির্বাচন সম্পর্কে জানি না। মিটিংয়ের কথা বলে আমার কাছ থেকে স্বাক্ষর নেয়। নির্বাচনের কথা আমাকে মাদরাসার এক শিক্ষক মনোয়নয়নপত্র জমাদান সময়ের একদিন আগে বলেন। পরে আমি সদস্য ফরমের জন্য গেলে আমাকে বলে ফরম বিক্রি শেষ। আমার কাছে ফরম বিক্রি করেনি। আমরা এই নির্বাচন মানি না। আমরা এই নির্বাচন প্রত্যাহার চাই। এটা একটা পকেট কমিটি।
মাদরাসার সুপার ওমর রায়হানের কাছে এসব অভিযোগের ব্যাপারে তার বক্তব্য নিতে গেলে তিনি বলেন, আমি নোটিস বোর্ডে তফসিল দিয়েছি। ছাত্র-ছাত্রীদেরকে ক্লাসে নির্বাচন সম্পর্কে মৌখিকভাবে বলেছি। তিনি প্রতিবেদককে প্রচারের আর কোনো তথ্য দিতে পারেননি। তিনি বলেন, নির্বাচন সম্পর্কে আমাদের মিটিং হয়েছে। সকলের অভিযোগ তিনি অস্বীকার করেন।
মাতুভূঞা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন বলেন, মাদরাসাটি আমার ইউনিয়ন পরিষদের পাশেই। প্রত্যেকবার মাদরাসার ম্যানেজিং কমিটির নির্বাচনের ব্যাপারে আমাকে চিঠি দিয়ে জানানো হয়। কিন্তু এবারে মাদরাসার নির্বাচন সম্পর্কে আমি কিছু জানি না। আমি আপনার কাছ থেকে এইমাত্র শুনলাম। আমি চাই সকলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন। শিক্ষিতকরণ করার জায়গায় যেন শিক্ষিত সমাজ দিয়ে পরিচালিত হয়। কোনো অশিক্ষিত দুষ্কৃতকারীর মাধ্যমে যেন মাদরাসা পরিচালিত না হয়।
নির্বাচনের প্রিসাইডিং অফিসার ও মাধ্যমিক শিক্ষা অফিসার আজিজুল হক বলেন, অভিযোগের ব্যাপারে শুনেছি। তদন্ত করে সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।
দাগনভূঞা উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার তানিয়া বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে নির্বাচন বাতিল করে পুনরায় তফসিল ঘোষণা করা হবে।
এমএসএম / জামান

মিয়ানমারে পাচারকারে দুই কিশোর উদ্ধার, আটক এক রোহিঙ্গা পাচারকারী

উখিয়া ১ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার

নারী আইনজীবী অ্যাডভোকেট সারিকার মর্মান্তিক মৃত্যু

রাজশাহীতে ১০০ গ্রাম হেরোইনসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব-৫

রাঙামাটিতে পাহাড় নিধনে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন

কাউনিয়ায় জাল সার্টিফিকেট ব্যবহার করে স্কুল কমিটির সভাপতি হলেন বিএনপি নেতা

মুকসুদপুর প্রেসক্লাবের সদস্যদের মাঝে ত্রুেস্ট বিতরণ

মুরাদনগরে প্রশাসনের অভিযানের ক্ষতি নেই ড্রেজার ব্যবসায়ীদের

ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রয়াত আমিনুর রহমান টুকু স্মরণে দোয়া মাহফিল

হাতিয়ায় ঋণ না পেয়ে হীড সংস্থার কার্যালয়ে এক ব্যবসায়ীর বিষপানে আত্মহত্যার অভিযোগ

লোহাগাড়ায় সাউথইস্ট ব্যাংকের স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

ফরিদপুরে অবরোধ, দুই মহাসড়কে ২৩ কিলোমিটার যানজট
