ঢাকা রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

তানোরে আমন ধান কাটা শুরু


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ২০-১১-২০২১ দুপুর ৪:১৮
চলতি বছর বর্ষার আগেই বৃষ্টি শুরু হয়েছিল। অগ্রিম বৃষ্টি পেয়ে আমন চাষে মাঠে নেমে পড়েছিলেন কৃষকরা। তাই এবার একটু আগেই ধান ঘরে উঠবে কৃষকের। বরেন্দ্র অঞ্চলের মাঠে এখন সবুজ পাতার ফাঁকে কৃষকের সোনালি স্বপ্ন বাতাসে দুলছে। সোনালি ধানে ভরে উঠছে মাঠ। সেই সঙ্গে রঙিন হয়ে উঠছে প্রান্তিক কৃষকের স্বপ্ন। মাঠজুড়ে এখন সোনালি স্বপ্নের ছড়াছড়ি। বরেন্দ্রর মাঠগুলোতে যতদূর চোখ যায় চারদিকে সোনালি ফসলের সমারোহ।
 
চলতি কার্তিক মাসের মাঝামাঝি থেকে বরেন্দ্র অঞ্চলে অল্প পরিসরে সোনার ধান কাটা শুরু করছেন কৃষকরা। অগ্রহায়ণ মাস পড়লেই পুরোদমে আমন কাটা-মাড়াই শুরু করবেন বরেন্দ্র অঞ্চলের কৃষকরা।
 
এর আগে আমনের মাঝিামাঝি সময়ে নানান রোগবালা‍ই ও ইঁদুরের অত্যাচার এবং শেষদিকে এসে নিম্নচাপ ও প্রাকৃতিক দুর্যোগে আমন ক্ষেতের সামান্য ক্ষতি হলেও কৃষি অধিদপ্তর ও কৃষকদের চেষ্টায় সকল ক্ষতি কাটিয়ে উঠেছেন বরেন্দ্র অঞ্চলের কৃষকরা। এখন ফলন ভালো হবে এমন স্বপ্ন নিয়ে নতুন করে আশায় বুক বেঁধেছেন এ অঞ্চলের চাষিরা।
 
বরেন্দ্র অঞ্চলের কৃষকরা জানান, পুরো মাঠ এখন সোনালি রংয়ে সেজেছে। মাঠে গেলে বাতাসের দোলে সোনালি ধানের সুগন্ধীতে মনপ্রাণ জুড়িয়ে যাচ্ছে। অন্য যে কোনো বছরের চেয়ে চলতি বছর ধানের মাথা ভালো আছে। তাই বাম্পার ফলন হবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে বাজারে আমনের ভালো দামও রয়েছে।
 
রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরে তথ্যমতে, চলতি মৌসুমে রাজশাহী জেলায় আমনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭০ হাজার ২২৪ হেক্টর জমিতে। চাষাবাদ হয়েছে ৭৩ হাজার ৫২৩ হেক্টর জমিতে। এরমধ্যে পোকা দমনের পদ্ধতিতে পার্চিং-লগ, লাইন এবং ধ‍ইনচা গাছ লাগানো হয়েছে প্রায় ৪০ থেকে ৪৫ হাজার হেক্টর জমিতে। এছাড়াও রাজশাহী অঞ্চলের রাজশাহী, নওগাঁ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় আমন চাষাবাদ হয়েছে আরো ৩ লাখ ৫০ হাজার হেক্টরের উপরে।
 
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পাকড়ি গ্রামের কৃষক লতিফুর জানান, চলতি মৌসুমে ৯ বিঘা জমিতে সুমন স্বর্ণা জাতের ধান চাষাবাদ করেছেন। বর্তমানে তার ক্ষেতের ধানে পাক ধরেছে। গতকাল হতে ধান কাটা শুরু হয়েছে।
 
তানোর উপজেলার পাঁচন্দর গ্রামের কৃষক জামিনুর রহমান জানান, চলতি মৌসুমে ১৮ বিঘাতে আমন চাষাবাদ করেছেন। আমনের মাঝামাঝি সময়ে পোকা ও ইঁদুরের অত্যাচার ছিল এবং শেষ সময়ে প্রাকৃতিক দুর্যোগে তার আমন ক্ষেতের সামান্য ক্ষতি হয়েছে। তবুও সমস্যা নেই, কারণ অন্যসব বছরের চেয়ে এবার আমন ধানের শীষ ভালো আছে। ফলে বাম্পার ফলন হবে বলে আশা করা হচ্ছে।
 
তানোর উপজেলা কৃষি কর্মকর্তা সামিউল ইসলাম সকালের সময়কে জানান, এবার অগ্রিম বৃষ্টি পেয়ে কৃষকরা আগাম আমন রোপণ করেছিলেন। এর জন্য সকল প্রকার কৃষকদের সহযোগিতা করেছে কৃষি সম্প্রাসারণ অধিদপ্তর। চলতি মৌসুমে কৃষকরা স্বর্ণা-৫১, ব্রি ধান-৮৭ এবং বিনা ধান-১৭ জাতের আবাদ বেশি করেছেন। এসব ধান পানিসাশ্রয়ী ও উচ্চ ফলনসীল। এখন মাঠে মাঠে ধানের পাক ধরেছে। কিছু কিছু কৃষক অল্প পরিসরে ধান কাটা শুরুও করেছেন। অন্য যে কোনো বছরের চেয়ে এবার ফলন বেশি হবে বলে আশা করা হচ্ছে।

এমএসএম / জামান

জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে ৪ দিন ব্যাপি আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী এস এম জাহাঙ্গীরের মনোনয়নপত্র সংগ্রহ

বারহাট্টা জুড়ে বইছে নির্বাচনী হাওয়া, জনজরিপে এগিয়ে ডাঃ আনোয়ারুল হক

আত্রাইয়ের শুঁটকি বাজারজাত হচ্ছে দেশের বিভিন্ন জেলায়

অভয়নগরে নির্জন মাঠে মৎস্য ঘেরের পাড় থেকে মৎস্য ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

দারুস সুন্নাহ মাদরাসায় বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

কুমিল্লা বুড়িচংয়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, দুই ইটভাটা উচ্ছেদ

টাঙ্গাইলে একসঙ্গে মনোনয়নপত্র নিলেন দুই সহোদর সালাম পিন্টু ও সুলতান সালাউদ্দিন টুকু

পাটগ্রামের দহগ্রাম--আঙ্গরপোতা সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে এক বিএসএফ সদস্য আটক

ভূরুঙ্গামারীতে অবকাঠামো উন্নয়নে বদলে যাচ্ছে বাজারের চিত্র

সুবিপ্রবি অনুমোদিত স্থানে নির্মাণের দাবিতে যুক্তরাজ্যে স্মারকলিপি

দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে অষ্টগ্রাম উপজেলা বিএনপি নেতা মুর্শেদ-ই-কামালের শুভেচ্ছা

মনোহরগঞ্জে সেতু আছে রাস্তা নেই ৫০ হাজার মানুষের দুর্ভোগ -২০ বছরেও উদ্বোধন হয়নি কোটি টাকার সেতু