সাতক্ষীরার লাঙ্গলঝাড়ায় ভাইজির সম্পত্তি দখলের উদ্দেশ্যে দোকানঘর ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন
সাতক্ষীরার কলারোয়ার লাঙ্গলঝাড়ায় এতিম ভাইজির সম্পত্তি অবৈধভাবে দখলের উদ্দেশ্যে দোকানঘর ভাংচুর ও হুমকি-ধ মকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (২৩ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন লাঙ্গলঝাড়া গ্রামের মৃত আবেদুল ইসলামের কন্যা আনিকা ইসলাম।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি মাত্র ৪ বছর বয়সেই আমার পিতাকে হারাই। এ কারণে পিতার সমুদয় সম্পত্তি আপন চাচা কবিরুল ও চাচাতো ভাই মোমিনুর ইসলাম ও আমিনুল ইসলাম দেখাশোনা করার নাম করে ভোগদখল করে আসছিলেন। কলারোয়ার লাঙ্গলঝাড়া মৌজায় ৩৩৯ নং খতিয়ানে ৩৮৫৯ দাগে লাঙ্গলঝাড়া বাজারে পিতার নিজের নামীয় ৩টি দোকানঘর রয়েছে। যেগুলো আমি ভোগদখল করতাম। উক্ত
দোকানগুলো ভাড়া দিয়ে আমি আমার লেখাপড়ার খরচও চালাতাম। কিন্তু সম্প্রতি আমার বিয়ে হয়েছে। পিতার মৃত্যুর পর আমার নানা আমার অভিভাবকের দায়িত্ব নেওয়া পর ওই সময় সম্পত্তির ভাগ চাইলে আমার চাচা কবিরুল বলেছিলেন, আমার বিয়ের পর আমার পৈত্রিক সম্পত্তি আমাকে বুঝিয়ে দেবেন। অথচ আমার বিয়ের পর যখনই আমি আমার পিতার সম্পত্তির ভাগ চেয়েছি ঠিক তখন থেকেই শুরু হয় আমার ওপর চক্রান্ত।
আমার চাচা কবিরুলসহ চাচাতো ভাইয়েরা আমার পৈত্রিক সম্পত্তির ভাগ আমাকে না দিয়ে অবৈধভাবে ভোগদখলের উদ্দেশ্যে বিভিন্নভাবে আমার উপর অত্যাচার নির্যাতন করতে থাকেন। ওই তিনটি দোকানঘরও দখলের পায়তারা শুরু করেন। একপর্যায়ে ভাড়াটিয়াদের আমাকে ভাড়ার টাকা দিতে বাধাগ্রস্থ করেন। এ নিয়ে একাধিবার স্থানীয়ভাবে গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে শালিস বৈঠক হলেও তা সমাধান হয়নি। এক পর্যায়ে গত ২৪ ডিসেম্বর ২০২১ তারিখে চাচা কবিরুল, তার পুত্র মোমিনুর ইসলাম, আমিনুল, আনছার আলীর পুত্র শাহানুর হোসেন, মৃত. মজিদ আলীর পুত্র আলিম, ফজর আলীর পুত্র নাজমুল, ওয়াছেদ দালালের পুত্র মজি, কমলের পুত্র নুর মোহাম্মদসহ কতিপয় ব্যক্তি লাঙ্গলঝাড়া বাজারে আমার দখলীয় তিনটি দোকান থেকে ভাড়াটিয়াদের নামিয়ে দিয়ে ভাংচুর করেন। খবর পেয়ে সেখানে গেলে আমাকে অকথ্য ভাষায় গালি গালাজসহ খুন জখমের হুমকি প্রদর্শন করে আমাকে তাড়িয়ে দেন চাচা কবিরুল ও তার সহযোগিরা।
তিনি আরো বলেন, দীর্ঘদিনপর যখনই পিতার সম্পত্তির ভাগ চেয়েছি তখনই চাচার সাথে বিরোধের সৃষ্টি হয়েছে। আমার পিতার সম্পত্তি অবৈধভাবে ভোগদখলের উদ্দেশ্যেই আমার চাচা এধরনের অপকর্ম চালিয়ে যাচ্ছেন। এমনকি আমার স্বামী ও মাসহ শ্বশুরের পরিবারের সদস্যদের নানাভাবে হয়রানিসহ খুন জখমের হুমকি-ধমকি প্রদর্শন করে যাচ্ছেন আমার চাচা কবিরুল।
সংবাদ স¤ম্মেলন থেকে তিনি এ সময় তার (আনিকার) মত এতিমের সম্পত্তি ফাঁকি দেয়ার চেষ্টাকারী চাচা কবিরুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
জামান / জামান
মনোনয়ন বঞ্চিত আসলাম চৌধুরীর সমর্থকদের মহাসড়ক-রেল অবরোধ
নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে বিএনপির মনোনয়ন পেলেন এস এম রেজাউল ইসলাম রেজু
শার্শা আসনে বিএনপির মনোনয়ন পেলেন-তৃপ্তি
মৌলভীবাজার-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হাজী মুজিব
বিএনপির মাদারীপুর এক ও তিন আসনে প্রার্থিতা ঘোষণা
গাইবান্ধার পাঁচ টি আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত
কুমিল্লায় বিএনপি'র ৯ টি আসনের সম্ভাব্য প্রার্থীতা ঘোষণা
চাঁদপুর জেলার বিএনপির সম্ভাব্য পাঁচ প্রার্থী
শরীয়তপুর-১ আসনে বিএনপির প্রার্থী সাঈদ আহমেদ আসলাম
প্রথম বারের মতো ভোলা -৪ চরফ্যাশন মনপুরা আসেন মনোনয়ন পেলেন নূরুল ইসলাম নয়ন
মেহেরপুর বিএনপির মনোনয়ন পেলেন মাসুদ অরুণ-আমজাদ হোসন
মৌলভীবাজার-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মিঠু