ফরিদপুরে নিজে বিসর্জন হয়ে অন্যকে চেয়ারম্যান বানালেন আনোয়ার হোসেন
ফরিদপুরে সালথা উপজেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক ও আঃলীগ নেতা আনোয়ার হোসেন অনুষ্ঠেয় ১১ ই নভেম্বরের ইউপি নির্বাচনে ভাওয়াল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আঃলীগের পক্ষ থেকে মনোনয়ন চেয়েছিলেন কিন্তু মনোনয়ন বোর্ড আনোয়ার হোসেনকে মনোনয়ন না দিয়ে সালথা উপজেলা আঃলীগের সাধারন সম্পাদক ফারুকুজ্জামান (ফকির মিয়া)কে ভাওয়াল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আঃলীগের পক্ষ থেকে ইউপি নির্বাচনে মনোনয়ন দেয়া হয়।
আঃলীগ নেতা আনোয়ার হোসেন দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হয়ে মনোনয়ন পত্র জমা দেন । এতে ফকির মিয়ার ভাওয়াল ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হওয়া দুঃসাধ্য হয়ে পরে, কারন ভাওয়াল ইউনিয়নে জনপ্রিয়তার শীর্ষে আনোয়ার হোসেন ।
আঃলীগ নেতা আনোয়ার হোসেনের জনপ্রিয়তার শীর্ষে থাকার রহস্য রয়েছে। ঐ ভাওয়াল ইউনিয়নে আনোয়ার হোসেনের পিতা হারেজ মিয়া দীর্ঘ বছর চেয়ারম্যান ছিলেন । তিনি মারা যাবার পর আনোয়ার হোসেনের বড় ভাই দেলোয়ার হোসেন দীর্ঘ বছর ঐ ইউনিয়নের ও সালথা উপজেলার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন এবং সালথা উপজেলা আঃলীগের সভাপতি ।
স্থানীয় সুত্রে জানা যায় ,আনোয়ার হোসেন মাঠে থাকলে ভাওয়াল ইউনিয়নে ফারুকুজ্জামান (ফকির মিয়া)সর্বোচ্চ ৩শত থেকে ৫শত ভোট পাবে এবং এ অবস্থা বুঝতে পেরে কৌশলে কেন্দ্রীয় নেতাদের ম্যানেজ করে আনোয়ার হোসেনকে চাপ প্রয়োগ করে নির্বাচন থেকে সরে দাড়াতে বাধ্য করে । আনোয়ার হোসেন দলের স্বার্থে এবং কেন্দ্রীয় নেতাদের অনুরোধ বিবেচনা করে নির্বাচন থেকে সড়ে গিয়ে ফকির মিয়ার নির্বাচনে সার্বক্ষণিক সময় ব্যয় করেন । এলাকাবাসী ও ভোটাররা আনোয়ার হোসেনের অনুরোধে ফকির মিয়াকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেন।
এলাকাবাসীরা আরো জানান, আনোয়ার হোসেন নিজে নিঃস্বার্থ বিসর্জন দিয়ে আমাদেরকে অনুরোধ করে ফারুকুজ্জামান (ফকির মিয়া) কে ভোট দেবার জন্য। আমরা আনয়ার হোসেনকে ভালবাসি তাই তার অনুরোধে ফকির মিয়াকে ভোট দিতে সম্মত হই এবং চেয়ারম্যান নির্বাচিত করি । আমাদের দৃষ্টিতে এই কৃতজ্ঞতা কারো না শুধু আনোয়ার হোসেনের।
এই বিষয়ে সালথা উপজেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন জানান, আমি আঃলীগ পরিবারের সন্তান তাই দলের সিদ্ধান্ত মেনে নিয়ে নিজেকে বিসর্জন দিয়ে নির্বাচন থেকে সরে গিয়ে উপজেলা আঃলীগের সাধারন সম্পাদক ফকির মিয়াকে সমর্থন দিয়েছি ।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে ইউনিয়ন পর্যায়ে জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা যাচাই কর্মশালা অনুষ্ঠিত
বালাগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত
বরিশাল ৩নং আসনে তৃণমুলের পছন্দের প্রার্থী আঃ ছত্তার খান
বাঁশখালীর সেই ভেঙে পড়া কালভার্ট নিজস্ব অর্থায়নে মেরামত করে দিলেন গণ্ডামারা ইউপি চেয়ারম্যান
কাউনিয়ায় আমন মৌসুমের ধান ও চাল ক্রয় কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু
রাজশাহী-১ আসনে ভোটের মাঠে জনপ্রিয়তার শীর্ষে অধ্যাপক ড. আব্দুর রহমান মুহসেনী
ফ্যাসিস্ট,চাঁদাবাজ,জুলুমবাজদের আর ছাড় দেয়া হবেনাঃ ডাকসু ভিপি সাদিক কায়েম
আদমদীঘিতে জাতীয় প্রানি সপ্তাহ উপলক্ষ্যে প্রানি সম্পদ প্রদর্শনী
হাটহাজারীতে প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন
নড়াইলে সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এসআই আমির হোসেন ও এএসআই রুহুল আমিন
পাবিপ্রবির শিক্ষার্থীদের জন্য ‘উচ্চ শিক্ষায় মানসিক চাপ নিয়ন্ত্রণ কৌশল’ শীর্ষক কর্মসূচি ও রিসার্চ মেথোডলোজি বিষয়ে প্রশিক্ষণ
ধামইরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে উদ্বোধনী প্রদর্শনী মেলায় দুম্বা প্রদর্শন