বোয়ালমারীতে দুই সংখ্যালঘু পরিবারে নাশকতা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের বেড়াদী গ্রামে দুটি সংখ্যালঘু পরিবারের ওপর নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়েছে দুর্বৃত্তরা। গত বুধবার (১৬ ফেব্রুয়ারি) গভীর রাতে এ হিংসাত্মক ঘটনায় গ্রামের গোটা হিন্দু সমাজের মাঝে ব্যাপক উদ্বেগ- উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গ্রামের কৃষক প্রহ্লাদ চন্দ্র বিশ্বাসের পেঁয়াজের ক্ষেতে ধ্বংসাত্মক তৎপরতা চালায় সংঘবদ্ধ দুষ্কৃতকারীরা। তারা প্রায় দশ শতক জমির পেঁয়াজের ফলন্ত চারা গাছ তুলে ফেলে প্রহ্লাদ চন্দ্রের অর্ধলক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে।
একই রাতে ব্যবসায়ী অরুণ চন্দ্রকে পুড়িয়ে মারার চেষ্টা করে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। বেড়াদী বাজারে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে ঘুমিয়েছিলেন অরুণ চন্দ্র। রাত আনুমানিক ২টার দিকে তার দোকানঘরে অগ্নিসংযোগ করা হয়। এতে তার দোকানঘরের সাইনবোর্ড ও টিনের চালের অংশবিশেষ পুড়ে যায়। ঘটনা আঁচ করতে পেরে অরুণ চন্দ্র তড়িঘড়ি ঘুম থেকে উঠে শোর-চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণ করেন।
অরুণ চন্দ্র ও প্রহ্লাদ বিশ্বাস বলেন, গ্রামের কারো সঙ্গেই আমাদের ব্যক্তিগত শত্রুতা নেই। তবে গ্রাম্য দলাদলির জেরে এ ঘটনা ঘটতে পারে। তারা বলেন, সদ্য অনুষ্ঠিত ইউপি নির্বাচনে আমরা নৌকা প্রতীকের পক্ষে জোরালোভাবে কাজ করি। এতে গ্রামের একটি মহল ভীষণ অসন্তুষ্ট হয়। এর জের ধরেই এমন ঘটনা ঘটতে পারে বলে ভুক্তভোগীদের ধারণা।
গ্রামের বাসিন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান মজিবর রহমান বলেন, নির্বাচনে আমি নৌকার প্রার্থী ছিলাম। ভুক্তভোগীরাসহ গ্রামের হিন্দু সমাজ আমার পক্ষে শক্তভাবে কাজ করেন। তারা সব সময়ই আমার সঙ্গে দল-পার্টি করেন। নির্বাচনে আমি অল্প ভোটে হেরে গেলেও নির্বাচনের পর থেকে প্রতিপক্ষ আমার লোকজনকে নানাভাবে হেনস্তা ও হুমকি-ধমকি দিয়ে আসছে। এসবের ধারাবাহিকতায়ই উল্লিখিত নাশকতার ঘটনা ঘটেছে বলে আমার বিশ্বাস।
এমএসএম / জামান

আলোকবালীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে জেলা প্রশাসনের মতবিনিময় সভা

কাপাসিয়ায় কড়িহাতা ইউনিয়নের মাস্টার ইয়াকুব আলী ফাউন্ডেশনের' উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

আলোকবালীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে জেলা প্রশাসনের মতবিনিময় সভা মাজহারুল ইসলাম ইমন

সলঙ্গায় কচুরিপানার নিচ থেকে মানুষের পায়ের কঙ্কাল উদ্ধার

পাবিপ্রবি’র শিক্ষকদের জন্য কর্মশালা শুরু

ঠাকুরগাঁওয়ের বুড়ির বাঁধে চলছে মাছ ধরার প্রতিযোগিতা

হাটহাজারীতে মানবতার কল্যাণে আমরা সংগঠনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা

চন্দনাইশে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

নাচোলে যথাযোগ্য মর্যাদায় ইলা মিত্রের জন্মশত বার্ষিকী পালিত

পাঁচবিবিতে গভীর রাতে ঝগড়া থামাতে বলায় প্রতিবেশির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রামে নারী ও শিশু অধিকার ফোরামের আলোচনা সভায় বেগম সেলিমা রহমান

দাগনভূঞায় ফেনী-৩ উন্নয়ন পরিষদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজারের বেশি রোগীকে সেবা প্রদান
