ঢাকা সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

বাউফলে নির্বাচনী প্রচারণায় সংর্ঘষ : পাল্টাপাল্টি অভিযোগ 


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৬-২০২১ দুপুর ২:৫৬

পটুয়াখালীর বাউফলের কেশবপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী অধ্যক্ষ সালেহ্ উদ্দিন পিকুর নির্বাচনী প্রচারণাকালে অতর্কিত হামলার অভিযোগ পাওয়া গেছে। নৌকার বিদ্রোহী প্রার্থী এনামুল হক অপু দফাদার ও তার বাহিনীরা ওই হামলা চালায় বলে অভিযোগ করেছে নৌকা প্রতিকের প্রার্থী অধ্যক্ষ সালেহ্ উদ্দিন পিকু। এতে কেশবপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের তিন মেম্বার প্রার্থীসহ উভয় পক্ষের ১০ নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা যায়। বুধবার (১৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে কেশবপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের জাকির দফাদারের ঘরের সামনে মমিনপুর এলাকায় এ ঘটনা ঘটেছে। 

অহতরা হলেন- কেশবপুর ইউনিয়ন ৮নম্বর ওয়ার্ড আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও ৮নম্বর ওয়ার্ড ইউপি মেম্বার প্রার্থী মো. আলাল ফরাজী (৬০), ৮নম্বর ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মো. আবুল কালাম (কালাম ডাক্তার) (৫০), কেশবপুর ইউনিয়ন কৃষক লীগ সভাপতি ও ৮নম্বর ওয়ার্ড মেম্বার প্রার্থী মো. হাবিবুর রহমান (৫৫),  ৮নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি ও ৮নম্বর ওয়ার্ড ইউপি মেম্বার প্রার্থী মো. মান্নান মোল্লা (৪৫), ৮নম্বর ওয়ার্ড যুবলীগ সাধারন সম্পাদক মো. বাপীন, ৮নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মো.রুবেল ও স্বেচ্ছাসেবকলীগ নেতা মিরাজ খাঁন, শফিক দফাদার, মাফুজা বেগম, কুলছুম বেগম, গোলেনুর, জেছমিন আক্তার।

আহত আলাল ফরাজী বলেন, আমি সহ তিন মেম্বার প্রার্থীসহ ১০/১২জন দলীয় নেতাকর্মী নিয়ে নৌকার জন্য প্রচারণা করছিলাম। কিছু বুঝে উঠার আগেই অপু ও তার সন্ত্রাসী বাহিনী আমাদের উপর হামলা করে। অপু ও তার সন্ত্রাসী বাহিনী আমাকে আটকে রেখে ব্যাপক নির্যাতন করে।

হামলার অভিযোগ অস্বীকার করে বিদ্রোহী প্রার্থী এনামুল হক অপু দফাদার বলেন, সরকার দলীয় নৌকার প্রার্থী অধ্যক্ষ সালেহ উদ্দিন পিকু তার কর্মী বাহিনী দিয়ে আমাকে অবরুদ্ধ করে রেখেছেন। আমি ঘর থেকে বের হতে পারিনা। তাঁরাই আমার চাচাতো ভাইয়ের বাড়িতে এসে হামলা ও ভাঙচুর করেছেন। হামলায় শফিক দফাদার, মাফুজা বেগম, কুলছুম বেগম, গোলেনুর, জেছমিন আক্তার আহত হয়েছে। এর আগে তারা আবুল বাশার খানকেও মারধর করেছেন।

এ বিষয়ে নৌকার প্রার্থী অধ্যক্ষ সালেহ উদ্দিন পিকু বলেন, ‘কেশবপুরে নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই গণজোয়ার ঠেকাতে বিদ্রোহী প্রার্থীরা বেপরোয়া হয়ে উঠেছে। বিভিন্নভাবে ষড়যন্ত্র ও অপপ্রচার করছেন। শান্ত পরিবেশকে অশান্ত করে তুলছে।

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন বলেন,  ঘটনা শুনে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। 

জামান / জামান

কক্সবাজার সমুদ্র এলাকায় কোস্ট গার্ডের অভিযান

মোংলায় কোস্ট গার্ডের অভিযানে অপহৃত নারী উদ্ধার; ১ অপহরণকারী আটক

কালকিনিতে টানা ৬ষ্ঠবারের মতো শ্রেষ্ঠ প্রতিষ্ঠান মোল্লারহাট ফাযিল মাদরাসা

লামায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

নেত্রকোনায় মাদক সেবনের প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে জখম

কুড়িগ্রামে আহত অবস্থায় বিরল প্রজাতির ময়ূর উদ্ধার

রায়গঞ্জে সংসদ নির্বাচন ও গণভোট সচেতনতায় উঠান বৈঠক

রৌমারীতে ইমারত নির্মান শ্রমিকের নব নির্মিত অফিস শুভ উদ্বোধন

বাগেরহাটে এনসিপির প্রধান সমন্বয়ক সহ ১২ সদস্যর আনুষ্ঠানিক পদত্যাগ

বিপুল পরিমান অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, শ্রমিক ফেডারেশনের বিবৃতি

ক্ষমতাকে আমানত হিসেবে রাখার ঘোষণা আবু সুফিয়ানের

সাবেক ছাত্রলীগ নেতার পদোন্নতি নিয়ে কেজিডিসিএলে তোলপাড়

শালিখার দুঃস্ত মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ