সুনামগঞ্জের সদরগড়ে দুপক্ষের ঝগড়ায় নিহত ১
সুনামগঞ্জ সদর উপজেলায় দুপক্ষের ঝগড়া থামাতে গিয়ে একপক্ষের লোকজনের কিল-ঘুষিতে এক সালিশ ব্যক্তিত্ব নিহত হয়েছেন। নিহতের নাম মো. তালিম উদ্দিন (৫৫)। তিনি সদর উপজেলার সুরমা ইউনিয়নের সদরগড় গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে। মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকেলে হত্যাকান্ডের ঘটনাটি ঘটে। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সদরগড় গ্রামের মৃত কালো মিয়ার ছেলে মো. পারুল মিয়া ও বদরুল মিয়ার ছেলে শাহ জামালের সাথে একই গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে জিহাদ মিয়া ও শাহিন মিয়ার ছেলে আরিফ মিয়ার কথা কাটাকাটির মধ্যে ঝগড়া-বিবাদ শুরু হলে তালিম মিয়া উভয়পক্ষকে নিবৃত করতে গেলে মো. পারুল মিয়া ও শাহ জামাল মিলে তাকে কিল-ঘুষি দেয়া শুরু করলে তালিম মিয়া ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানা যায়। এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।
এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সহিদুর রহমান জানান, আসামিদের ধরতে পুলিশের অভিযান চলছে।
এমএসএম / জামান