বোয়ালমারীতে সন্ত্রাসী কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন, পুলিশ সুপারকে স্মারকলিপি

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের মোড়া গ্রামের নিরীহ কৃষক ভক্ত বালা ও তার পরিবারের সদস্যদের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলা, মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির প্রতিবাদ এবং অভিযুক্ত রিপন টিকাদার গংদের আশু গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) এলাকায় বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছেন গ্রামবাসী। স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বেলা ১১টায় এ কর্মসূচিতে কয়েকশ নারী-পুরুষ অংশগ্রহণ করেন। এর আগে একই দাবিতে পুলিশ সুপারের দপ্তরে একটি স্মারকলিপি প্রদান করেন তারা।
উত্তম কুমার বালার সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যের মধ্যে দুলাল বিশ্বাস, স্বপন বিশ্বাস, শ্যামল বালা,মহানন্দ বাড়ৈ,জয়ন্ত বিশ্বাস,লিবু বিশ্বাস, জয়ন্তী বৈরাগী, কবিতা বালা, আলোমতি বালা, সুশীল চক্রবর্তী প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা সন্ত্রাসী, অপরাধীদের দ্রুত গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বলেন, গ্রামের রিপন টিকাদার, অসিম টিকাকার, বিপ্লব টিকাদার গংদের সন্ত্রাসী কার্যকলাপে আমরা নিরীহ গ্রামবাসীরা অতিষ্ঠ হয়ে পড়েছি। কথায় কথায় এরা গ্রামের নিরীহ, অসহায় নারী-পুরুষের ওপর জুলুম-অত্যাচার চালায়। দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত এদের একটি বাহিনী রয়েছে। এরা গ্রামে নানাবিধ অন্যায় ও অবৈধ কার্যকলাপের সঙ্গে জড়িত। কেউ এদের বিরুদ্ধে টুঁশব্দটিও করতে পারে না। কেউ প্রতিবাদ করলে তাকে চরম মূল্য দিতে হয়। মারধর, হামলা-মামলার শিকার হতে হয়।
তারা আরো বলেন, সম্প্রতি এলাকার নিরীহ কৃষক ভক্ত বালা, তার স্ত্রী কবিতা রানী ও ভাতিজা গৌতমকে নৃশংসভাবে কুপিয়ে জখম করে রিপন টিকাদার গং। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অপরাধী গ্রেফতার না হলেও ভিকটিমরা যখন হাসপাতালে শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছিলেন, ঠিক তখন উল্টো তাদের নামেই মিথ্যা মামলা জুড়ে দিয়ে হয়রানি করা হচ্ছে। এর আগে গ্রামের একমাত্র ব্রাহ্মণ সুশীল চক্রবর্তী, নিতাই বিশ্বাস, জয়ন্তী বৈরাগীসহ আরো অনেকে রিপন চক্রের জুলুম-নির্যাতনের শিকার হন। গোটা গ্রামবাসী এই চক্রের হাতে জিম্মি।
সভাপতি উত্তম কুমার বলেন, ওই সন্ত্রাসী চক্রের কারণে আমরা শান্তিপ্রিয় গ্রামবাসী চরম নিরাপত্তাহীনতা বোধ করছি। গত ২৪ জানুয়ারি পুলিশ সুপারকে দরখাস্ত দিয়ে তার সাহায্য চেয়েছি। আজ মানববন্ধন করে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, তিনি যেন আমাদের বাঁচতে সহায়তা করেন।
শাফিন / জামান

ডোমারে ওসির অপসারণ দাবীতে ঝাড়ু মিছিল

সিংড়ায় যৌতুকের জন্য গৃহবধূকে মারপিট, স্বামী আটক

চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ ও মাদকমুক্ত মহল্লা গড়তে মানববন্ধন অনুষ্ঠিত

আদমদীঘিতে শারর্দীয় দুর্গাপুজা শান্তিপুন ভাবে উদযাপনের লক্ষে প্রস্ততিমুলক সভা

রূপগঞ্জে চাঁদাবাজি ও প্রবাসীদের মারধরের অভিযোগে ১২ হিজড়া গ্রেফতার

মির্জাগঞ্জে নয় মাসের নাতি কে নিয়ে বিপাকে বৃদ্ধা ভানু বেগম

শালিখায় গ্রীষ্মকালীন ক্রিড়া প্রতিযোগিতার উদ্বোধন

কুতুবদিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বোয়ালমারীতে প্রধান শিক্ষকদের যাতায়াত ভাতার টাকা আত্মসাতের অভিযোগ

নাঙ্গলকোটে শারদীয় দুর্গাপূজার প্রস্ততি সভা অনুষ্ঠিত

নওগাঁয় পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় মাসব্যাপী মশক নিধন ও পরিষ্কার -পরিচ্ছন্নতা কর্মসূচি
