ঢাকা শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

বাউফলে নির্বাচনী প্রচারণায় সংর্ঘষ : পাল্টাপাল্টি অভিযোগ 


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৬-২০২১ দুপুর ২:৫৬

পটুয়াখালীর বাউফলের কেশবপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী অধ্যক্ষ সালেহ্ উদ্দিন পিকুর নির্বাচনী প্রচারণাকালে অতর্কিত হামলার অভিযোগ পাওয়া গেছে। নৌকার বিদ্রোহী প্রার্থী এনামুল হক অপু দফাদার ও তার বাহিনীরা ওই হামলা চালায় বলে অভিযোগ করেছে নৌকা প্রতিকের প্রার্থী অধ্যক্ষ সালেহ্ উদ্দিন পিকু। এতে কেশবপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের তিন মেম্বার প্রার্থীসহ উভয় পক্ষের ১০ নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা যায়। বুধবার (১৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে কেশবপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের জাকির দফাদারের ঘরের সামনে মমিনপুর এলাকায় এ ঘটনা ঘটেছে। 

অহতরা হলেন- কেশবপুর ইউনিয়ন ৮নম্বর ওয়ার্ড আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও ৮নম্বর ওয়ার্ড ইউপি মেম্বার প্রার্থী মো. আলাল ফরাজী (৬০), ৮নম্বর ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মো. আবুল কালাম (কালাম ডাক্তার) (৫০), কেশবপুর ইউনিয়ন কৃষক লীগ সভাপতি ও ৮নম্বর ওয়ার্ড মেম্বার প্রার্থী মো. হাবিবুর রহমান (৫৫),  ৮নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি ও ৮নম্বর ওয়ার্ড ইউপি মেম্বার প্রার্থী মো. মান্নান মোল্লা (৪৫), ৮নম্বর ওয়ার্ড যুবলীগ সাধারন সম্পাদক মো. বাপীন, ৮নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মো.রুবেল ও স্বেচ্ছাসেবকলীগ নেতা মিরাজ খাঁন, শফিক দফাদার, মাফুজা বেগম, কুলছুম বেগম, গোলেনুর, জেছমিন আক্তার।

আহত আলাল ফরাজী বলেন, আমি সহ তিন মেম্বার প্রার্থীসহ ১০/১২জন দলীয় নেতাকর্মী নিয়ে নৌকার জন্য প্রচারণা করছিলাম। কিছু বুঝে উঠার আগেই অপু ও তার সন্ত্রাসী বাহিনী আমাদের উপর হামলা করে। অপু ও তার সন্ত্রাসী বাহিনী আমাকে আটকে রেখে ব্যাপক নির্যাতন করে।

হামলার অভিযোগ অস্বীকার করে বিদ্রোহী প্রার্থী এনামুল হক অপু দফাদার বলেন, সরকার দলীয় নৌকার প্রার্থী অধ্যক্ষ সালেহ উদ্দিন পিকু তার কর্মী বাহিনী দিয়ে আমাকে অবরুদ্ধ করে রেখেছেন। আমি ঘর থেকে বের হতে পারিনা। তাঁরাই আমার চাচাতো ভাইয়ের বাড়িতে এসে হামলা ও ভাঙচুর করেছেন। হামলায় শফিক দফাদার, মাফুজা বেগম, কুলছুম বেগম, গোলেনুর, জেছমিন আক্তার আহত হয়েছে। এর আগে তারা আবুল বাশার খানকেও মারধর করেছেন।

এ বিষয়ে নৌকার প্রার্থী অধ্যক্ষ সালেহ উদ্দিন পিকু বলেন, ‘কেশবপুরে নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই গণজোয়ার ঠেকাতে বিদ্রোহী প্রার্থীরা বেপরোয়া হয়ে উঠেছে। বিভিন্নভাবে ষড়যন্ত্র ও অপপ্রচার করছেন। শান্ত পরিবেশকে অশান্ত করে তুলছে।

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন বলেন,  ঘটনা শুনে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। 

জামান / জামান

সলঙ্গায় কচুরিপানার নিচ থেকে মানুষের পায়ের কঙ্কাল উদ্ধার

পাবিপ্রবি’র শিক্ষকদের জন্য কর্মশালা শুরু

ঠাকুরগাঁওয়ের বুড়ির বাঁধে চলছে মাছ ধরার প্রতিযোগিতা

হাটহাজারীতে মানবতার কল্যাণে আমরা সংগঠনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা

চন্দনাইশে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

নাচোলে যথাযোগ্য মর্যাদায় ইলা মিত্রের জন্মশত বার্ষিকী পালিত

পাঁচবিবিতে গভীর রাতে ঝগড়া থামাতে বলায় প্রতিবেশির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রামে নারী ও শিশু অধিকার ফোরামের আলোচনা সভায় বেগম সেলিমা রহমান

দাগনভূঞায় ফেনী-৩ উন্নয়ন পরিষদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজারের বেশি রোগীকে সেবা প্রদান

ভূরুঙ্গামারীতে গণমাধ্যমকর্মীর তৎপরতায় এক শিক্ষার্থী ফিরে পেল বই-খাতা আর স্বপ্নের স্কুলজীবন

চন্দ্রদ্বীপে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ দফতর সম্পাদক মুনির হোসেনের গণসংযোগ

আদমদীঘিতে স্বামীর সঙ্গে অভিমান করে গৃহবধুর আত্মহত্যা

দুই কিডনি বিকল ফাতেমার পাশে দাঁড়ালেন ব্যারিস্টার মোঃ গোলাম নবী