ফরিদপুরের ভাঙ্গার ঘারুয়ায় মিনি গার্মেন্টস করার ঘোষণা দিলেন ডিসি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণে লাখ লাখ ভূমিহীন ও গৃহহীনের জীবন এখন অর্থনৈতিক মুক্তির বর্ণিল আলোকে আলোকিত। সেই আলোকিত স্বজনের সাক্ষাতে ফরিদপুরের বিভিন্ন আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করছেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।
শুধু প্রথম পর্যায়ে বাস্তবায়িত আশ্রয়ণ প্রকল্পগুলোই নয়, দ্বিতীয় পর্যায়ে নির্মাণ শুরু হওয়া আশ্রয়ণ প্রকল্পগুলোতেও পরিদর্শন করছেন জেলা প্রশাসক। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে জেলার ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের দক্ষিণ গঙ্গাধরদির উত্তরপাড়ায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের নির্মাণকাজ পরিদর্শন করেন। প্রকল্পের প্রস্তাবিত বাসিন্দাদের অনেকই এগিয়ে আসেন জেলা প্রশাসককে দেখে। তারা জেলা প্রশাসকের সাথে কথা বলেন নির্মাণাধীন বসতগৃহ ও অন্যান্য সুবিধা প্রাপ্তির বিষয়ে।
জেলা প্রশাসক অতুল সরকার এ সময় বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবিরত কাজ করে চলেছেন। আশ্রয়ণ প্রকল্প তারই একটি দূরদর্শী স্বপ্নের বাস্তবায়ন। ইতোমধ্যে প্রথম পর্যায় বাস্তবায়িত হয়েছে। এবার দ্বিতীয় পর্যায়ের কাজ চলছে। সকল গৃহ ও ভূমিহীনকে মাথা গোঁজার ঠাঁই করে দেয়াই এ প্রকল্পের উদ্দেশ্যে।
এ সময় জেলা প্রশাসক আরো বলেন, প্রধানমন্ত্রী উপহার দেখে-শুনে রাখতে হবে। বসতিতে গাছ রোপণ করতে হবে। বিশেষ করে দেশি ফলের গাছ রোপণ করতে হবে।
জেলা প্রশাসক অতুল সরকার বলেন, শুধু ঘরে বাস করলেই হবে না, ঘরের প্রত্যেক সুস্থ-সবল মানুষকে কাজ করতে হবে। বাচ্চারা পড়ালেখা করবে। পুরুষরাও কাজ করবে, নারীরাও কাজ করবে। নারীরা যদি বলে কী কাজ করব? তাহলে হবে না। প্রয়োজনে ঠোঙ্গা বানানো শিখে ঠোঙ্গা বানাতে হবে। নিজের বসতবাড়িকে একটি খামারে পরিণত করতে হবে। সেলাই শিখতে হবে। কাউকে বসে থাকলে চলবে না।
জেলা প্রশাসক ঘারুয়ার এই আশ্রয়ণ প্রকল্পে একটি মিনি গার্মেন্টস করার ঘোষণা প্রদান করে বলেন, প্রত্যেক নারীকে সেলাই প্রশিক্ষণ নিতে হবে। সমবায় বা কর্মসংস্থান ব্যাংক থেকে লোন নিয়ে নিজ উদ্যোগে গার্মেন্টসকে এগিয়ে নিতে হবে। ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা চেয়ারম্যানকে এ বিষয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
জেলা প্রশাসক অতুল সরকারের মিনি গার্মেন্টস করার প্রস্তাবনাকে স্বাগত জানিয়ে উপস্থিত স্থানীয় বাসিন্দা শিরিয়া বেগম (২৭) বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই আমাদের জন্য এগিয়ে আসার জন্য। একই সাথে ডিসি স্যার যে গার্মেন্টস করার কথা বলেছেন, আমরা এতে খুশি। আমরা সবাই প্রশিক্ষণ নিয়ে এ কাজে এগিয়ে আসব।
উল্লেখ্য, ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের দক্ষিণ গঙ্গাধরদির উত্তরপাড়ায় প্রাথমিকভঅবে ১০৫টি ঘর নির্মাণ হচ্ছে। পরবর্তীতে আরো ঘর নির্মাণ করা হবে। এছাড়া এখানে একটি বাজার, একটি স্কুল, একটি সাংস্কৃতিক কেন্দ্রসহ ধর্মীয় প্রার্থনালয় নির্মিত হবে।
পরিদর্শনকালীন উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম হাবিবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
ধামইরহাটে ইউনিয়ন পর্যায়ে জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা যাচাই কর্মশালা অনুষ্ঠিত
বালাগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত
বরিশাল ৩নং আসনে তৃণমুলের পছন্দের প্রার্থী আঃ ছত্তার খান
বাঁশখালীর সেই ভেঙে পড়া কালভার্ট নিজস্ব অর্থায়নে মেরামত করে দিলেন গণ্ডামারা ইউপি চেয়ারম্যান
কাউনিয়ায় আমন মৌসুমের ধান ও চাল ক্রয় কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু
রাজশাহী-১ আসনে ভোটের মাঠে জনপ্রিয়তার শীর্ষে অধ্যাপক ড. আব্দুর রহমান মুহসেনী
ফ্যাসিস্ট,চাঁদাবাজ,জুলুমবাজদের আর ছাড় দেয়া হবেনাঃ ডাকসু ভিপি সাদিক কায়েম
আদমদীঘিতে জাতীয় প্রানি সপ্তাহ উপলক্ষ্যে প্রানি সম্পদ প্রদর্শনী
হাটহাজারীতে প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন
নড়াইলে সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এসআই আমির হোসেন ও এএসআই রুহুল আমিন
পাবিপ্রবির শিক্ষার্থীদের জন্য ‘উচ্চ শিক্ষায় মানসিক চাপ নিয়ন্ত্রণ কৌশল’ শীর্ষক কর্মসূচি ও রিসার্চ মেথোডলোজি বিষয়ে প্রশিক্ষণ
ধামইরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে উদ্বোধনী প্রদর্শনী মেলায় দুম্বা প্রদর্শন
হোসেনপুরে গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকদের সাথে নবাগত ডিসি মোহাম্মদ আসলাম মোল্লার মতবিনিময়
Link Copied