ঢাকা বৃহষ্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত


মো. আলী আবির  photo মো. আলী আবির
প্রকাশিত: ২০-১১-২০২১ রাত ৯:৪৬
কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শনিবার (২০ নভেম্বর) বিকেল ৩টায় বিজয়পুর হাই স্কুল মাঠে বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কর্মী সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আ হ ম মুস্তফা কামাল এমপি।
 
তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ আজ সমৃদ্ধির পথে। এ দেশের উন্নতির ম্যাজিক হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের উন্নতির আরেকটি ম্যাজিক হলো দেশের মানুষ। তারা কাঁধে কাঁধ মিলিয়ে অর্থনীতিকে সমৃদ্ধ করছে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সবার অংশগ্রহণে সমৃদ্ধির পথে বাংলাদেশ। আমরা সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জন করেছি। এ অবদান প্রধানমন্ত্রীর।
 
অর্থমন্ত্রী বলেন, স্বেচ্ছাসেবক লীগ ঐতিহাসিক সংগঠন। শুধু রাজনীতি করলে হবে না, আমাদের ওপর অনেক বড় দায়িত্ব। রাজনীতি ত্যাগের, মানুষকে ভালোবাসার। মানুষকে ভালোবাসতে হবে। মানুষকে স্বপ্নের কথা বলতে হবে। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল ভালো কাজই রাজনীতি। সাংস্কৃতিক ও সামাজিক মুক্তির স্বপ্ন দেখিয়েছেন বঙ্গবন্ধু। তিনি এ দেশের মানুষকে অনেক উঁচুতে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখতেন। সবাইকে সেই লক্ষ্যে কাজ করতে হবে।
 
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জননেতা নির্মল রঞ্জন গুহ। তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বাঙালির হাজার বছরের ঐতিহ্য। ঈদ, পূজা-পার্বন বাঙালির সকল ধর্মীয় উৎসব ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সকলে একসাথে পালন করতে চাই। অপশক্তি চক্র সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। বাঙালির ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। 
 
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জননেতা আফজালুর রহমান বাবু। তিনি বলেন, বঙ্গবন্ধু ‍এবং বাংলাদেশ এক ও অভিন্ন। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে অক্লান্ত পরিশ্রম করছেন। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উন্নীত করেছেন। সাম্প্রদায়িক মৌলবাদী অপশক্তি চক্র বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির বিরুদ্ধে মিথ্যা, গুজব, সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। সকলকে মৌলবাদী সাম্প্রদায়িক অপশক্তির অপতৎপরতা বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
 
তিনি ‍আরো বলেন, প্রচার-প্রচারণার সময় দেখা যায় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ছবি, পোস্টার ও ফেস্টুনের এক কোণে ক্ষুদ্র আকৃতির দিয়ে কতিপয় স্থানীয় নেতার ছবি বড় করে দিয়ে প্রচারণা চালানো হয়। এ ধরনের অপসংস্কৃতি বন্ধ করতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে যিনি মূল কাজটি করছেন তিনি আমাদের নেত্রী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। পোস্টার-ফেস্টুনে বঙ্গবন্ধু ও দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার ছবি বড় করে দিয়ে প্রচার-প্রচারণা চালাতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান তিনি। 
 
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি সালেহ মোহাম্মদ টুটুল, যুগ্ম-সাধারণ সম্পাদক একেএম আজিম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ হাওলাদার, উপ-ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক মূর্তুজা হায়দার শরীফ, সদস্য অ্যাড. জাহেদুল আলম, ডা. রাজীব সাহা।
 
সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফ উদ্দিন আহমেদ পাপ্পু। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মহসিন রহমান। উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আবু জাফর, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন সরকারসহ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

এমএসএম / জামান

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের প্রাণিসম্পদ সপ্তাহ, প্রদর্শনী এর উদ্বোধন ও দিনব্যাপী প্রশাসনিক কার্যক্রম

ধামইরহাটে ইউনিয়ন পর্যায়ে জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা যাচাই কর্মশালা অনুষ্ঠিত

বালাগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত

বরিশাল ৩নং আসনে তৃণমুলের পছন্দের প্রার্থী আঃ ছত্তার খান

বাঁশখালীর সেই ভেঙে পড়া কালভার্ট নিজস্ব অর্থায়নে মেরামত করে দিলেন গণ্ডামারা ইউপি চেয়ারম্যান

কাউনিয়ায় আমন মৌসুমের ধান ও চাল ক্রয় কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু

রাজশাহী-১ আসনে ভোটের মাঠে জনপ্রিয়তার শীর্ষে অধ্যাপক ড. আব্দুর রহমান মুহসেনী

ফ্যাসিস্ট,চাঁদাবাজ,জুলুমবাজদের আর ছাড় দেয়া হবেনাঃ ডাকসু ভিপি সাদিক কায়েম

আদমদীঘিতে জাতীয় প্রানি সপ্তাহ উপলক্ষ্যে প্রানি সম্পদ প্রদর্শনী

হাটহাজারীতে প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

নড়াইলে সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এসআই আমির হোসেন ও এএসআই রুহুল আমিন

পাবিপ্রবির শিক্ষার্থীদের জন্য ‘উচ্চ শিক্ষায় মানসিক চাপ নিয়ন্ত্রণ কৌশল’ শীর্ষক কর্মসূচি ও রিসার্চ মেথোডলোজি বিষয়ে প্রশিক্ষণ

ধামইরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে উদ্বোধনী প্রদর্শনী মেলায় দুম্বা প্রদর্শন