সৌদি ফেরত যুবকের সর্বস্ব লুট : মালামাল উদ্ধারে ও গ্রেফতারে পুলিশের অভিযান

ফেনীর দাগনভূঞার সৌদি প্রবাসী মো. একরাম হোসেন শাহিন (২৬) ছুটি নিয়ে গ্রামের বাড়ি আসার পথে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মোগড়াপাড়ায় ডাকাতের কবলে পড়ে সর্বস্ব খুইয়ে এখন দিশাহারা। ঘটনাটি বৃহস্পতিবার ভোরে ঢাকা বিমানবন্দর থেকে ভাড়া গাড়িতে বাড়ি আসার পথে ঘটে। ডাকাতের কবলে পড়ে সবকিছু খোয়ানোর পর মহাসড়কে বসে গড়িয়ে গড়িয়ে কাঁদতে থাকা এক যুবকের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হলে বিষয়টি প্রকাশ পায়। দিন-রাত পরিশ্রম করেন এই প্রবাসী শ্রমিকরা। তাদের ঘামঝরা অর্থ বাড়িতে পাঠান স্বজনদের মুখে একটু হাসি ফোটাতে।
দীর্ঘ তিন বছর পর এই যুবক অনেক স্বপ্ন নিয়ে প্রিয় স্বদেশে ফেরেন। কিন্তু প্রিয়জনদের সঙ্গে আনন্দের সময় কাটানোর আগেই রাস্তায়ই সব হারাতে হলো তাকে। তখন অসহায়ের মতো আর্তনাদ করা ছাড়া তার জন্য আর কিছুই বাকি রইল না।
ক্ষতিগ্রস্ত শাহিন জানান, দরিদ্র পরিবারে জম্ম হওয়ায় পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটানোর জন্য তার বাবা ধার-দেনা করে ২০১৮ সালে সেপ্টেম্বরে তাকে বিদেশে পাঠান। প্রায় তিন বছর প্রবাস জীবন কাটিয়ে ছুটি নিয়ে বৃহস্পতিবার দেশে আসেন। ঢাকার বিমানবন্দর থেকে গাড়ি ভাড়া করে বাড়ি ফিরছিলেন। ওই দিন ভোরে সোনারগাঁওয়ের মোগড়াপাড়া পৌঁছলে ডাকাতের কবলে পড়েন। ডাকাতরা তার ভিসাযুক্ত পাসপোর্ট, আপ-ডাউন টিকিট, দুটি লাগেজভর্তি মালামাল, নগদ ৫৭ হাজার টাকা, দুটি আইফোন, স্বর্ণালংকার, নগদ ২৫০ সৌদি রিয়ালসহ সর্বস্ব নিয়ে যায়। সর্বস্ব হারিয়ে রাস্তায় গড়াগড়ি করে কান্নাকাটি করলেও কেউ এগিয়ে আসেনি। শাহিন দাগনভূঞা পৌরসভার আলাইয়ারপুর গ্রামের সিএনজিচালক লোকমান হোসেনের ছেলে। তার দুই ছেলে ও দুই মেয়ের মধ্যে শাহিন ছোট। শাহিনের জন্য বিয়ের পাত্রী ঠিক করা হয়েছিল। বিয়ে উপলক্ষে হবু স্ত্রীর জন্য গহনা, নতুন জামাকাপড় নিয়ে এসেছিলেন।
শুক্রবার পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) সোহেল রানা বলেন, প্রবাসী ওই যুবকের সবকিছু লুটের ঘটনার পর যেসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেছে, সেসব ছবির সূত্র ধরে জড়িতদের খুঁজে বের করার জন্য স্থানীয় পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে। আশা করা যাচ্ছে খুব অল্প সময়ের মধ্যেই দুষ্কৃতকারীদের গ্রেপ্তারে সক্ষম হবে পুলিশ।
সোনারগাঁও থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, শাহিনকে তার ভিসাযুক্ত পাসপোর্টসহ মালামাল উদ্ধার ও ডাকাত দলের সদস্যদের গ্রেফতারে সাঁড়াশি অভিযান চলছে। আশা রাখছি সফল অভিযানে সুখবর দিতে পারব।
নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার ঘটনার তদন্তকারী কর্মকর্তা এসআই তপন কুমার বাকশী জানান, ভিকটিমের অভিযোগ নেয়া হচ্ছে। অগ্রাধিকারভিত্তিতে তার ভিসাযুক্ত পাসপোর্ট উদ্ধারে এবং লুটেরাদের গ্রেফতারে সাঁড়াশি অভিযান চলছে।
শাহিনের বাবা লোকমান হোসেন ক্ষোভ প্রকাশ করে জানান, আমার সব স্বপ্ন তাসের ঘরের মতো উড়ে গেল। আমার দাবি, শাহিনের গাড়ি থেকে লুটে নেয়া সব অর্থ ও মালামাল উদ্ধার এবং ডাকাত কিংবা ছিনতাইকারীদের গ্রেপ্তার।
দাগনভূঞা থানার ওসি ইমতিয়াজ আহমেদ জানান, শাহিনের বাড়ি দাগনভূঞায় হলেও ঘটনাস্থল সোনারগাঁও হওয়ায় সংশ্লিষ্ট থানার পুলিশ বিষয়টি তদন্ত করছে। আমিও সর্বস্ব হারানো শাহিনের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতিতে অঙ্গীকারবদ্ধ। সার্বক্ষণিক সোনারগাঁও থানার সাথে যোগাযোগ রাখছি।
এমএসএম / জামান

সাঘাটায় এনসিপি নাম ভাঙিয়ে বাপ–ছেলের চাঁদাবাজির অভিযোগ

বালিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় ১ নিহত ১ আহত

জয়পুরহাট জেলার ক্ষুদ্রনৃগোষ্ঠীর ভূমিকা, করণীয় ও সরকারের সহযোগিতা শীর্ষক সেমিনার

অভয়নগরে নারীকে হত্যার চেষ্টায় আটক ১

শেরপুরে শিশু ধর্ষণচেষ্টা মামলার আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার

দারিয়াপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কার্ড বিতরণ

রাজিবপুরে জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)র পরিচিত সভা ও রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠিত

আদালতের আদেশে জব্দকৃত বালু প্রতিস্থাপন করেছে বনবিভাগ

কাতলামারীতে নয়, সদরেই চাই টেকনিক্যাল কলেজ: স্থানীয়দের মানববন্ধন

সন্দ্বীপে জলবায়ু পরিবর্তন ও জেন্ডার বৈষম্য মোকাবেলায় সচেতনতা অনুষ্ঠান

বড়লেখায় চুর চক্রের ৩ সদস্য গ্রেফতার

'দৈনিক খবরের আলো'র সম্পাদকের বিরুদ্ধে ইউপি সচিবের জিডি
