শ্যামনগরে ইটভাটায় কাঠ পোড়ানোর মহোৎসব
                                    সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় পরিবেশ অধিদপ্তরের আইন লঙ্ঘন করে অনুমোদন ছাড়াই চলছে ১২টির মধ্যে ৯টি ইটভাটা। এসব ভাটায় পোড়ানো হচ্ছে ফলজ গাছ ও টায়ারের গুঁড়া। এসব ভাটার মালিকরা নিয়মনীতির তোয়াক্কা না করে ভাটা মালিক সমিতি ও প্রশাসনকে ম্যানেজ করে জ্বালাচ্ছে কাঠ ও টায়ারের গুড়া, যা বর্তমান মহামারী করোনাকালীন সময়ে জনস্বাস্থ্য হুমকির মুখে। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। আর এই অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটা থেকে অর্ধকোটি টাকা চাঁদা নিয়ে বৈধ্যতা দিয়েছে ইটভাটা প্রস্তুতকারী মালিক সমিতি।
এ সকল অভিযোগের বিষয়ে ইটভাটা মালিক সমিতির সভাপতি আফজাল হোসেন অসুস্থ থাকার কারণে তার ছেলে রঞ্জু দায়িত্ব পালনকালে তার কাছে জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে বলেন, শ্যামনগর উপজেলায় ১২টি ভাটার মধ্যে ৯টি ভাটা চালু আছে। এরমধ্যে শ্যামনগর সোনার মোড় এলাকায় আছে ৫টি ভাটা- মোস্তফা ব্রিকস, এআরবি ব্রিকসের প্রো. বিল্লাল হোসেন, আশা-১ ও আশা-২ ব্রিকসের প্রো. আরব আলী, হক ব্রিকস, নওয়বেগী এলাকায় জামান ব্রিকস, হাজী ব্রিকসের প্রো. আনসার আলী। এছাড়া সমিতির সাধারণ সম্পাদকের রয়েছে সাকিব ব্রিকস-৩টা।
সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্বরত প্রফেসর বকুলের কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেন, আমি একজন সরকারি চাকরিজ়ীবী। এর পাশাপাশি আমি ব্যবসা করি। তিনি এ সময় আরো বলেন, ভাটার বৈধ কাগজপত্র ও জেলা প্রশাসকের দেয়া লাইসেন্স আছে কি-না তার সঠিক তথ্য দেননি।
তিনি আরো বলেন, এ বছর কয়লার দাম বৃদ্ধি পাওয়ার কারণে সব ইটভাটায় কাঠ পোড়ানো হচ্ছে সরকারের আইন মেনে। আমরা ভাটা পরিচালনা করছি প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরকে ম্যানেজ করে। আমরা ভাটা চালাই, আপনারা পত্র-পত্রিকায় রিপোর্ট করলে ও আমাদের কোনো যায় আসে না। এর আগেও তো অনেক লেখালিখি করেছেন, কিন্তু কিছু করতে পেরেছেন? পরিবেশ দপ্তরের লোকজন প্রায়ই আমাদের কাছে আসেন এবং ওনাদের কাছে সকল তথ্য আছে। যা কিছু জানার ওনাদের কাছে যান বলে তিনি ফোনটি কেটে দেন। তবে জিকজ্যাক হাওয়া ভাটায় কাঠ পোড়ানোর কোনো সুযোগ না থাকলেও মানা হচ্ছে না বায়ুদূষণের বিষয়টি।
ইটের মূল্য বৃদ্ধির জন্য অসাধু ভাটা ব্যবসায়ীরা ইটে দিচ্ছে ক্ষতিকারক কেমিক্যাল পাউডার ও টায়ারের গুঁড়া, যা স্বাস্থ্যের জন্য চরম ঝুঁকি। মহামারী করোনাকালীন অধিকাংশ ভাটায় শ্রমিকরা স্বাস্থ্যবিধি মানছেন না।
সরজমিন দেখা যায়, সমিতির সাধারণ সম্পাদক বকুলের ভাটায় অবৈধভাবে কাঠ পোড়ানোর মহোৎসব চলছে। নাম বলতে অনিচ্ছুক এক ভাটা পরিচালক সাংবাদিককে বলেন, আমরা ইটভাটা চালাই ভাটা মালিক সমিতি ও প্রশাসনকে ম্যানেজ করে। সবকিছুই সমিতি দেখবে, আমরা ভাটা মালিক সমিতিকে বাৎসরিক চাঁদা দিয়ে ভাটা চালাই।
এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে বলেন, আমাদের অফিসিয়াল জনবল কম। এছাড়া আমাদের র্নিবাহী ম্যাজিস্ট্রেট কম থাকায় আমরা সঠিক সময়ে অভিযান পরিচালনা করতে পারছি না ।
এমএসএম / জামান
                মনোনয়ন বঞ্চিত আসলাম চৌধুরীর সমর্থকদের মহাসড়ক-রেল অবরোধ
                নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে বিএনপির মনোনয়ন পেলেন এস এম রেজাউল ইসলাম রেজু
                শার্শা আসনে বিএনপির মনোনয়ন পেলেন-তৃপ্তি
                মৌলভীবাজার-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হাজী মুজিব
                বিএনপির মাদারীপুর এক ও তিন আসনে প্রার্থিতা ঘোষণা
                গাইবান্ধার পাঁচ টি আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত
                কুমিল্লায় বিএনপি'র ৯ টি আসনের সম্ভাব্য প্রার্থীতা ঘোষণা
                চাঁদপুর জেলার বিএনপির সম্ভাব্য পাঁচ প্রার্থী
                শরীয়তপুর-১ আসনে বিএনপির প্রার্থী সাঈদ আহমেদ আসলাম
                প্রথম বারের মতো ভোলা -৪ চরফ্যাশন মনপুরা আসেন মনোনয়ন পেলেন নূরুল ইসলাম নয়ন
                মেহেরপুর বিএনপির মনোনয়ন পেলেন মাসুদ অরুণ-আমজাদ হোসন
                মৌলভীবাজার-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মিঠু