ঢাকা শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

বিতর্কে জড়িয়ে পড়ছেন রাজশাহী অঞ্চলে মেয়ররা


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ৬-১২-২০২১ দুপুর ১২:৪১

রাজশাহী অঞ্চলের পৌর মেয়রগণ একের পর এক বিতর্কে জড়িয়ে পড়ছেন। জানা গেছে, রাজশাহীর তানোর পৌরসভায় প্রায় ৪ কোটি ১৫ লাখ টাকার একটি উন্নয়নকাজের দরপত্র আহ্বান করা হয়। কিন্তু এই পৌরসভার নিবন্ধিত ঠিকাদারদের লাইসেন্সের মেয়াদ আগেই শেষ হওয়ায় তারা টেন্ডার প্রক্রিয়ায় অংশ নিতে পারেনি। এতে প্রশ্ন উঠে তাহলে কাজ পাবে কে?

ঠিকাদারেরা বলছেন, মেয়র ইমরুল ৩০ লাখ টাকা আর্থিক সুবিধা নিয়ে তার পছন্দের লোক বদিকে নতুন করে লাইসেন্স দিয়ে কাজটি দিতে চান। তাই দরপত্র আহ্বান করার আগেই নিবন্ধিত ঠিকাদারেরা একাধিকবার লাইসেন্স নবায়নের জন্য গেলেও তা করে দেওয়া হয়নি। এ নিয়ে ঠিকাদারেরা বিভিন্ন দপ্তরে অভিযোগ করার পাশাপাশি উচ্চ আদালতে রিটপিটিশন করেন। গত ১৮ অক্টোবর ঠিকাদারেরা দ্বিতীয়বার লাইসেন্স নবায়নের জন্য পৌরসভায় যান। তখন মেয়র ইমরুল হকের সামনেই পৌরসভার এক কর্মী ঠিকাদারদের লাঞ্ছিত করে। শেষ পর্যন্ত লাইসেন্স নবায়ন করে না দেয়ায় ঠিকাদারেরা উচ্চ আদালতের দ্বারস্থ হন।

গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত পৌর নির্বাচনে নৌকা নিয়ে প্রথমবারের মতো মেয়র হন ইমরুল হক। এর কয়েক মাসের মধ্যেই তাকে নিয়ে উঠেছে নানা বিতর্ক। এছাড়াও মশক নিধন ও করোনা সামগ্রী বিতরণে অনিয়ম, মাদক, নারী কেলেঙ্কারি, অনুমতি ব্যতীত পৌরসভা চত্ত্বরের গাছ কাটা, সাংসদ ও উপজেলা চেয়ারম্যানের সঙ্গে সম্পর্কের অবনতি, কর্মচারী নিয়োগ এবং ইউপি নির্বাচনে নৌকার বিপক্ষে ভোট করার অভিযোগ উঠে তার বিরুদ্ধে। আবার এসব নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবরও প্রকাশ হয়েছে বলে একাধিক স‍ূত্র নিশ্চিত করেছে। তবে মেয়র ইমরুল হকের দাবি এসব  অভিযোগ অসত্য ও উদ্দেশ্যেপ্রণোদিত।

অন্যদিকে তানোরের মুন্ডুমালা পৌরসভার মেয়র সাইদুর রহমান গণশুনানি না করে একক ক্ষমতা বলে উচ্চ হারে পৌর কর বর্ধিত করেন এবং পৌরসভায় কোনো নাগরিক সেবা নিতে গেলে আগেই বাধ্যতামুলকভাবে বর্ধিত কর আদায় করা হয়। এতে পৌরবাসী ফুঁসে উঠে তাকে নিয়ে শুরু হয় সমালোচনার ঝড়। এমনকি এ ঘটনায় পৌরবাসী স্মরণকালের সর্ববৃহত মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও বিভিন্ন দপ্তরে স্মারকলিপিও দিয়েছেন।

পুঠিয়া পৌরসভার মেয়র আল মামুনের বিরুদ্ধে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। তার ব্যবসায়িক পার্টনার মনিরুজ্জামান আইনজীবী আজমত হোসাইনের মাধ্যমে ওই টাকা পরিশোধের জন্য মেয়রকে লিগ্যাল নোটিশও পাঠিয়েছেন। অন্যদিকে কাঁকনহাট পৌরসভার মেয়র একেএম আতাউর রহমান স্থানীয় সাংসদ ওমর ফারুক চৌধুরী ও সাবেক মেয়র আব্দুল মজিদের ঘাড়ে ভর করে নির্বাচিত হয়েছেন। কিন্তু নির্বাচিত হবার পরপরই সাংসদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন। এতে পৌরসভার উন্নয়ন কাজ স্থবির হয়ে পড়ে বলে মনে করছেন নাগরিকগণ। ফলে তাকে নিয়েও উঠেছে সমালোচনার ঝড়।

ওদিকে পবা উপজেলার কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননা করে কথা বলায় এরই মধ্যে দলীয় পদ হারিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন। তার বিরুদ্ধে একাধিক মামলাও হয়েছে। অপরদিকে নানা কারণে বিতর্কিত হয়েছেন বাঘা উপজেলার আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলী।

বিতর্কে পড়ে নিজের মেয়র পদটিও ধরে রাখতে পারেননি বাঘা উপজেলার আড়ানী পৌরসভা থেকে নির্বাচিত মুক্তার আলী। প্রথমবার আওয়ামী লীগের দলীয় প্রতীকে মেয়র হয়েছিলেন তিনি। পরের বার দলীয় মনোনয়ন না পেলেও প্রভাবশালী এক নেতার প্রশ্রয়ে ‘বিদ্রোহী’ প্রার্থী হয়ে মেয়র হন। এই নির্বাচনে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করার কারণে গত জুলাইয়ে এলাকার এক শিক্ষককে মারধর করেন দলবল নিয়ে গিয়ে। এর পরিপ্রেক্ষিতে ওই শিক্ষক মামলা করলে মুক্তারের বাড়িতে অভিযান চালায় পুলিশ। মেলে অবৈধ আগ্নেয়াস্ত্র, মাদক এবং কোটি টাকা। গ্রেপ্তার করা হয় স্ত্রী ও ভাতিজাকে। পরে গ্রেপ্তার হন মেয়র ও তাঁর ছেলে। এরপর স্থানীয় সরকার মন্ত্রণালয় মুক্তারকে সাময়িক বরখাস্ত করে। তিনি এখন কারাগারে। মুক্তারের বিরুদ্ধে পৌরসভায় লাখ লাখ টাকা নয়ছয়ের অভিযোগও আছে। এমনকি দুর্নীতি দমন কমিশন অভিযান চালিয়েছে পৌরসভায়।

এদিকে বিয়ের ‘খায়েশ’ মিটছেই না বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আবদুল মালেকের। ৪০ বছরের ঘরসংসার বাদ দিয়ে পরপর দুই অল্প বয়সী তরুণীকে বিয়ে করে সমালোচিত হন আওয়ামী লীগের এই নেতা। সর্বশেষ গত এপ্রিলে নূপুর আক্তার নামের এক তরুণীকে তৃতীয় বিয়ে করেন ৫৫ বছর বয়সী মালেক। তালাক দেন প্রথম স্ত্রী কোহিনূর বেগমকে। প্রথম স্ত্রী ও ছেলেকে বাড়িছাড়া করতে মেয়র মামলা করেন তাদের বিরুদ্ধে। গ্রেপ্তার হয়ে ছেলে জেলও খাটেন।

এর আগে গত বছরের মে মাসে এক নাবালিকাকে বিয়ে করে সমালোচনার মুখে পড়েন তিনি। তবে মেয়রের দাবি, ‘পরিস্থিতি’ তাঁকে বিয়ে করতে বাধ্য করছে। আবার গোদাগাড়ী পৌরসভার মেয়র মারা যাওয়ায় গত আগস্টে ভারপ্রাপ্ত মেয়র হন কাউন্সিলর মোহাম্মদ ওবাইদুল্লাহ। এরপরই তিনি পৌরসভার মাসিক সভা স্থগিত করে ঠিকাদারের সঙ্গে বেরিয়ে পড়েন প্রমোদভ্রমণে। সঙ্গে নেন সচিবকেও। কক্সবাজারে গিয়ে ওঠেন বিলাসবহুল রিসোর্ট হোটেল সি-গলে। ভারপ্রাপ্ত মেয়র, ভারপ্রাপ্ত সচিব ও ঠিকাদার আকবর আলী সুইমিং পুলে জলকেলি করছেন এমন ছবি ছড়িয়ে পড়ে ফেসবুকে। ওই সময় পৌরসভার ১২ কোটি টাকার একটি কাজ করছিল ঠিকাদার আকবর আলীর প্রতিষ্ঠান সোনিয়া এন্টারপ্রাইজ।

জানা গেছে, রাজশাহী অঞ্চলের পৌর মেয়ররা কেউ ক্ষমতার প্রভাব দেখাতে গিয়ে সমালোচিত হচ্ছেন আবার কেউ অনিয়ম, নৈতিক স্খলন কিংবা বেফাঁস মন্তব্যের কারণে বিতর্কে পড়ছেন। এ অবস্থায় জনপ্রতিনিধি নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন দেয়ার ক্ষেত্রে আরো বাছ-বিচার করার পরামর্শ দিয়েছেন বিশিষ্টজনরা। নানা কারণেই নির্বাচিত জনপ্রতিনিধিদের নৈতিক স্খলন ঘটছে বলে মনে করেন বিশিষ্টজনরা।

এদিকে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) রাজশাহী জেলার সভাপতি আহমেদ সফিউদ্দিন বলেন, জনপ্রতিনিধিদের হতে হয় অনেক বেশি দায়িত্বশীল। বর্তমানে তা দেখা যাচ্ছে না, আগে তো মানুষ জনপ্রতিনিধি হতো জনগণের হৃদয়ে স্থান নিতে। এখন সেই চর্চা নেই। কারণ, এখন মনোনয়ন দেয়ার ক্ষেত্রে রাজনৈতিক যোগ্যতার চেয়ে অন্য যোগ্যতা দেখা হয়। এটা থেকে বেরিয়ে আসতে হবে।

এমএসএম / জামান

নবীনগরে বন্ধুর হাতে বন্ধু খুন

ছাতকে হাজারো নেতা-কর্মীদের নিয়ে লিফলেট বিতরণ করেন মিজান চৌধুরী

কুড়িগ্রামে জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কুড়িগ্রাম সরকারি কলেজ

বেনাপোল বন্দরে অনিয়ম ও দুর্নীতি রোধে ম্যাজিস্ট্রেট নিয়োগ

এবার গনতন্ত্রের পথে এগিয়ে যাবার সুযোগ এসেছে: রাণীশংকৈলে মির্জা ফখরুল

প্রায় ১৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এলো চট্টগ্রাম ইপিজেডের আগুন

দুর্নীতির অভিযোগে সিকিউরিটি ইনচার্জ আল-আমিনকে চাকরিচ্যুত

শেরপুরের ঝিনাইগাতীতে মহারশি নদীতে স্থায়ী ও টেকসই বাঁধ নির্মাণের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ ও স্মারকলিপি প্রদান

চট্টগ্রাম ইপিজেড এর আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১০০ জন আনসার সদস্য

মসজিদে গিয়ে মুসল্লিদের মন জয় করলেন জেলা প্রশাসক গোপালগঞ্জ

নরসিংদীতে পারিবারিক বিরোধে পুত্রের বটির আঘাতে পিতা গুরুতর আহত, অভিযুক্ত আশিক গ্রেফতার

নেত্রকোনায় একুশে পদকপ্রাপ্ত খালেকদাদ চৌধুরীর স্মরণসভা অনুষ্ঠিত

‎আনোয়ারায় বন্দর-পশ্চিমচাল সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত