ঢাকা বৃহষ্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

সরকারি জায়গা দখল করে গড়ে উঠেছে মার্কেট ও আবাসন প্রকল্প


মৃনাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃনাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ১৫-৬-২০২১ দুপুর ২:২৭
নেত্রকোনার খালিয়াজুরীতে সরকারি জায়গা দখল করে মালেক মোল্লা কোম্পানির বিরুদ্ধে সরকারি জাযগা দখল করে হাওর মালেক সিটি ও আবাসন প্রকল্প গড়ে তোলার অভিযোগ  উঠেছে। সরকারি সম্পত্তি আত্মসাৎ করার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক বরাবর লিখিত অভিয়োগ দিয়েছেন খালিয়াজুরী সদরের বাসিন্দা মো. ছমির মিয়ার ছেলে মো. এরশাদ মিয়া।
 
তিনি অভিযোগে উল্লেখ করেন, খালিয়াজুরী সদর হাসপাতালসংলগ্ন সরকারি রাস্তার বিআরএস ৪৪৮৯ দাগের ১.৪০ একর, বিআরএস ৪৭০০ দাগের ০.৬৩ একর, বিআরএস ৪৪৮৭ দাগে ২.৫০ একর, বিআরএস ৪৪৮৮ দাগে ০.৫০ একর, বিআরএস ৪৪৭২ দাগে ০.৪৪ একর, বিআরএস ৪৪৭৩ দাগে ০.২৮ একর, বিআরএস ৪৪৭৪ দাগে ০.১৪ একর এবং বিআরএস ৪৭০২ দাগে ১.৫৯ একরসহ মোট ৭.৪৮ একর জায়গা বালু ভরাট করে আবাসন প্রকল্প করে প্লট আকারে বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে মোল্লা কোম্পানি।
 
তিনি বলেন, খালিয়াজুরী সদরের সরকারি হাসপাতালের সীমানা প্রাচীর থেকে বাজার পর্যন্ত রাস্তায় স্থাপিত প্রায় বিশ লাখ টাকার সিসি ব্লকের ওপর বেআইনিভাবে বালু দিয়ে ভরাটপূর্বক পরিবেশের মারাত্মক ক্ষতি করে বিভিন্ন দোকানের পজিশান হস্তান্তর করে লাখ লাখ টাকা আত্মসাৎ কলেছে। অভিযোগকারী আরো বলেন, এই মোল্লা কোম্পানি স্থানীয় প্রতিনিধি মো. মিরাস আলীর মাধ্যমে সরকারি জায়গা বিভিন্ন কৌশলে দখল করার চেষ্টায় লিপ্ত রয়েছে। অভিযোগকারী নেত্রকোনা-৪ ‍আসনের সংসদ সদস্য, বিভাগীয় কমিশনার ময়মনসিংহ, দুর্নীতি দমন কমিশনের পরিচালক, সেগুন বাগিচা, ঢাকা; উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) খালিয়াজুরীর কাছে অভিযোগ করেও কোনো ফল পাচ্ছেন না।
 
অভিযোগের পরিপ্রেক্ষিতে হাওর মালেক সিটির স্বত্বাধিকারী মো. আব্দুর মালেকের কাছে মুটোফোনে যোগাযোগ করলেও তাকে পাওয়া যায়নি। তবে মোল্লা কোম্পানির ব্যবস্থাপক পার্থ সারথি সিংহ পাবেল বলেন, আরওআর মূলে বিভিন্নজনের কাছ থেকে জমি ক্রয় করেন মোল্লা কোম্পানির স্বত্বাধিকারী আব্দুল মালেক মোল্লা।  তিনি আরো জানান, উল্লিখিত  দাগের কিছু জায়গা সরকারি খতিয়ানেও রয়েছে। কোম্পানি পক্ষ থেকে সরকারের বিরুদ্ধে ৩১ ধারায় মামলা দায়ের করা আছে। আমরা রায়ের অপেক্ষায় আছি। 
 
এ বিষয়ে খালিয়াজুরী  সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছানোয়ারুজ্জান তালুকদার জোসেফ বলেন, সরকারি সম্পত্তি দখল করায় জেলা প্রশাসক বরাবর অভিযোগ  করেছি। জেলা প্রশাসক স্থানীয় প্রশাসনকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেয়া সত্ত্বেও কোনো অগ্রগতি পরিলক্ষিত হয়নি। সরকারি হাসপাতালের ২০ ফুট ওয়ালসহ আরো ৪০ ফুট বিআরএস এবং আরওআর-এর গোড়াট মোল্লা কোম্পানি দখল করে প্লট আকারে বিক্রি করেছে, যার মূল্য প্রায় দেড় কোটি টাকা।
 
উল্লেখ্য, খালিয়াজুরী বাজার হতে ডাকবাংলো যে রাস্তাটি এসেছে ওই রাস্তার পূর্ব পাশে প্রায় ২০-২৫ লাখ টাকার ব্লক মাটির নিচে ফেলে সরকারি রাস্তার জায়গা দখল করে সে মার্কেট তৈরি করেছে।
 
অভিযোগের ভিত্তিতে খালিয়াজুরী  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদ হাসান খান বলেন, দীর্ঘদিন যাবৎ মোল্লা কোম্পানি অবস্থান করায় এবং এই জায়গা নিয়ে  আদালতে মামলা চলমান থাকায় কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হচ্ছে না। তিনি আদালতের কোনো কাগজপত্র প্রদর্শন করতে পারেননি।
 
সরকারি দখলকৃত খাস জমি উদ্ধারের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার- এমনটিই প্রত্যাশা অভিযোগকারী ও এলাকাবাসী। 

এমএসএম / জামান

রাজস্থলীতে নির্বাচনী আচরণ বিধিমালা বিষয়ে ভিডিও স্লাইড প্রদর্শণের

লাকসামে জামায়াত প্রার্থী ড. সরওয়ার উদ্দিন ছিদ্দিকীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

নড়াইল-২ আসনে ধানের শীষের প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদের নির্বাচনী অঙ্গীকার

কুড়িগ্রামে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের এক নেতার দল থেকে পদত্যাগ

জিয়াউর রহমানের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দীপেন দেওয়ানের নির্বাচনী প্রচারণা শুরু

শ্রীমঙ্গলে দুর্গা মন্দির নির্মাণের নামে চা শ্রমিকদের ৩৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

রিট খারিজ, কুমিল্লা-১০ আসনে নির্বাচন করতে পারবেন না বিএনপির গফুর ভূঁইয়া

প্রচারণার শুরুতেই কাউনিয়াজুড়ে বিএনপির গণজোয়ার

কুড়িগ্রামে শিক্ষার্থীদের মাঝে ইসলামিক রিলিফের ব্যাগ ও ছাতা বিতরণ

বিজিবির অভিযানে কুমিল্লায় বিপুল পরিমাণ মাদক জব্দ, গ্রেপ্তার ১

মধুখালীতে প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

সৌহার্দ্যের বার্তা দিয়ে একই মঞ্চে সিরাজগঞ্জ-৩ আসনের তিন প্রার্থীর ইশতেহার ঘোষণা

রুয়েটে সুষ্ঠুভাবে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা সম্পন্ন