ঢাকা বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

যত্রতত্র ময়লার স্তূপ কুতুবদিয়ায়


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ১৮-৬-২০২১ দুপুর ৪:৪
কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপের যত্রতত্র ময়লার স্তূপের কারণে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে দ্বীপে বসবাসকারী জনসাধারণ। উপজেলার বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে রয়েছে বেশ কিছু ময়লার ভাগাড়। যে যেখানে পেরেছে ময়লার স্তূপ করে রেখেছে। এসব ময়লার স্তূপ থেকে ছড়ানো জীবাণু ও দূর্গন্ধে সাধারণ মানুষ ও পথচারীরা পড়েছে স্বাস্থ্য ঝুঁকিতে। এসব জায়গা দিয়ে মানুষকে হাটতে হচ্ছে নাকে হাত চাপা দিয়ে। অনেক পথচারীকে দেখা গেছে দুর্গন্ধ সহ্য করতে না পেরে বমি করতে।
 
ভুক্তভোগীরা জানিয়েছেন, এসব ময়লার স্তূপের বেশির ভাগই রয়েছে স্থানীয় বাজার ও তার আশেপাশের জায়গাগুলোতে। বিশেষ করে বড়ঘোপ বাজার, মেডিকেল গেইট, ধুরুং বাজার, আলী আকবর ডেইল শান্তি বাজার, তাবালেরচর,লেমশীখালী চৌমুহনী বাজার, উত্তর ধুরুং, দক্ষিণ ধুরুং ও কৈয়ারবিলের স্থানীয় বাজারগুলোতে ময়লা জমা করার নির্দিষ্ট জায়গা না থাকায় যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে রাখা হচ্ছে বাজারের উচ্ছিষ্ট আবর্জনা।
 
বড়ঘোপ মেডিকেল গেইট এলাকায় বসবাসকারী বাসিন্দারা জানিয়েছেন, মাস্টার নুর আহমদ সড়ক দিয়ে প্রতিদিন কয়েক শতাধিক মানুষ  যাতায়াত করে। এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক। এই সড়ক দিয়ে প্রতিদিন মানুষ রোগী নিয়ে ডাক্তারের কাছে যায়,  হাসপাতালে যায়, বাজারে যায়, শিক্ষার্থীরা স্কুল -কলেজে যায়, মুসল্লীরা মসজিদে যায়।
 
এই সড়কের গ্রামীণ টাওয়ারের সীমানা প্রাচীর ঘেঁষে সড়কের উপর ময়লার স্তূপ করে রেখেছে স্থানীয় বাজারের ব্যবসায়ীরা। অথচ সড়কটি গত অর্থ বছরে ৬ লক্ষ টাকা ব্যয়ে আরসিসি ঢালায় করে দেয় বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ,ন,ম শহীদ উদ্দিন ছোটন।
 
এলাকার সচেতন নাগরিক আসাদুল্লাহ খাঁন বলেন, সড়কের উপর  স্তূপীকৃত ময়লার দুর্গন্ধ ও আজম সড়কের  ময়লাযুক্ত পানি সড়কটির উপর প্রবাহিত হওয়ার কারণে চলাচল অনুপযোগী হয়ে পরেছে। সড়কটি দিয়ে যাতায়াত করতে অসুবিধা হচ্ছে পথচারীদের। বিষয়টি দেখতে স্থানীয় চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। 
 
 করতে দুর্ভোগের শিকার হচ্ছে পথচারী থেকে শুরু করে সর্বস্তরের জনগণ। বৃষ্টির পানিতে এসব ময়লা আবর্জনা ছড়িয়ে পরছে খালে বিলে।
 
একইভাবে ময়লার স্তূপ করে রাখা হয়েছে ধুরুং ও বড়ঘোপ বাজারের জনগুরুত্বপূর্ণ এলাকাগুলোতে। ধুরুং বাজারের বড় পুকুর ও পাশ্ববর্তী খালটি তার উৎকৃষ্ট উদাহরণ, বলেছেন স্থানীয় পথচারীরা।
 
স্থানীয় সচেতন মহল জানিয়েছেন, বাজারের উচ্ছিষ্ট আবর্জনাগুলো যত্রতত্র স্তূপ করে রাখার কারণে জীবাণু ছড়িয়ে পরছে পুরো এলাকায়। যার ফলে ডায়রিয়া ও এলার্জি জনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে এলাকাবাসী। সেই সাথে ময়লা ফেলে ভরাট করা হচ্ছে জলাশয়, ডুবা ও খাল।
 
বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসন ও  সংশ্লিষ্ট বাজার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগীরা।

এমএসএম / এমএসএম

‎এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়

শালিখায় ইটভাটার দেয়াল ধসে এক শ্রমিকের মৃত্যু

টাঙ্গাইলে জামায়াতের নারী কর্মী লাঞ্ছিত: রাজপথে বিশাল বিক্ষোভ ও মানববন্ধন

আক্কেলপুরে দেশীয় খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

চাঁদপুরে অস্ত্রসহ বিএনপি নেতা সৈয়দ গ্রেপ্তার

প্রতিষ্ঠান ধ্বংসের ষড়যন্ত্র ও মানহানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ফরিদপুর ১ আসনে মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যরা ধানের শীষের প্রার্থী নাসিরকে সমর্থন

মোহনগঞ্জে সাধারণ পাঠাগারের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

২২ বছর পর ময়মনসিংহে তারেক রহমান: জনসমুদ্রে নির্বাচনি অঙ্গীকারে মুখর সার্কিট হাউজ মাঠ

জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে যুবকদেরকে কর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব দূর করা হবে

টাঙ্গাইলে বৃদ্ধ দম্পতিকে হত্যা, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

চা -শিল্প রক্ষার দাবিতে শ্রীমঙ্গলে শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলন