ঢাকা মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

জহির উদ্দিন আলমগীর বিজিএপিএমইএর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-১১-২০২১ বিকাল ৫:৫৭

বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএপিএমইএ) পরিচালনা পরিষদের ২০২১-২২ ও ২০২২-২৩ মেয়াদের নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রথম ধাপে পরিচালক নির্বাচনের পর সোমবার (৮ নভেম্বর) নির্বাচন কমিশন সংগঠনের শীর্ষ ৫টি পদের নির্বাচনের ফল ঘোষণা করে। ঢাকায় সমিতির কার্যালয়ে নির্বাচন কমিশনে ৫টি শীর্ষ কর্মকর্তা পদে পাঁচটি মনোনয়নপত্র জমা পড়ে। এসব পদের বিপরীতে অন্য কোনো প্রতিদ্বন্দী না থাকায় নির্বাচন কমিশন বিনাপ্রতিদ্বন্দিতায় তাদের প্রাথমিকভাবে নির্বাচিত ঘোষণা করে।

বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টাস অ্যাসোসিয়েশনের নির্বাচনে ২০২১-২০২৩ দুই বছর মেয়াদে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ফেনী জেলার বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক, শিক্ষানুরাগী হৃদয় রিফাত ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কর্ণধার ও ফেনী ক্লাব ঢাকা লিমিটেডের সেক্রেটারি জহির উদ্দিন আলমগীর।

বিজিএপিএমইএ সভাপতি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন মতি, প্রথম সহ-সভাপতি মোহাম্মদ বেলাল, দ্বিতীয় সহ-সভাপতি একেএম মোস্তফা সেলিম এবং সহ-সভাপতি (অর্থ) পদে নির্বাচিত হয়েছেন মনির উদ্দিন আহমেদ।

ঢাকায় ১৬টি পরিচালক পদে বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হলেও গত ৬ নভেম্বর প্রতিষ্ঠার ৩০ বছরে চট্টগ্রামে প্রথমবারের মতো পরিচালক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। বন্দরনগরী চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে সংগঠনের ৫টি পরিচালক পদে ওই ভোট অনুষ্ঠিত হয়। সেদিন এতে মোট ১০৬ জন ভোটারের মধ্যে ৭৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে মোয়াজ্জেম হোসেন মতি ও মো. বেলাল-এর পরিষদ ৫৪টি ভোট পেয়ে নির্বাচিত হন। মোট ১১ জন প্রার্থী চট্টগ্রামে প্রতিদ্বন্দিতা করেন। সেখান থেকে নির্বাচিত হয়েছেন ৫ জন পরিচালক। বিজিএপিএমইএ পরিচালনা পরিষদ নির্বাচনে (২০২১-২০২৩) ঢাকায় ১৬ পরিচালক বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বিজিএপিএমইএ সূত্র জানায়, সংগঠনটির সংবিধান অনুযায়ী দুই বছর পরপর নির্বাচনের মাধ্যমে দুই বছর মেয়াদি ২১ সদস্যবিশিষ্ট কমিটি গঠনের বিধান রয়েছে। তবে এতদিন নিজেদের মধ্যে আলোচনা ও সমঝোতার মাধ্যমেই প্রতিনিধি নির্বাচিত হয়ে আসছিল। এ বছরও ঢাকায় ১৬ জন পরিচালক পদের বিপরীতে ৪২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এরমধ্যে ত্রুটির কারণে দুটি ফরম বাতিল হয়। তবে শেষ পর্যন্ত গণতন্ত্রকে দূরে ঠেলে বাকি ৪০ জনের মধ্যে আলোচনার মাধ্যমে ১৬ জনকে পরিচালক হিসেবে নির্বাচিত করা হয়।

এবার সমঝোতার মাধ্যমে ঢাকায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ১৬ জন পরিচালক হলেন- বিসমিল্লাহ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কর্ণধার মোজাহারুল হক শহিদ, আদজি ট্রিমসের শাহরিয়ার, টোয়াইস পলি ব্যাগ থ্রেড ইন্ডাস্ট্রিজের সালেহ আহমেদ বাবু, সেনজেন মেটাল লিমিটেডের ওমর ফারুক, ইউনিয়ন লেভেলের মো. মনিরুজ্জাম মোল্লা, সানস প্যাকেজিংয়ের একেএম মোস্তফা সেলিম, ক্লাসিক কার্টন লিমিটেডের মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন মতি, গোল্ডেন ক্রাউন প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের হাসানুল করিম তমিজ, শিমুলিয়া ফ্যাশন ওয়্যারের খান নজরুল ইসলাম হান্নান, এসএনডি স্কয়ার ইন্টারন্যাশনালের মো. সাইফুল ইসলাম সবুজ, নিক্সন বক্স ইন্ডাস্ট্রিজের মো. সুলতানুল ইসলাম তারেক, সেলিনা এ্যাকসেসরিজ লিমিটেডের মো. রফিকুল ইসলাম চৌধুরী, আর এসএস থ্রেডের মো. আবদুন নুর, এজেড ট্রিম লিমিটেডের মো. আতিকুর রহমান, প্যারামাউন্ড এ্যাকসেসরিজ লিমিটেডের মনির উদ্দিন আহমেদ এবং হৃদয় রিফাত ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জহির উদ্দিন আলমগীর।

৬ নভেম্বর চট্টগ্রামে সংগঠনের ইতিহাসে প্রথমবারের মতো ৫ জন পরিচালক নির্বাচিত হন। তারা হলেন- এবিএস কার্টন এন্ড এক্সেসরিজ ইন্ডাস্ট্রিজের মোহাম্মদ বেলাল, জেএসএন এন্টারপ্রাইজের মো. শহিদুল ইসলাম চৌধুরী, জাস এক্সেরিজ লিমিটেড এর মো. আবদুল ওয়াজেদ, প্রাইম লেবেল এন্ড এক্সেসরিজ এর মো. ইকবাল পারভেজ এবং মিলেনিয়াম এন্টারপ্রাইজের মো. এনামুল হক।

বর্তমানে ১ হাজার ৮০০ সদস্যের বিজিএপিএমইএর এই সংগঠনে নির্বাচনের মাধ্যমে ২১ সদস্যবিশিষ্ট কমিটি গঠিত হয়ে থাকে। এরমধ্যে একজন সভাপতি এবং একজন প্রথম সহ-সভাপতি। তিনজন সহ-সভাপতি আর বাকিরা পরিচালকের দায়িত্ব পালন করবেন।

এমএসএম / জামান

গুলশান ও তেজগাঁও শিল্প এলাকায় রাজউকের মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান

নীল অর্থনীতির স্বপ্নভঙ্গ: বিশ্বব্যাংকের হাজার কোটি টাকা ফেরত, উপকূলবাসী বঞ্চিত—ব্যর্থতার দায় কার?

রাজধানীতে বাসে চড়তে হলে কাটতে হবে ই-টিকেট

চাঁদার দাবিতে ব্যবসায়ীকে হত্যার হুমকি ডিএমপিতে অভিযোগ

নিটোরে বেগম খালেদা জিয়ার ভিত্তিপ্রস্তর পুনঃস্থাপন

এশিয়ান টিভির ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

জামায়াত–জমিয়ত ও মজলিস আমিরের আসনে প্রার্থী দেয়নি ইসলামী আন্দোলন

চলমান সংকট নিরসনে ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’র প্রস্তাবনা তুলে ধরে নারায়ণগঞ্জে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

চলমান সংকট নিরসনে ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’র প্রস্তাবনা তুলে ধরে নারায়ণগঞ্জে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

যমুনা ক্লাব লিমিটেডের শুভ উদ্বোধন ও কমিটি গঠন: সভাপতি বাচ্চু, সাধারণ সম্পাদক মোশারফ

আইকনিক লিডারশীপ অ্যাওয়ার্ড পেলেন৷ তিশা

লায়ন এইচ এম ইব্রাহিম ভূঁইয়া তৃতীয়বারের মতো সার্ক কালচারাল সোসাইটির সহ-সভাপতি নির্বাচিত

গাজীপুরে আইএসইউ’র উদ্যোগে এইচএসসি ও সমমান উত্তীর্ণ শিক্ষার্থীদের বর্ণিল সংবর্ধনা ১৯ জানুয়ারি