ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

বাউফলে নির্বাচনী প্রচারণায় সংর্ঘষ : পাল্টাপাল্টি অভিযোগ 


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৬-২০২১ দুপুর ২:৫৬

পটুয়াখালীর বাউফলের কেশবপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী অধ্যক্ষ সালেহ্ উদ্দিন পিকুর নির্বাচনী প্রচারণাকালে অতর্কিত হামলার অভিযোগ পাওয়া গেছে। নৌকার বিদ্রোহী প্রার্থী এনামুল হক অপু দফাদার ও তার বাহিনীরা ওই হামলা চালায় বলে অভিযোগ করেছে নৌকা প্রতিকের প্রার্থী অধ্যক্ষ সালেহ্ উদ্দিন পিকু। এতে কেশবপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের তিন মেম্বার প্রার্থীসহ উভয় পক্ষের ১০ নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা যায়। বুধবার (১৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে কেশবপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের জাকির দফাদারের ঘরের সামনে মমিনপুর এলাকায় এ ঘটনা ঘটেছে। 

অহতরা হলেন- কেশবপুর ইউনিয়ন ৮নম্বর ওয়ার্ড আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও ৮নম্বর ওয়ার্ড ইউপি মেম্বার প্রার্থী মো. আলাল ফরাজী (৬০), ৮নম্বর ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মো. আবুল কালাম (কালাম ডাক্তার) (৫০), কেশবপুর ইউনিয়ন কৃষক লীগ সভাপতি ও ৮নম্বর ওয়ার্ড মেম্বার প্রার্থী মো. হাবিবুর রহমান (৫৫),  ৮নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি ও ৮নম্বর ওয়ার্ড ইউপি মেম্বার প্রার্থী মো. মান্নান মোল্লা (৪৫), ৮নম্বর ওয়ার্ড যুবলীগ সাধারন সম্পাদক মো. বাপীন, ৮নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মো.রুবেল ও স্বেচ্ছাসেবকলীগ নেতা মিরাজ খাঁন, শফিক দফাদার, মাফুজা বেগম, কুলছুম বেগম, গোলেনুর, জেছমিন আক্তার।

আহত আলাল ফরাজী বলেন, আমি সহ তিন মেম্বার প্রার্থীসহ ১০/১২জন দলীয় নেতাকর্মী নিয়ে নৌকার জন্য প্রচারণা করছিলাম। কিছু বুঝে উঠার আগেই অপু ও তার সন্ত্রাসী বাহিনী আমাদের উপর হামলা করে। অপু ও তার সন্ত্রাসী বাহিনী আমাকে আটকে রেখে ব্যাপক নির্যাতন করে।

হামলার অভিযোগ অস্বীকার করে বিদ্রোহী প্রার্থী এনামুল হক অপু দফাদার বলেন, সরকার দলীয় নৌকার প্রার্থী অধ্যক্ষ সালেহ উদ্দিন পিকু তার কর্মী বাহিনী দিয়ে আমাকে অবরুদ্ধ করে রেখেছেন। আমি ঘর থেকে বের হতে পারিনা। তাঁরাই আমার চাচাতো ভাইয়ের বাড়িতে এসে হামলা ও ভাঙচুর করেছেন। হামলায় শফিক দফাদার, মাফুজা বেগম, কুলছুম বেগম, গোলেনুর, জেছমিন আক্তার আহত হয়েছে। এর আগে তারা আবুল বাশার খানকেও মারধর করেছেন।

এ বিষয়ে নৌকার প্রার্থী অধ্যক্ষ সালেহ উদ্দিন পিকু বলেন, ‘কেশবপুরে নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই গণজোয়ার ঠেকাতে বিদ্রোহী প্রার্থীরা বেপরোয়া হয়ে উঠেছে। বিভিন্নভাবে ষড়যন্ত্র ও অপপ্রচার করছেন। শান্ত পরিবেশকে অশান্ত করে তুলছে।

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন বলেন,  ঘটনা শুনে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। 

জামান / জামান

বাগেরহাট জেলায় সর্বদলীয় অবরোধ কর্মসূচি

রাণীশংকৈলে বালু উত্তোলনের সময় গর্তে পড়ে শিশুর মৃত্যু

লোহাগড়ায় নিখোঁজের চার দিন পর কিশোরের লাশ উদ্ধার

পাঁচবিবিতে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী

রোহিঙ্গা ইস্যুতে কক্সবাজারে ৩ দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু

মির্জাগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি আটক

বিভিন্ন ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে সাবেক কাস্টমস কর্মকর্তা মুন্সি আকতার হোসেনের সংবাদ সম্মেলন

পাকশীতে রেলওয়ে প্রকৌশলী বিভাগের কর্মচারী অ্যাসোসিয়েশনের বারো দফা দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা

অনির্বাণের আয়োজনে লেখক ও কবিদের চলনবিল ভ্রমণ ও সাহিত্য আড্ডা

জয়পুরহাটে বিজ্ঞান অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী

ভূঞাপুরে আসামি ধরতে গিয়ে পুলিশের ৪ সদস্য আহত

পাঁচবিবিতে উপজেলা স্কাউটের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন

তাড়াশের ২ জন পাচারকারী র‌্যাব-১২’র অভিযানে মূল্যবান কষ্টি পাথরের তৈরি মূতিসহ গ্রেফতার