ঢাকা সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

যত্রতত্র ময়লার স্তূপ কুতুবদিয়ায়


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ১৮-৬-২০২১ দুপুর ৪:৪
কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপের যত্রতত্র ময়লার স্তূপের কারণে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে দ্বীপে বসবাসকারী জনসাধারণ। উপজেলার বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে রয়েছে বেশ কিছু ময়লার ভাগাড়। যে যেখানে পেরেছে ময়লার স্তূপ করে রেখেছে। এসব ময়লার স্তূপ থেকে ছড়ানো জীবাণু ও দূর্গন্ধে সাধারণ মানুষ ও পথচারীরা পড়েছে স্বাস্থ্য ঝুঁকিতে। এসব জায়গা দিয়ে মানুষকে হাটতে হচ্ছে নাকে হাত চাপা দিয়ে। অনেক পথচারীকে দেখা গেছে দুর্গন্ধ সহ্য করতে না পেরে বমি করতে।
 
ভুক্তভোগীরা জানিয়েছেন, এসব ময়লার স্তূপের বেশির ভাগই রয়েছে স্থানীয় বাজার ও তার আশেপাশের জায়গাগুলোতে। বিশেষ করে বড়ঘোপ বাজার, মেডিকেল গেইট, ধুরুং বাজার, আলী আকবর ডেইল শান্তি বাজার, তাবালেরচর,লেমশীখালী চৌমুহনী বাজার, উত্তর ধুরুং, দক্ষিণ ধুরুং ও কৈয়ারবিলের স্থানীয় বাজারগুলোতে ময়লা জমা করার নির্দিষ্ট জায়গা না থাকায় যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে রাখা হচ্ছে বাজারের উচ্ছিষ্ট আবর্জনা।
 
বড়ঘোপ মেডিকেল গেইট এলাকায় বসবাসকারী বাসিন্দারা জানিয়েছেন, মাস্টার নুর আহমদ সড়ক দিয়ে প্রতিদিন কয়েক শতাধিক মানুষ  যাতায়াত করে। এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক। এই সড়ক দিয়ে প্রতিদিন মানুষ রোগী নিয়ে ডাক্তারের কাছে যায়,  হাসপাতালে যায়, বাজারে যায়, শিক্ষার্থীরা স্কুল -কলেজে যায়, মুসল্লীরা মসজিদে যায়।
 
এই সড়কের গ্রামীণ টাওয়ারের সীমানা প্রাচীর ঘেঁষে সড়কের উপর ময়লার স্তূপ করে রেখেছে স্থানীয় বাজারের ব্যবসায়ীরা। অথচ সড়কটি গত অর্থ বছরে ৬ লক্ষ টাকা ব্যয়ে আরসিসি ঢালায় করে দেয় বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ,ন,ম শহীদ উদ্দিন ছোটন।
 
এলাকার সচেতন নাগরিক আসাদুল্লাহ খাঁন বলেন, সড়কের উপর  স্তূপীকৃত ময়লার দুর্গন্ধ ও আজম সড়কের  ময়লাযুক্ত পানি সড়কটির উপর প্রবাহিত হওয়ার কারণে চলাচল অনুপযোগী হয়ে পরেছে। সড়কটি দিয়ে যাতায়াত করতে অসুবিধা হচ্ছে পথচারীদের। বিষয়টি দেখতে স্থানীয় চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। 
 
 করতে দুর্ভোগের শিকার হচ্ছে পথচারী থেকে শুরু করে সর্বস্তরের জনগণ। বৃষ্টির পানিতে এসব ময়লা আবর্জনা ছড়িয়ে পরছে খালে বিলে।
 
একইভাবে ময়লার স্তূপ করে রাখা হয়েছে ধুরুং ও বড়ঘোপ বাজারের জনগুরুত্বপূর্ণ এলাকাগুলোতে। ধুরুং বাজারের বড় পুকুর ও পাশ্ববর্তী খালটি তার উৎকৃষ্ট উদাহরণ, বলেছেন স্থানীয় পথচারীরা।
 
স্থানীয় সচেতন মহল জানিয়েছেন, বাজারের উচ্ছিষ্ট আবর্জনাগুলো যত্রতত্র স্তূপ করে রাখার কারণে জীবাণু ছড়িয়ে পরছে পুরো এলাকায়। যার ফলে ডায়রিয়া ও এলার্জি জনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে এলাকাবাসী। সেই সাথে ময়লা ফেলে ভরাট করা হচ্ছে জলাশয়, ডুবা ও খাল।
 
বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসন ও  সংশ্লিষ্ট বাজার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগীরা।

এমএসএম / এমএসএম

চট্টগ্রামে রাস্তায় ৫০ হাজার অনিবন্ধিত সিএনজি, রাজস্ব হারাচ্ছে সরকার

কসবায় টাইফয়েড টিকা ক্যাম্পেইনের উদ্বোধন

কুষ্টিয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে বেড়িবাঁধ ভাঙ্গণে ঝুঁকিতে হাজারো পরিবার, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়রা

ধামরাই প্রেস ক্লাবের নির্বাচন : সভাপতি তুষার, সম্পাদক আহাদ

সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, রফিকুল আলমের চাকরিচ্যুতি দাবিতে মানববন্ধন

তাড়াশে বিয়ে বাড়িতে চুরির ঘটনা

টুঙ্গিপাড়ায় শুরু হয়েছে টাইফয়েড ভ্যাকসিন টিকাদান কর্মসূচি

তেঁতুলিয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

কোটি টাকা ব্যয়ে নির্মিত পর্যটন কেন্দ্র এখন মোহনগঞ্জের গলার কাঁটা

অভয়নগরে শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিতদের শপথ গ্রহণ

রাঙামাটিতে টাইফয়েড টিকাদান শুরু

শিবচরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ এর শুভ উদ্বোধন