সোনারগাঁওয়ে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। উপজেলার জামপুর ইউনিয়নের মীরেরবাগ এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলাকারীরা ওই পরিবারের এক নারীকে শ্লীলতাহানি করে স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ ঘটনায় গতকাল মঙ্গলবার (৯ নভেম্বর) রাতে সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা গেছে, উপজেলার জামপুর ইউনিয়নের মীরেরবাগ এলাকায় মনির হোসেনের সঙ্গে পারিবারিক বিষয়াদি নিয়ে একই এলাকার মো. শাহজালালের বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে গত সোমবার সন্ধ্যায় শাহজালালের নেতৃত্বে আনোয়ার, সাইফুল ইসলাম, হালিমাসহ ১০-১২জনের একটি দল দা, ছেনদা, লোহার রডসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মনিরের বাড়িতে হামলা চালায়। এ সময় মনির হোসেন বাধা দিতে গেলে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে আহত করে। পরে মনিরের স্ত্রী সাদিয়া ও ভাইয়ের স্ত্রী সুমি আক্তার এগিয়ে এলে তাদেরও কুপিয়ে ও পিটিয়ে আহত করে। এছাড়াও সুমি আক্তারকে শ্লীলতাহানি করে একটি স্বর্ণের চেইন ও এক জোড়া কানের দুল ছিনিয়ে নিয়ে যায়। আহতদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে রাতেই সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় মনিরের বড় ভাই মো. শরিফ বাদী হয়ে মঙ্গলবার রাতে সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। বাদী শরিফ জানান, হামলাকারীরা এলাকায় দাঙ্গাবাজ, উচ্ছৃংখল ও সন্ত্রাসী প্রকৃতির। তারা প্রায় আমাদের পরিবারের সাথে তুচ্ছ ঘটনা নিয়ে বিভিন্ন প্রকার হুমকিসহ প্রাণনাশেরও হুমকি দেয়। এ নিয়ে তাদের সঙ্গে বিরোধ চলে আসছে। সোমবার তারা আমাদের পরিবারের ওপর হামলা চালিয়ে ৩ জনকে কুপিয়ে জখম করে।
অভিযুক্ত শাহজালালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।
সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, এ ঘটনায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
ধামইরহাটে ইউনিয়ন পর্যায়ে জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা যাচাই কর্মশালা অনুষ্ঠিত
বালাগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত
বরিশাল ৩নং আসনে তৃণমুলের পছন্দের প্রার্থী আঃ ছত্তার খান
বাঁশখালীর সেই ভেঙে পড়া কালভার্ট নিজস্ব অর্থায়নে মেরামত করে দিলেন গণ্ডামারা ইউপি চেয়ারম্যান
কাউনিয়ায় আমন মৌসুমের ধান ও চাল ক্রয় কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু
রাজশাহী-১ আসনে ভোটের মাঠে জনপ্রিয়তার শীর্ষে অধ্যাপক ড. আব্দুর রহমান মুহসেনী
ফ্যাসিস্ট,চাঁদাবাজ,জুলুমবাজদের আর ছাড় দেয়া হবেনাঃ ডাকসু ভিপি সাদিক কায়েম
আদমদীঘিতে জাতীয় প্রানি সপ্তাহ উপলক্ষ্যে প্রানি সম্পদ প্রদর্শনী
হাটহাজারীতে প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন
নড়াইলে সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এসআই আমির হোসেন ও এএসআই রুহুল আমিন
পাবিপ্রবির শিক্ষার্থীদের জন্য ‘উচ্চ শিক্ষায় মানসিক চাপ নিয়ন্ত্রণ কৌশল’ শীর্ষক কর্মসূচি ও রিসার্চ মেথোডলোজি বিষয়ে প্রশিক্ষণ
ধামইরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে উদ্বোধনী প্রদর্শনী মেলায় দুম্বা প্রদর্শন