গোপালগঞ্জে হুফ্ফাজুল কোরআন হাফেজিয়া মাদরাসার উদ্বোধন
গোপালগঞ্জের কোটালীপাড়ায় হুফ্ফাজুল কোরআন সামছুল উলুম হাফেজিয়া মাদরাসার উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার (৯ জুন) বিকেল ৫টায় হাফেজ জসিমউদ্দিনের পরিচালনায় উপজেলার টুপরিয়া গ্রামে এ মাদরাসার উদ্বোধন করা হয়। মুফতি মাওলানা মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি গওহরডাঙ্গা দারুল উলুম মাদরাসার নায়েবে মুহতামিম হাফেজ মাওলানা মুফতি আব্দুর রউফ মাদরাসার উদ্বোধন ঘোষণা করেন।
এ সময় কাজুলিয়া ইসলামিয়া মাদরাসার পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, নায়েবে মুহতামিম মাওলানা ফারুক আহম্মেদ, ক্বারী ইমদাদুল হক, টুপরিয়া মহিলা মাদরাসার পরিচালক মাওলানা ইয়াহিয়্যাহ্, মাওলানা মনিরুজ্জামান, কুশলা ইউনিয়নের সদস্য নাসিম আহম্মেদ, নজরুল ইসলাম স্বপন, ইব্রাহিম শেখ, কোটালীপাড়া ইসলামী যুব আন্দোলনের সাধারণ সম্পাদক আমির হোসেন, মাওলানা মাসুদ, আবুল হোসেন সরদারসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান