ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

সোনারগাঁওয়ে নৌকা প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে দুর্বৃত্তদের আগুন


রমজান হাসান, সোনারগাঁও  photo রমজান হাসান, সোনারগাঁও
প্রকাশিত: ২০-১২-২০২১ দুপুর ১:২৩

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামীলীগের নৌকা প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। রোববার মধ্য রাতে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের আনন্দবাজার দামোদরদী এলাকায় আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী  আল আমিন সরকারের নির্বাচনী এ ক্যাম্পে আগুন দেওয়া হয়। আগুনে ক্যাম্পে থাকা নৌকা প্রতীক পুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আল আমিন সরকারের বড় ভাই বাচ্চু সরকার বাদী হয়ে সোমবার সকালে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জানা যায়, উপজেলার বেদ্যেরবাজার ইউনিয়নের আনন্দবাজার দামোদরদী এলাকায় আল আমিন সরকারের নৌকা প্রতীকের একটি নির্বাচনী ক্যাম্প করা হয়। রোববার মধ্য রাতে দুর্বৃত্তরা ওই ক্যাম্পে অগ্নিসংযোগ করে। আগুনে বাঁশ ও কাপড়ের তৈরি নৌকা প্রতীকসহ ক্যাম্প পুড়ে যায়।
বৈদ্যেরবাজার ইউনিয়ন যুবলীগের সভাপতি নবী হোসেন জানান, রোববার বিকেলে দামোদরদী এলাকায় স্বতন্ত্র প্রার্থী মাহবুব সরকারের সমর্থকরা উঠান  বৈঠক করেন। ওই  বৈঠকেস্বতন্ত্র প্রার্থী মাহবুব সরকারের সমর্থক জাবির, আল আমিন, রুহুল আমিন, আমির, কবির, মাজহারুল,  মাহবুল ও গোলজার বিভিন্ন উষ্কানিমূলক বক্তব্য দেওয়া হয়।  ওই বক্তব্যের পর রাতে এ ক্যাম্পে আগুন দেওয়া হয়।
আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আল আমিন সরকার বলেন, নির্বাচনকে প্রভাবিত করার জন্য বিরোধী পক্ষ  আমার এ ক্যাম্প আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। এ বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা নেবো। আমরা কোন উশৃংখল করবো না। জনগন আমাকে ভোটের মাধ্যমে নির্বাচিত করবেন।
স্বতন্ত্র প্রার্থী মাহবুব সরকার বলেন, আমার সমর্থকরা আগুন দেওয়ার সঙ্গে জড়িত না। তৃতীয় কোন পক্ষ নির্বাচনে উত্তেজনা সৃষ্টি করতে এ কাজ করতে পারে। আমি নিজে আগুন দেয়া ক্যাম্প পরিদর্শন করতে গিয়েছিলাম। উত্তেজনা হতে পারে বলে পুলিশের পরামর্শে আমি ফেরত এসেছি।  
সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, নির্বাচনী ক্যাম্পে আগুন দেয়ার ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে।  তদন্ত করে  প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এমএসএম / এমএসএম

ধামইরহাটে ইউনিয়ন পর্যায়ে জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা যাচাই কর্মশালা অনুষ্ঠিত

বালাগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত

বরিশাল ৩নং আসনে তৃণমুলের পছন্দের প্রার্থী আঃ ছত্তার খান

বাঁশখালীর সেই ভেঙে পড়া কালভার্ট নিজস্ব অর্থায়নে মেরামত করে দিলেন গণ্ডামারা ইউপি চেয়ারম্যান

কাউনিয়ায় আমন মৌসুমের ধান ও চাল ক্রয় কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু

রাজশাহী-১ আসনে ভোটের মাঠে জনপ্রিয়তার শীর্ষে অধ্যাপক ড. আব্দুর রহমান মুহসেনী

ফ্যাসিস্ট,চাঁদাবাজ,জুলুমবাজদের আর ছাড় দেয়া হবেনাঃ ডাকসু ভিপি সাদিক কায়েম

আদমদীঘিতে জাতীয় প্রানি সপ্তাহ উপলক্ষ্যে প্রানি সম্পদ প্রদর্শনী

হাটহাজারীতে প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

নড়াইলে সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এসআই আমির হোসেন ও এএসআই রুহুল আমিন

পাবিপ্রবির শিক্ষার্থীদের জন্য ‘উচ্চ শিক্ষায় মানসিক চাপ নিয়ন্ত্রণ কৌশল’ শীর্ষক কর্মসূচি ও রিসার্চ মেথোডলোজি বিষয়ে প্রশিক্ষণ

ধামইরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে উদ্বোধনী প্রদর্শনী মেলায় দুম্বা প্রদর্শন

হোসেনপুরে গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকদের সাথে নবাগত ডিসি মোহাম্মদ আসলাম মোল্লার মতবিনিময়