ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

কয়রায় লবন পানির চিংড়ী ঘের বন্ধ করতে সকলকে এগিয়ে আসতে হবে


সম্রাট, কয়রা photo সম্রাট, কয়রা
প্রকাশিত: ৮-১১-২০২১ রাত ৮:৪৩

কয়রা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ রক্ষা করতে লবণ পানির চিংড়ী ঘের বন্ধ করতে সকলকে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। সোমবার (৮ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা ও মাসিক সাধারণ সভায় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু উপস্থিত সকলের প্রতি এ আহবান জানান। জানা গেছে, সংসদ সদস্যের আহবানের স্বপক্ষে সকল ইউপি চেয়ারম্যান, উপজেলা প্রশাসন একমত পোষণ করে আগামী বছরের শুরু থেকেই এ বিষয়ে কঠোর হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সভায় আলোচনার অধিকাংশ সময় বেড়িবাঁধ রক্ষা নিয়ে আলোচনান্তে বেড়িবাঁধের তলে পাইপ ঢুকিয়ে লবণ পানি তোলা বন্ধ করতে পানি উন্নয়ন বোর্ডকে জরুরি পদক্ষেপ নিতে বলা হয়েছে। এছাড়া রাস্তার পাশে ১০ ফুট দুরত্বে রিং বাঁধ দিয়ে মাছ চাষ করার জন্য ইউপি চেয়ারম্যানদের নিজ নিজ এলাকায় প্রচারের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় একাধিক সদস্য জানায়, বেড়িবাঁধে কাজ করার আগেই কতিপয় সাংবাদিক দূর্নীতির খবর প্রকাশ করায় বেড়িবাঁধের কাজ বাঁধা গ্রস্থ হয়। সভার প্রধান উপদেষ্ঠা কয়রা-পাইকগাছার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেন, আগামী ২০২২ সালের শুরু থেকে ৭ টি ইউনিয়নে লবন পানি তুলে কেউ মৎস্য ঘের করতে পারবেনা। তবে মিষ্টি পানির মৎস্য ঘের করা হলে একই জমিতে ধান চাষ করা সম্ভব। তিনি আরও বলেন, লবণ পানির চিংড়ী ঘেরের আশেপাশে কোন গাছ গাছালি বাঁচে না এবং সেই এলাকা মরুভুমির মত দেখা যায়। এছাড়া এলাকায় পরিবেশের মারাত্মক ক্ষতির পাশাপাশি রাস্তাঘাট নির্মাণ কাজে বাঁধাগ্রস্থ সহ অনেক উন্নয়ন কাজ পিছিয়ে পড়ে। সভায় সংসদ সদস্যের বক্তব্যের সাথে সকল ইউপি চেয়ারম্যান পুলিশ প্রশাসন সহ সভার অন্যান্য সদস্যরাও উপজেলার উন্নয়ন ও পরিবেশের স্বার্থে একমত পোষণ করেন। উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম, সহকারি কমিশনার (ভুমি) এম সাইফুল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আলম ও কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন। এতে আরও বক্তব্য রাখেন নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম, মোঃ আব্দুল্যাহ আল মাহমুদ, আঃ সামাদ গাজী, জিয়াউর রহমান জুয়েল, প্রভাষক শাহনেওয়াজ শিকারী, সরদার নুরুল ইসলাম, মোঃ আছের আলী মোড়ল, পল্লী বিদুৎতের ডি,জি,এম এ সামাদ, প্রধান শিক্ষক খায়রুল আলম, স্যানিটারী ইন্সপ্যাক্টর নারায়ন চন্দ্র প্রমুখ।

এমএসএম / এমএসএম

কোচিং থেকে প্রেম, এরপর বিয়ে-ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মিলল ইভার লাশ

বাকেরগঞ্জে মিথ্যা মামলা থেকে অব্যাহতি চেয়ে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

ঈশ্বরদীতে ট্রেনে কেটে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু

মসজিদের খতিব–ইমাম–মুয়াজ্জিনদের সুরক্ষায় নীতিমালা চূড়ান্তঃ কুমিল্লায় ধর্ম উপদেষ্টা

মেহেরপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পুনঃবিবেচনার দাবিতে গণজমায়েত

চর ওয়াশপুর প্রাথমিক বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর করেন জাতীয় বীর আমান উল্লাহ আমান

গাজীপুরের রাজনীতিতে ঝড় তুললেন ইরাদ সিদ্দিকী

ধুনটে বালুবাহী দুই ট্রাকের চাপে অটোরিকশাচালক নিহত

পটুয়াখালী প্রেসক্লাবের হীরক জয়ন্তী পালন

হৃদরোগে আক্রান্ত হয়ে চিলমারী মডেল থানার এসআই আসাদুজ্জামানের আকস্মিক মৃত্যু

কোম্পানীগঞ্জে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সম্মাননা ও সহায়তা প্রদান

দুমকিতে সশস্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দুমকিতে গাভী লুটপাটের অভিযোগ 'মিথ্যা', দাবি করে সংবাদ সম্মেলন