বোয়ালমারীতে দুই সংখ্যালঘু পরিবারে নাশকতা
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের বেড়াদী গ্রামে দুটি সংখ্যালঘু পরিবারের ওপর নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়েছে দুর্বৃত্তরা। গত বুধবার (১৬ ফেব্রুয়ারি) গভীর রাতে এ হিংসাত্মক ঘটনায় গ্রামের গোটা হিন্দু সমাজের মাঝে ব্যাপক উদ্বেগ- উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গ্রামের কৃষক প্রহ্লাদ চন্দ্র বিশ্বাসের পেঁয়াজের ক্ষেতে ধ্বংসাত্মক তৎপরতা চালায় সংঘবদ্ধ দুষ্কৃতকারীরা। তারা প্রায় দশ শতক জমির পেঁয়াজের ফলন্ত চারা গাছ তুলে ফেলে প্রহ্লাদ চন্দ্রের অর্ধলক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে।
একই রাতে ব্যবসায়ী অরুণ চন্দ্রকে পুড়িয়ে মারার চেষ্টা করে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। বেড়াদী বাজারে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে ঘুমিয়েছিলেন অরুণ চন্দ্র। রাত আনুমানিক ২টার দিকে তার দোকানঘরে অগ্নিসংযোগ করা হয়। এতে তার দোকানঘরের সাইনবোর্ড ও টিনের চালের অংশবিশেষ পুড়ে যায়। ঘটনা আঁচ করতে পেরে অরুণ চন্দ্র তড়িঘড়ি ঘুম থেকে উঠে শোর-চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণ করেন।
অরুণ চন্দ্র ও প্রহ্লাদ বিশ্বাস বলেন, গ্রামের কারো সঙ্গেই আমাদের ব্যক্তিগত শত্রুতা নেই। তবে গ্রাম্য দলাদলির জেরে এ ঘটনা ঘটতে পারে। তারা বলেন, সদ্য অনুষ্ঠিত ইউপি নির্বাচনে আমরা নৌকা প্রতীকের পক্ষে জোরালোভাবে কাজ করি। এতে গ্রামের একটি মহল ভীষণ অসন্তুষ্ট হয়। এর জের ধরেই এমন ঘটনা ঘটতে পারে বলে ভুক্তভোগীদের ধারণা।
গ্রামের বাসিন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান মজিবর রহমান বলেন, নির্বাচনে আমি নৌকার প্রার্থী ছিলাম। ভুক্তভোগীরাসহ গ্রামের হিন্দু সমাজ আমার পক্ষে শক্তভাবে কাজ করেন। তারা সব সময়ই আমার সঙ্গে দল-পার্টি করেন। নির্বাচনে আমি অল্প ভোটে হেরে গেলেও নির্বাচনের পর থেকে প্রতিপক্ষ আমার লোকজনকে নানাভাবে হেনস্তা ও হুমকি-ধমকি দিয়ে আসছে। এসবের ধারাবাহিকতায়ই উল্লিখিত নাশকতার ঘটনা ঘটেছে বলে আমার বিশ্বাস।
এমএসএম / জামান
পবিপ্রবিতে ১৫ বছর ধরে অচল দক্ষিণাঞ্চলের একমাত্র ভূ-কম্পন পরিমাপক যন্ত্র
জমে উঠছে কুমিল্লা-৫ আসনে জামায়াতে নির্বাচনী প্রচারনা
মান্দায় বিএনপি নেতা মতিনের পথসভা ও লিফলেট বিতরণে জনতার ঢল
এই বাংলায় কোনো বৈষম্য থাকবে না: ব্যারিস্টার ইউসুফ আলী
বাকপ্রতিবন্ধী দিনমজুর লালমন বিরল রোগে আক্রান্ত অর্থাভাবে মিলছে না উন্নত চিকিৎসা
কাউনিয়ায় ওভারব্রিজ পরিদর্শনে উপসচিব ফজলে এলাহী
রায়গঞ্জে ৭ মাসে ১০ মৃত্যু, স্থায়ী সমাধান চায় এলাকাবাসী
বোয়ালমারীতে সশস্ত্র বাহিনী দিবস পালিত
ত্রিশালে জেঁকে বসেছে শীত, ফুটপাতে জমে উঠেছে বিক্রি
৫ হাজার মোটরসাইকেল নিয়ে কুমিল্লা -৬ আসনে জামায়াত নেতা দ্বীন মোহাম্মদ শোভাযাত্রা
আগামী নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে এ দেশের ছাত্র জনতা -মিয়া গোলাম পরওয়ার
সন্দ্বীপে ৫ শতাধিক পরিবারের চলাচলে স্বস্তি